নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

পোষ্ট মর্টেম- বৃহত্তর ঐক্য ও তাদের চাওয়া পাওয়া!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭


গতকাল হাতে হাত রেখে তথাকথিত বৃহত্তর ঐক্য (!) ও তাদের পথচলা শুরু!

একটি বহুল প্রচারিত অনলাইন পোর্টালে এই বিষয়ে বেশ কিছু নিউজ করা হয়েছে।
কিন্তু এত নিউজ পড়ার সময় বা ধৈর্য্য অনেকেরই নেই।
তাই সেখান থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আমরা চেষ্টা করবো এই ঐক্য প্রক্রিয়া ও তাদের চাওয়া পাওয়া বিষয়ে জানতে।

তো চলুন- শুরু হোক আজকের পোষ্ট মর্টেম!


কাদের ঐক্য?

আগষ্ট এলে এদেশে অনেক কিছুই শুরু হয়!

সমাবেশের আগেই......

কারা কারা আছেন.....

তাদের পরিচয়....

তাদের ৫ দফা....



পোস্ট এ আর ছবি লোড নিচ্ছে না।
তাই কিছু কমেন্টস এ দিচ্ছি...........

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাদের স্লোগান........

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাদের হাজার হাজার সমর্থক ........

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাদের লক্ষ্য...........

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাদের ব্যাপারে অন্যদের মূল্যায়ন.......

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: পোস্ট এ একসাথে সকল ছবি দেয়ার উপায় কি?
সবোর্চ্চ কয়টি ছবি দেয়া যায়, কিভাবে ইত্যাদি বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ পেলে লাভবান হতাম।
সবাইকে ধন্যবাদ।।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

জুজুগাগা বলেছেন: ডান বামের মহব্বত নির্বাচন পর্যন্ত ঠিকবে বলে মনে হয় না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসল চক্র- স্বাধীনতা বিরোধীরাও আছে, তবে কৌশলগত কারনে সামনে আসছে না।
সুযোগ পেলেই দেশ বিরোধী, আওয়ামী বিরোধীরা এক হয়ে যায়..........

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

কে ত ন বলেছেন: কতগুলো বুড়ো ধাড়ি, অপদার্থ অকর্মন্য ফটোসেশন করার জন্য মঞ্চ সাজিয়েছে। রাস্তায় পুলিশ লাঠি নিয়ে দৌড়ালে লাঠি আর পিঠ পর্যন্ত পৌঁছাতে হবেনা, ভীতিকর বাঁশির শব্দ শুনলেই নর্দমায় ঝাপিয়ে পড়ার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বলেছেন!!
ফটোসেশন, বিনোদন আর উত্তরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা...........

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আপনার ব্লগ পুরাই খালি কেন?
২/১ পোস্ট দেন।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: চলিতেছে সার্কাস

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: জাতিকে একটু বিনোদন দেয়ার চেষ্টা।
তবে ষড়যন্ত্রও থেমে নেই...........

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

তারেক ফাহিম বলেছেন: চাঁদগাজী ভাই'র মন্তব্য দেখতে আসলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: পোস্টটি শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের নজরে হয়ত এখনো পড়ে নি।
আমরা বরং অপেক্ষা করি..........

তবে আপনার নিজের মতামত জানতে পারলে আমরা আরো খুশি হতাম।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

তারেক ফাহিম বলেছেন: এ ধরনের পোষ্টগুলো শুধু পড়ি, মন্তব্যগুলোও বেশ উপভোগ করি।
আপনার এ পোষ্টেও ৭ নং মন্তব্যটি বেশ উপভোগ করলাম B-)


২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, উক্ত মন্তব্যটি আসলেই দারুণ!
ধন্যবাদ কে ত ন ভাইকে।।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

সনেট কবি বলেছেন: দেখা যাক কি হয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিছু ফ্রি বিনোদন তো পাওয়া গেল।
সেটাই, দেখা যাক...............

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

শামচুল হক বলেছেন: আমি কিছ্ছু কমুনা খালি দেইখা যামু

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তবে ফ্রি বিনোদনটুকু নিতে ভুল কইরেন না ভাই................

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

আল ইফরান বলেছেন: এইটাতো ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য গঠিত ঐক্য, তারা লাঠির বাড়ি খেলেই কি আর ওয়েস্টিনে গিয়ে লাল পানি খেলেই কি।
আমাদের সাধারন জনগনের কোন এজেন্ডা নিয়ে এরা কোন কথা দেখি এদের মুখ থেকে আসে না, শুধু গনতন্ত্র আর আইনের শাসনের গালভরা বুলি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, তাদের একমাত্র লক্ষ্য হল- অন্যের সহায়তায় যদি ক্ষমতার স্বাদ পাওয়া যায়...........!

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: এইসব ঐক্য কোনো কাজ হবে না।
ফলাফল শূন্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ঠিক তাই।
তবে জাতি কিছু বিনোদনের খোরাক পেল।
সাথে কিছু ষড়যন্ত্রের নমুনা...................

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

নূর আলম হিরণ বলেছেন: যাক তাদের ৫ দফার মধ্যে বেগম জিয়ার মুক্তির দফা নাই এটা আপাতত স্বস্তির।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, ঐটাই তো মুল দফা।
বিএনপি কি এমনিই সমর্থন দিছে?
৩ নং কমেন্ট দেখেন........

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাসান জাকির 7171- জনাব, বৃহত্তর ঐক্য দেখে এত জ্বালা কেন ? আবদুর রহমান বদি-দের খুব ভালো লাগে ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তথাকথিত বৃহত্তর ঐক্য আসলে কি তা উক্ত পোস্ট ও এর বিভিন্ন মন্তব্যে নিশ্চয়ই আপনি বুঝতে পারার কথা।
আর যদি তা বুঝতে আসলেই ব্যর্থ হন তাহলে হয়ত আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই।
আপনি বরং চোখের ও মানষিক রোগের ডাক্তার একই সাথে দেখান............
আপনার জন্য শুভকামনা রইল।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল রাজনীতিবিদ নন, শেখ সাহেব ড: কামালকে প্রথমে টেনোক্রেট হিসে নিয়ে, পরে রাজনীতিবিদ বানানোর চেষ্টা করেছেন, তা হয়নি; তারপরও শেখ সাহেব উনাকে ৩ পদে মন্ত্রী বানায়েছেিলেন, কামাল সাহেব ছইলেন অদক্ষ, দেশের বা মানুষের জন্য ভালো কিছু করেনি; এখন শেখ হত্যাকারীদের সাহায্য করার চেষ্টা করছে; কিন্তু উনি যে অদক্ষ সেটাই প্রমাণ করবেন আবাবো।

তবে, তিনি ৩০০ কোটীর মালিক, দেশে উনার শ্রেণীর লোকদের এখন ক্ষমতার দরকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শেখ মুজিবের দেয়া পরিচিতির গুণেই আজ তিনি শেখ মুজিবের দল ও তার কন্যার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন..............
ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:

জেনারেল জিয়া আইয়ুব খানের ঘনিষ্ঠ অফিসার ছিলো; পাকিস্তান সেনাবাহিনী ২৫শে মার্চ বেংগল রেজিমেন্টকে আক্রমণ করায় ততকালীন মেজর জিয়া বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে; ১৯৭২ সালে তিনি তাদের পুরাতন শিবিরের সাথে যুক্ত হন, ১৯৭৫ সালে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে; জাতি উনার ভুমিকা বুঝার মতো বুদ্ধিমান ছিলো না।

জিয়া দেশ চালনার জন্য বিএনপি গঠন করে; সে জানতো যে, আও্য়ামী লীগের লোকজনদের পাওয়া যাবে না, তখন উনি স্বাধীনতা বিরোধীদের থেকে পরিচিত মুখদের নেন, তার মাঝে বড় একজন হলেন, ডা: বদরুদ্দোকা, যিনি টাকা পয়সার মালিক। উনার ছেলে মাহী ছিল তারেক জিয়ার গুরু।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মাহী তো প্লে-বয় থেকে রাজনীতিবিদ বনে গেছে তারেকের সীমাহীন দুর্নীতির সংস্পর্শে এসে।
তবে বদু কাকারা বাপ-বেটা রেল লাইন ধরে দৌড়ের কথা এত তাড়াতাড়ি কি ভুলে গেছে???

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
একদা দলছুট কিছু ডিগবাজ + মার্কিন দুতাবাস + বাম (বাম সাম্রাজ্যবাদ ভুলেগেছে) জামাত সামনে না আসলেও ফান্ডিং সবটাই তাদের।

এরা সাম্রাজ্যবাদী সহায়তায় হয়তো সরকার উল্টাতে সক্ষম হবে, কিন্তু ক্ষমতা পেয়ে কেউ কাউকে নেতা মানবে না। মানার কথা না, তারেককে কোন ভাবেই আসতে দিবে না বুড়োরা... ...
চরম বিশৃক্ষলা চলবে বছরের পর বছর।
সাম্রাজ্যবাদী চক্রদের এটাই তো চাওয়া।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এইসব বুড়ো ভাম, পল্টিবাজ, ডিগবাজদের কাজই তো দেশে বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লোটা।
ওরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কবে কি করেছে???

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

পিকো মাইন্ড বলেছেন: সরকারের উচিত কোটা আন্দোলনের দাবি মেনে নেয়া। কোটা আন্দোলনকারীদের জামাই আদর করা। তা নাহলে নিরপেক্ষ শিক্ষার্থীদের মন জয় করা কঠিন হয়ে যাবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কোটা বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।
বিষয়টি এতটা সরল না।।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আতোয়ার রহমান বাংলা বলেছেন: লেখনি ও মন্তব্য গুলো পড়ে অনেক ভালো লাগলো
ধন্যবাদ
প্রতিদিনের খবরের আপডেট পেতে চোখ রাখুন আজকের প্রসঙ্গ তে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনাকেও অশেষ শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.