![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
রাজনীতি?
সে তো কবেই ছেড়েছি
অনেক বছর আগে।
তাই,
এতিমের টাকা কোন এতিম খেল!
দুর্নীতি মামলায় কার সাজা হল!
এসব ভাবনা এখন আর
পড়ে কি আমার ভাগে?
ঘুম ভাঙিলেই
জীবন ও জীবিকা
ঘিরে থাকে যার রোজ।
এসব ভাবনা
ভাবিলে তাহার
পেটের কে রাখিবে খোজ।
তাই,
এতসব ভাবনা সবকিছু ছাড়ি
পেটের তাড়নায় কাজে নেমে পড়ি
আর সবই যেন মিছে।
আপনি বাচিলে
সকলি বাচিবে
ঘর সংসার ও আছে পিছে।।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, অশেষ শ্রদ্ধা।
ভুল আর ঠিক এর দোলাচলে আমরা সদা দ্বিধান্বিত......
তবে আদর্শচ্যুত যেন কভূ না হই।।
২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬
A.Z.M.Julkernine বলেছেন: কাজ করেন এগিয়ে যান...
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই ভাই।
কাজই জীবন।।
ধন্যবাদ ও শুভকামনা।
৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: রাজনীতি এক হিসেবে বট গাছ।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই, তবে সবাই সেই গাছের ডালপালা-পাতা খাওয়ায় ব্যস্ত।
সাধারণের জন্য কাজই জীবন।।
ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
যিনি বলেন যে, তিনি রাজনীতিতে নেই, তিনি ভুল রাজনীতিতে আছেন।