![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা ছোট্ট ফুটফুটে শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নেয় এক নিঃসন্তান দম্পতি। সকল আবেগ দিয়ে স্নেহ- ভালবাসায় দিনে দিনে বড় করে তোলে শিশুটিকে। আধুনিক সকল সুযোগ সুবিধা দিয়ে তাকে মানুষ করতে তাদের কোন চেষ্টার কমতি ছিল না। একমাত্র সন্তানকে ঘিরে বাবা-মায়ের অনেক স্বপ্ন, অনেক আশা। একসময় সে বড় হয়, উচ্চ শিক্ষা লাভ করে, প্রতিষ্ঠিত হয়।
কিন্তু চারপাশের মানুষগুলোর কাছ থেকে সে নানা অনাকাঙ্খিত মন্তব্য ও কথাবার্তা শুনে ভগ্ন হৃদয়ে একদিন সাহস করে বাবা-মায়ের মুখোমুখি হয়। অশ্রুসিক্ত বদনে জানতে চায় তার জন্ম পরিচয়।
মা অবাক দৃষ্টিতে সন্তানের মুখপানে চেয়ে রয়। হঠাৎ সারা শরীরে একটা ঝাকুনি দিয়ে শক্ত ভাষায় চিৎকার করে বলে উঠে- সারা পৃথিবীর মানুষ কে কি বলল তা তোর আর আমার কাছে মূখ্য বিষয় নয়। তুই আমার সন্তান এটাই তোর একমাত্র পরিচয়। হ্যা, আমিই তোকে পেটে ধরেছি, আমার বুকের দুধ খাইয়েই তোকে বড় করেছি, আমার বুকেই তোকে ঘুম পাড়িয়েছি। নিজের সকল সত্বাকে বিসর্জন দিয়ে, সকল আদর- ভালবাসা দিয়ে অনেক কষ্টে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই আমার সন্তান। হ্যা, তুই আমার সন্তান। তোর আর কিছু জানার প্রয়োজন আছে?
সন্তান কাঁদতে কাঁদতে ছোট্ট শিশুর মতই মায়ের কোলে মুখ লুকায়। মা পরম মমতায় তাকে বুকে টেনে নিয়ে আঁচল দিয়ে অশ্রু মুছে দেয়।
সন্তানটিও আমৃত্যু বাবা-মাকে শ্রদ্ধা-ভালবাসায় বুকে আগলে রাখে।
নোট- কিছু মিথ্যা সত্যের চেয়েও শক্তিশালী!
বিয়ের পরেও স্ত্রী তার আগের প্রেমিকের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। মাঝে-মাঝে তারা গোপনে দেখাও করে।
স্বামী তার স্ত্রীকে খুব ভালবাসে। সে বেচারা সব জানে, দু-একবার দুর থেকে নিজের চোখে দেখেছেও। তবুও সে তার স্ত্রীকে কিছুই বলে না, কিছুই বুঝতে দেয় না। বরং সে তার স্ত্রীকে আগের চেয়েও বেশি ভালবাসে, বেশি সময় দেয়, আরো বেশি কেয়ার করে, যত্ন নেয়, তার সকল চাওয়া তৎক্ষণাৎ পুরণ করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করে, ছুটির দিনে তাকে নিয়ে বেড়াতে যায়, তার পছন্দের খাবার খাওয়ায়। নিজের সকল আবেগ- ভালবাসা দিয়ে স্ত্রীকে বুকের মাঝে আগলে রাখে।
একসময় স্ত্রী তার ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হয়।
স্বামীর ভালবাসায় সিক্ত হয়ে সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে, মন থেকে সকল অতীত মুছে ফেলে পরম মমতায় স্বামীর বুকে নিজেকে সর্বান্তকরণে সপে দেয়। স্বামীকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলে- ভালবাসি। শুধু তোমাকে ভালবাসার জন্যই আমার জন্ম হয়েছে।
তারা এখন সবচেয়ে সুখি দম্পতি।
পুনশ্চ- কিছু মিথ্যা জীবনকে সুন্দর করে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অশেষ শুভকামনা।।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: শোককে যখন কেউ অন্ধকারে গলা টিপে হত্যা করতে চায় তখন সাক্ষী পাশে বসে থাকলে ভাল লাগে না।
নষ্টনীড়, রবীন্দ্রনাথ ঠাকুর
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
তবে তার বিষয়বস্তু......... মাথার উপ্রে দিয়া গেল।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সনেট কবি বলেছেন: বেশ