![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
বনে আজ শেয়ালের বিয়ে।
বনের সকল পশু-পাখিকে নেমন্তন্ন করা হয়েছে। মহা ধুম-ধামে সকল আয়োজন হচ্ছে। সবার মনেই উৎসবের আমেজ, পুরো বনেই আনন্দ আর আনন্দ। অনেকদিন পর সবাই পেটপুরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল।
দিনশেষে সবাই নতুন শেয়াল দম্পতির জন্য অনেক আশির্বাদ করলো। সাথে উপহার.......
সবাই যার যার সাম্যর্থের সেরা উপহারটাই দিল।
পুচকে খরগোশটি যেমন তার বাগানের সেরা কচি ঘাসের ডগাটাই শেয়ালকে উপহার দিল, তেমনি বনের রাজা সিংহ ও গলা ছেড়ে কয়েকবার হুংকার দিয়ে নিজের সেরাটাই দিল শেয়ালকে খুশি করার জন্য।
আবার নিজের কর্কশ কন্ঠেও কাক যেমন গলা ছেড়ে গাইল, তেমনি নিজের পুচ্ছ থেকে সবচেয়ে সুন্দর পালকটিই ময়ুর উপহার দিল।
উৎসবে যোগ দিতে শজারু ও বাদ পড়ল না, সেও আজ খুব খুশি। তাই, নিজ অঙের সবথেকে সুচালো লম্বা কাটাটিই উপহার দিল শেয়ালকে।
বাসর রাতে নব দম্পতি খুলে বসল উপহারের পশরা।
তারা দেখল, কার কাছ থেকে কি পেল? ঐ যার যা আছে তাই.....................
মোরাল: কর্ম বা দান আপনার যত ভালই হোক, প্রতিদানে যার যা আছে সে আপনাকে তাই দিবে।
তাই, প্রত্যাশা হবে সর্বদাই ব্যক্তি বিশেষে আলাদা। সতর্ক বা সচেতন থাকুন সবার ব্যাপারেই।
শুভ নববর্ষ !!!
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই, এটাই উত্তম।
তবে প্রত্যাশা করেন বা নাই করেন, প্রতিদান আপনি পাবেনই। সেটা যার যা আছে, সে তাই দিবে।
ফুল অথবা কাটা।
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় কারও কাছ থেকে কিছু প্রত্যাশা না করাই ভাল।