নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

রংপুরের মানুষ মফিজ না...

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

রসিক নির্বাচনে পরাজয়ের কারনে যেসব বঙ্গবন্ধু সৈনিক প্রিয় বন্ধুগণ রংপুরের ভোটারদের মফিজ, আবাল বলে গালি দিচ্ছেন, খুব বেরসিক বলছেন তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই-
রংপুরের ভোটারগণ খুবই রসিক।
তারা সঠিক কাজটিই করেছেন।
একজন যোগ্য প্রার্থী, জনবান্ধব নেতাকেই তারা যথাযথ মর্যাদা দিয়েছেন।
আমি রংপুর এর লোক না হলেও রসিক নির্বাচন খুব কাছ থেকে দেখেছি। মানুষের মনের কথা জানতে চেয়েছি।
তাদের মনের চাওয়া যা ছিল নির্বাচনে ঠিক তারই প্রতিফলন।
আমি তাদের উপলব্ধিকে শ্রদ্ধা করি।
তাই উপরোক্ত শব্দসমূহ ব্যবহারের প্রতিবাদ করছি।
বরং উক্ত শব্দ গুলি তাদের জন্য ব্যবহার হওয়া উচিৎ, মফিজ তারাই যারা দলের জন্য একজন যোগ্য প্রার্থী বাছাই করতে পারে না, জনগণের মনের কথা বুঝতে পারেনা।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

তারেক_মাহমুদ বলেছেন: মফিজ না তবে ওরা এরশাদের অন্ধ ভক্ত

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এরশাদ কিংবা জাতীয় পার্টির সেই অবস্থা এখন আর নেই।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাহিন-৯৯ বলেছেন: এখানে যোগ্যপ্রার্থী কোন ব্যাপার না, স্বয়ং এরশাদ যদি খুলনা বা কুমিল্লা নির্বাচন করে তাহলে ১০% ভোটও পাবে না। জাতীয় পার্টি বলতেই রংপুর।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এরশাদ কিংবা জাতীয় পার্টির সেই অবস্থা এখন আর নেই। তার কিছু ভোট আছে একথা ঠিক তবে বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যাক্তিগত গ্রহণযোগ্যতার কারনেই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি খুব সাধারণ মানুষ। সবার সাথে মিশেন, হাসিমুখে কথা বলেন। একারনেই সবাই তাকে পছন্দ করে। আওয়ামী লীগের প্রার্থী ঠিক তার বিপরীত।
আওয়ামী লীগ এরকম একজন যোগ্য, গ্রহণযোগ্য প্রার্থী দিলে হয়ত এবারেও জিততে পারত।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সারা রংপুরে কী মফিজ নামে কোন লোক নাই?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হয়ত কেউ আছে।
তবে সবার নাম নিশ্চয়ই মফিজ না।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



নির্বাচন নিয়ে কিছু বলবো না; তবে, "মংগা" ফিরে আসতে পারে; ওরা মফিজ নন, ওরা মংগার লোকজন

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দেশ যেখানে খাদ্যে সয়ংসম্পূর্ণ, রংপুর নিশ্চয়ই দেশের বাইরে নয়।
উল্টোটাই হবার কথা।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ইলি বলেছেন: কিছু না বলাই ভাল, দেখা যাক কি হয় ভাল না খারাপ।ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমার মনে হয় ভালই হবে।
নবনির্বাচিত মেয়র ব্যক্তি হিসেবে অন্যদের চেয়ে অনেক ভাল।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রংপুরের বাইরে নির্বাচনে দাড়ালে জিততে পারত? আমাকে আবার আম্লিগ, বিম্পি,জামাতি ভাববেন না।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যাক্তিগত গ্রহণযোগ্যতার কারনেই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি খুব সাধারণ মানুষ। সবার সাথে মিশেন, হাসিমুখে কথা বলেন। একারনেই সবাই তাকে পছন্দ করে। আওয়ামী লীগের প্রার্থী ঠিক তার বিপরীত।
আওয়ামী লীগ এরকম একজন যোগ্য, গ্রহণযোগ্য প্রার্থী দিলে হয়ত এবারেও জিততে পারত।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রংপুরের মানুষ এখনো এরশাদের জন্য পাগল...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এরশাদ কিংবা জাতীয় পার্টির সেই অবস্থা এখন আর নেই। তার কিছু ভোট আছে একথা ঠিক তবে বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার ব্যাক্তিগত গ্রহণযোগ্যতার কারনেই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: মফিজ নামে আমি একজনকে চিনি। খুব চালাক লোক সে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সে কি রংপুরের?

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার দুর সম্পর্কের এক চাচা ছিল নাম মফিজ তার বুদ্ধির কাছে অন্যরা ছিল নস্যি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সে কি রংপুরের?

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০

উম্মু আবদুল্লাহ বলেছেন: রংপুরে আওয়ামী লীগ তো সামগ্রিকভাবে ভাল করেছে। কাউন্সিলরে একচেটিয়া আধিপত্য। খারাপ করেছে বিএনপি। এর আগেও দেখা গিয়েছে বিএনপির ডাকা হরতাল অবরোধ কখনও রংপুরে পালিত হয় না। এই চিত্র নারায়ন গন্জ্ঞেও দেখা যায় নি। সেখানে বিএনপি হেরেছে কিন্তু এভাবে প্রত্যাখাত হয় নি।

যাই হোক, এই নির্বাচনে নির্বাচন কমিশন নিজেকে প্রমান করেছে। এটা একটা বড় পাওয়া।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: একথা ঠিক। নির্বচন ছিল খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর।
রংপুরে এখনও আওয়ামী লীগের অবস্থান ভাল। মেয়র পদে হেরেছে শুধু প্রার্থীর কারনে।
আমি দেখেছি, কোন ভোটারই তাকে পছন্দ করেনা। এমনকি তার কর্মিরাও তাকে ভোট দেয়নি। এখানে আওয়ামী লীগের ভোট আরো অনেক বেশ।।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।।

১২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: অবমাননাসূচক নামোল্লেখের প্রতিবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাল লিখেছেন। + +

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ভাই।
এত দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.