নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

পোস্ট- মর্টেম !

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

আসুন, একটা কুইজ প্রতিযোগিতা হয়ে যাক!

গতকাল ফেসবুকে দেয়া একটি ছোট পোস্ট, এবং এর কমেন্টস এ বন্ধু মহল ও আপনজনদের নানা প্রশ্ন ও মন্তব্যের উপর ভিক্তি করেই আজকের পোস্ট মর্টেম.........

গতকালের পোস্ট:
'জেনে ভাল লাগল যে এখনো অন্তত একজন মানুষ প্রায় প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে!'

পোস্ট মর্টেম:
সকলের মন্তব্য ও প্রশ্নসমূহের মূল আগ্রহ ছিল একটাই- সেই মানুষটি কে?

মন্তব্য আর প্রশ্নগুলো নাইবা দিলাম। বরং এগুলোর জবাবে দেয়া বিভিন্ন ক্লু গুলোই দেয়া হল।
উল্লেখিত ক্লু গুলোর কত নম্বরে আপনার অনুমান বা সম্ভাব্য উত্তর কি হয় দয়াকরে তা জানাতে ভুলবেন না।

১। আমি মনে-প্রাণে ও অর্থনীতির ভাষায় একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ।
২। তবে, উত্তরাধিকার সূত্রে পাওয়া চেহারা-সুরত, পোষাক-আসাক ও কথাবার্তায় সেটা প্রমাণ করা খুব কঠিন, বরং উল্টোটা মনে হতে পারে কারো।
৩। গত মাস দুয়েক হল কর্মসূত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন।
৪। মাসে ১-২ বার পরিবার তথা বউ-বাচ্চাদের সাথে দেখা হয়।
৫। বর্তমানে সম্পূর্ণ একা থাকি।
৬। একটু পাগলাটে, খেয়ালি, ভাবুক, কবি-লেখক ভাব আছে, মাঝে-মধ্যে একটু লেখালেখির চেষ্টা করাও হয়।
৭। যিনি অপেক্ষা করেন তার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে।
৮। সম্পর্কটি হঠাৎ করেই নতুন তৈরি হয়েছে।
৯। নতুন কর্মস্থলের আশেপাশেই।
১০। আমার একাকীত্বই এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।
১১। তিনি আমার, আমার অফিসের কিংবা বাসার কোন কর্মচারি বা এধরণের কেউ নন।
১২। প্রায় প্রতিদিনই দেখা হয়, তবে প্রতিদিন নয়। কারণ মাঝে-মধ্যে ২/১ দিনের জন্য আমি পরিবারের কাছে যাই।
১৩। আমার এক ডাক্তার সহকর্মী তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল।
১৪। যদিও সে এ ব্যাপারে খুব দ্বিধান্বিত ও সঙ্কোচ করছিল।
১৫। এখন একাই যাই, তবে সেই সহকর্মী মাঝেমাঝে খোজ নেয় ও যেতে চায়।
১৬। একটু সাবধানে পরিচিতদের এড়িয়ে যেতে হয়, যদিও এখানে খুব কম মানুষই আমাকে চিনে।
১৭। প্রথম দিনেই তাকে আমার ভাল লেগেছিল।
১৮। তখন একটু দ্বিধা-দ্বন্ধে ছিলাম, মাঝে-মধ্যে যেতাম, এখন প্রায় নিয়মিত।
১৯। আমি তাকে পছন্দ করি, সেও আমাকে যথেষ্ঠ শ্রদ্ধা-সম্মান করে।
২০। একটা বিশেষ সময়ে সে আমার জন্য অপেক্ষা করে।
২১। সময়টার ব্যাপারে আমিও সচেতন থাকতে চেষ্টা করি।
২২। দিনে একবার দেখা হলেও মাঝেমাঝে আসা-যাওয়ার পথে সে উকি-ঝুকি দিয়ে আমাকে দেখতে চেষ্টা করে। সত্যি বলতে গেলে- আমিও কখনো করি।
২৩। এখানে আমার খুব কাছের আরো দু-একজন ব্যাপারটা এখন জেনে গেছে।
২৪। যদিও আমার পরিবারের কেউ এখনো এ ব্যাপারে কিছু জানে না।
২৫। জানলে জানুক, আপাতত আমি তেমন কাউকেই পরোয়া করি না।
২৬। আমি ভালই আছি, গতকাল রাতে শরৎ চন্দ্রের দেবদাস অবলম্বনে তৈরি টেলিফিল্ম "জলসাঘর" দেখেছি। আজ শাহরুখ খান অভিনীত "দেবদাস" ছবিটি দেখতে চেষ্টা করছি। কিন্তু কোন অনলাইন লিঙ্ক পাচ্ছি না, কারো জানা থাকলে দিয়েন।
২৭। সময়টা বেশ উপভোগ করতে চেষ্টা করছি।
২৮। একঘেয়েমি রুটিনবাধা জীবন আর কত?
২৯। মাঝেমাঝে একটু রুচির পরিবর্তন দরকার।
৩০। সে আমার জন্য অপেক্ষা করে- এটা সে গতকাল নিজে আমাকে বলেছে।

মানুষটি কে?
কি মনে হয়??

চেষ্টা করবো আগামী পর্বে আরো খোলামেলা কিছু বলতে!
আপাতত দেখি সবার অনুমান।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: সাংঘাতিক পোস্টমর্টেম।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা ভাই!
খুব সাংঘাতিক.........হা হা হা!

২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: আমার অনুমান শক্তি ভালো না।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: রাজিব ভাই, আপনি কৌশলে এড়িয়ে গেলেন!
ঠিক আছে আগামীকাল আরো খোলামেলা কিছু ক্লু দিব।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

স্রাঞ্জি সে বলেছেন: আগামীকালের জন্য অপেক্ষায় ।

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাহলে আজকের কুইজে কোন নম্বর পেলেন না! হা হা হা.....

৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

চঞ্চল হরিণী বলেছেন: আপনার একজন পেশেন্ট ।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
পরবর্তী ক্লু গুলোর জন্য অপেক্ষা করার বিনীত অনুরোধ রইল।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৫

কিশোর মাইনু বলেছেন: ঠিক বুঝতে পারছিনা।
Waiting for next clues...

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
পরবর্তী ক্লু গুলো শীঘ্রই পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.