নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

ঈদ- শিক্ষা ও বাস্তবতা!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫


ঈদুল আজহা।
আল্লাহর নৈকট্য লাভের আশায় সারা বিশ্বের মুসলিমরা পশু কোরবানী করে থাকে।
তবে, এদেশে অধিকাংশ সামর্থ্যবান বা বিত্তশালীদের পশু কোরবানীর নামে নিজের সামর্থ্যের শোডাউনের এক বিরাট সুযোগ! তাইতো জমজমাট পশুর হাট। কেনাবেচার ধুম! জমজমাট প্রচারণা, সকল মিডিয়াসহ সামাজিক মাধ্যমও পশুময়। সারাদেশের পশুর হাট ঘিড়ে হাজার কোটি টাকার লেনদেন।

মুসলিম অধ্যুষিত প্রায় আঠারো কোটি জনসংখ্যার এই দেশে ঈদুল আজহায় এখনো অধিকাংশ মুসলিম পরিবারের পশু কোরবানী করার সামর্থ্য নেই। প্রচারণা যতই হোক, বাস্তবতা ভিন্ন।

তাছাড়া, এদেশের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত মুসলিম পরিবার সর্বদাই খুব দ্বিধান্বিত। এরা সবদিক দিয়েই খুব কষ্টে থাকে। এদের অনেকেই পশু কোরবানী করতে চাইলেও প্রায়ই তা পেরে উঠে না। আবার কারো কাছে যেমন চাইতে পারে না, তেমনি ঈদের দিন কে মাংস দিবে, না দিবে সেই আশায়ও থাকতে পারে না।

অমুসলিম বন্ধু বা প্রতিবেশীরা কোরবানী দাতাদের দাওয়াত পেলেও গরু/খাসি রান্না মিশে একাকার হবার দ্বিধা দ্বন্দ্বে এই ঈদে দাওয়াত গ্রহণ করতে চায় না। তাদের যতই অভয় দেয়া হোক।

কিন্তু, যত যাই হোক, ঈদ তো!
ঈদের দিন একটু ভাল খাবার- অন্তত পোলাও মাংস খাওয়ার প্রত্যাশা এদেশের প্রায় সব পরিবারেরই থাকে।

তাই, পরিবার- বাচ্চা-কাচ্চাদের চাহিদা পুরন করতে ঈদের আগেই অমুসলিমরা যেমন খাসির মাংস কিনে রাখে, তেমনি অনেক মুসলিমরাও গরুর মাংস কিনে রাখে।

এ কারণেই হয়ত আজও বাজারে গরু, খাসি সব মাংসের দোকানে ভিড়, দেখে খুব অবাক হলাম।

ক্রমশই প্রকট হওয়া শ্রেণী বৈষম্য আর সামর্থ্যহীনদের অসহায়ত্ব ও কষ্ট আরো স্পষ্টভাবেভাবে ফুটিয়ে তোলার জন্যই হয়ত এদেশে বছরে দু দুবার ঈদ আসে! অথচ হবার কথা ছিল তার উল্টো।

চাই, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও উদার মানষিকতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি।।

নিরন্তর শুভ কামনা সবার জন্য।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




পোস্ট করেছি: ৮৪টি
মন্তব্য করেছি: ৫৬০টি
মন্তব্য পেয়েছি: ৪২৭টি
ব্লগ লিখেছি: ২ বছর ১১ মাস




জীর্ণশীর্ণ ব্লগিং!

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কর্মব্যস্ততার ফাকে মাঝেমধ্যে ব্লগে উকি মারা হয়।
একেবারেই অনিয়মিত।।

তবে আপনি ঠিক নিরুৎসাহিত করলেন নাকি উৎসাহ দিতে চেষ্টা করলেন বুঝতে পারলাম না।

যাহোক, ঈদের শুভেচ্ছা।

২| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: খুবই সঠিক এবং বাস্তব আমার মনের ভাবটা আমি এই লেখায় পেয়েছি, যেটি গত দুই তিন দিন যাবৎ আমি এই রকম একটি লিখা খুঁজছিলাম ব্লগে।ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল লাগল আপনার মূল্যবান মন্তব্যে।

ঈদের শুভেচ্ছা নিবেন।
ঈদ মোবারক।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে ...

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
মূল্যবান মন্তব্য, তবে এই হতভাগার মাথার উপ্রে দিয়া গেল।

ঈদের শুভেচ্ছা নিবেন।
ঈদ মোবারক।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

আলআমিন১২৩ বলেছেন: এ বিষয়ে মালয়েশিয়াকে ফলো করা যায়।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
তবে মালয়েশিয়ার ফর্মূলাটা ব্যাখা করলে আমরা উপকৃত হতাম।

ঈদের শুভেচ্ছা নিবেন।
ঈদ মোবারক।

৫| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

স্রাঞ্জি সে বলেছেন: @প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।


আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রইল।
ঈদ মোবারক।

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
ভাল লাগল আপনার মূল্যবান মন্তব্যে।

ঈদের শুভেচ্ছা নিবেন।
ঈদ মোবারক।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অশেষ শ্রদ্ধা ও শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.