| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান জাকির ৭১৭১
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
চিনেছ কি একবারও মন?
সেই মানুষটি, যে খুব সাধারণ
চলতে পথে যার নেই যে কারণ।
এই শহরে খুব অল্প মানুষ
চিনবে তাকে, খুজবে যে দোষ।
যার নেই যে কোন উচ্চাশা
নেই কারো কাছে প্রত্যাশা।
কাজে ডুবে থাকতে জানে
কষ্ট বুকে ঢাকতে জানে।
একলা পথে চলতে জানে
দুঃখ পায়ে ডলতে জানে।
নেই নাশতা-চায়ে আগ্রহ
ধুমপানে তে বিগ্রহ।
গল্প-আড্ডা হলে ভাল
না হলেও দিন চলে গেল।
সময় পেলে কাজের ফাঁকে
যাবে কোথা, খুজবে কাকে?
তাই, বন্ধু ভাবে সবাইকে সে
নেই হারাবার ভয় সে কিসে!
ল্যাংটার কিসে বাটপারে ভয়
তাইতো সবার চায় যে সে জয়।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক শুভ কামনা রইল।
২|
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই।
এটাই প্রত্যাশা, যদিও বাস্তবতা ভিন্ন।
অনেক অনেক শুভ কামনা রইল।
৩|
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক অনেক শুভ কামনা রইল।
৪|
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই লাগলো কবিতা।
ধন্যবাদ।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: নিরন্তর শুভকামনা ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
করুণাধারা বলেছেন: মানুষটির বর্ণনা ভালো লেগেছে।