নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

পরমানু গল্প- সুখে শান্তিতে বসবাস!!!

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭



"এক যে ছিল রাজা............."

হ্যাঁ, আগেকার দিনে রুপকথার গল্পগুলো সাধারণত এভাবেই শুরু হত!
সৌভাগ্যবানদের অনেকেই যৌথ পরিবার ও ঘুম-পাড়ানী গল্প শোনার জন্য নানী-দাদীদেরও পেয়েছেন।
তারা নাতি-নাতনীদের ঘুম পাড়ানোর জন্য রাজা-রানীর গল্প শুরু করতেন, তবে নাতি-নাতনীরা ঘুমানো অব্দি তা চলত। পরদিন আবার সেখান থেকে শুরু হত। সেই গল্প চলত দিনের পর দিন, এমনকি মাস পেরিয়ে বছরের পর বছর। এভাবে গল্প চলতেই থাকত, তা যেন আর শেষ হয়না। হয়ত কারো কারো গল্প কখনোই শেষ হত না..............

যৌথ পরিবার, নানী-দাদী এগুলোই যেন এখন রুপকথার গল্প হয়ে গেছে!

ডিজিটাল যুগ!
সবাই সাংঘাতিক রকমের ব্যস্ত, কারোই যেন এক মুহুর্ত সময় নেই! বিরাট আকারের লম্বা গল্প পড়ার বা শোনার সময়, ধৈর্য্য করোই নেই। তাই রুপকথার সেই গল্প এখন আর শোনা যায় না। সেই স্থান দখল করে নিয়েছে- আধুনিক গল্প, ছোট গল্প, অনুগল্প!
হয়ত এরপর পরমানু গল্প আসবে! কিংবা আসতেই হবে!!

তাই আগভাগেই একটা আস্ত রুপকথার পরমানু গল্প বলে নিজেকে ধন্য করে রাখার এই প্রচেষ্টা।
তো, চলেন গল্পটা শুনিয়ে ধন্য হই............

এক যে ছিল রাজা, তাহার ছিল এক রাজপুত্র।
রাজপুত্র একদা পাশের রাজ্যের রাজকন্যার রুপে মুগ্ধ হইয়া তাহাকে বিবাহের প্রস্তাব পাঠাইল, কিন্তু রাজকন্যা তাহা সবিনয়ে প্রত্যাখান করিল।
ব্যাথিত, শোকার্ত রাজপুত্র তাই রাজকার্যে পূর্ণ মনোনিবেশ করিল।
অত:পর...................?
অত:পর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।।


এই গল্প হয়ত বহুবার শুনেছেন, আবারো শুনলেন!!



ছবি-গুগল।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন ঘটে।এখন রুপকথার গল্প আগের মত চলে না।
আর অনেক সময় সময়ের অভাবে বড় গল্পও ব্লগে কেউ পড়তে চান না।তাই ছোট গল্প বেশ জনপ্রিয়।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই ভাই।
তাই হয়ত একসময় এরকম পরমানু গল্পও চালু হতে পারে।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা।
আপনার সেফ হওয়ার পোস্ট দেখলাম। সামুতে সু-স্বাগতম।
সেই সাথে আপনার ফেবু প্রোফাইল ভিজিট করে আসলাম চুপিচুপি, কারন সেখানে মন্তব্য করার কোন অপসন ছিলনা।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

নজসু বলেছেন: আপনার গল্পে একটা বার্তা পেলাম।

প্রেম ভালোবাসা নামক বস্তুতে ব্যর্থ হয়ে নিজেকে দেবদাস
না বানিয়ে অন্য কোন কিছুতে ব্যর্থ হলে হালছেড়ে দিয়ে বসে না থেকে
নিজ নিজ কাজে মনোনিবেশ করলে জীবনে সুখ শান্তি পাওয়া যাবে।

ধন্যবাদ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
"ম্যানেজারিয়াল স্কিল ডেভলপমেন্ট" এর উপর একটা উচ্চতর প্রশিক্ষণে ট্রেইনার গল্পটি আমাদের বলেছিলেন।
হ্যাঁ, তিনিও এমনটাই বোঝাতে চেয়েছিলেন।
তবে সাথে আরেকটি রঙ্গ ছিল- যে বিয়ে করে নি তার সুখি হতে বাধা কোথায়!!

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ওহ আচ্ছা! খুব খুশি হলাম জেনে ভাইয়া। শুভ কামনা রইলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নিরন্তর শুভকামনা রইল আপনার জন্যও!

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

বাকপ্রবাস বলেছেন: হুমমমমমমমমমম

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুভকামনা..................................!

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

শাহারিয়ার ইমন বলেছেন: মানুষের ব্যস্ততার কাছে সাহিত্যের মূল্য নেই এখন

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এটা হয়ত সাহিত্যকে যুগোপযোগী করার ধারা!
সবাই এখন আসলেই খুব বেশি ব্যস্ত ও অস্থির.........

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

শাহারিয়ার ইমন বলেছেন: এক সময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রচুর বই পড়ত ,এখনো পড়ে বিসিএস আর জবের জন্য

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই।
তবে পড়াশোনা করার আগ্রহ, সময় ও সুযোগের বড় অংশটিই কেড়ে নিয়েছে ইন্টারনেট ও বিভিন্ন সোশাল মিডিয়া।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

এ.এস বাশার বলেছেন: হুম অনু গল্পের ধারনা পেলাম.........

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনুগল্পের প্রচলন অনেক আগে থেকেই আছে, প্রতিদিনই দেখবেন অনেক অনুগল্প ব্লগে পোস্ট হয়।
হয়ত একসময় পরমানু গল্পের ধারনাও আসতে পারে, সেজন্যই এই পোস্ট।
ধন্যবাদ ভাই।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


এখন বেশীরভাগ বাংগালী ফেসবুক, পর্ণ ও টেলিফোনে কথা বলতে ব্যস্ত, বই কম পড়া হচ্ছে; আবার বইও ৯০% গার্বেজ

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, আপনার সাথে আমিও একমত ভাই।
মোবাইল, ইন্টারনেট, সোশাল মিডিয়া আমাদের সময় গিলে খাচ্ছে, বই পড়ার সুযোগ কই??
আবার পড়তে চাইলেও কি পড়বো তা বেছে নেয়া খুব কঠিন।

তাই, হয়ত একসময় পরমানু গল্পের ধারনাও আসতে পারে, সেজন্যই এই পোস্ট।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

আরোগ্য বলেছেন: আমার রূপকথার গল্প আজও ভালো লাগে।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
তবে যৌথ পরিবারের সাথে নানী-দাদী, রুপকথার গল্প সবই বিলুপ্ত প্রায়।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নেয়ামুল নাহিদ বলেছেন: সুখে শান্তিতে বসবাসের সেই গল্পগুলোর সময়টাই বেশি উপভোগ্য ছিলো।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমরা দিনে দিনে আত্মকেন্দ্রিক হচ্ছি।
তাই যৌথ পরিবারের সাথে নানী-দাদী, রুপকথার গল্প সবই হারিয়ে যাচ্ছে.......।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও সুন্দর গল্প চাই।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।
গল্প বলাটা আসলে এখানে মূখ্য ছিলনা তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: বেশ।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা রাজীব ভাই।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

আমি তুমি আমরা বলেছেন: অল্প কথায় এলার্মিং একটা বিষয় তুলে এনেছেন। ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
এত দীর্ঘ বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.