নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

স্যালুট হে বিদেশী বন্ধু !!

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২


বাংলার মাটিতেই চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন।

এদেশের রুপ-রং, প্রকৃতি, মাটি ও মানুষের ভালবাসায় জড়িয়ে অনেক বিদেশীই নিজের উন্নত দেশের বিলাস বহুল জীবন ও আপনজনদের মায়া ভুলে আজীবন এদেশের সাধারণ গরীব, অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।
চিরদিনের জন্য থেকে গেছেন এই সবুজ শ্যামল বাংলায়, এমনকি অনেকে মৃত্যুর পরে তার শেষ আশ্রয়টুকুও চেয়েছেন এদেশের মাটিতেই। তাইতো ভিন দেশী মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন তার শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর এক বছর পরেও শেষ আশ্রয় চেয়ে আবার ফিরে এসেছেন এই শ্যামল বাংলায়।

নিজের দেশকে আমরা ভালবাসতে পারিনি, কিন্তু বহু বিদেশী আমাদেরকে শিখিয়েছেন এদেশের মাটি ও মানুষের টান, তাদের ভালবাসার শক্তি।
স্যালুট সেই সব বিদেশী বন্ধুদের।।

একাধিক অনলাইন নিউজ পোর্টালের রিপোর্ট থেকে ফাদার মারিনো রিগন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল:

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ভিনদেশি মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন। অন্তিম ইচ্ছানুযায়ী তাকে মোংলার শেলাবুনিয়া ক্যাথলিক মিশনে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

ইতালির নাগরিক হলেও এ দেশের মানুষের কাছে তিনি কতটুকু জনপ্রিয় ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে। তাকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এসব মানুষকেই ফাদার রিগন জানিয়েছিলেন অনন্তকাল তিনি বাংলাদেশের মাটিতে ঘুমাতে চান। শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ মোংলার শেলাবুনিয়া ক্যাথলিক মিশনে আনা হয়। ধর্মীয় সব আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টায় গির্জার সামনে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার ভক্তরা।


ফাদার মারিনো রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের কাছে ভিল্লভেরলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি খ্রিষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। দেশের নানা জায়গা ঘুরে বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে দীর্ঘদিন বসবাস করেন তিনি।

ধর্মের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মানুষের দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা সেবা ও দুঃস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।


বাংলা শিল্প-সাহিত্য নিয়ে গবেষণার পর তা ইতালীয় ভাষায় অনুবাদ করেছিলেন ফাদার মারিনো রিগন। তার হাত দিয়ে ইতালীয় ভাষায় অনূদিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীম উদদীনের নকশীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ছাড়াও এ দেশের গুরুত্বপূর্ণ কবিদের অনেক কবিতা।

ফাদার রিগনের ইতালীয় ভাষায় অনূদিত রবীন্দ্রকাব্যের একাধিক গ্রন্থ ফ্রেঞ্চ, স্পেনিশ ও পুর্তগিজ ভাষায় অনূদিত হয়। ১৯৯০ সালে তিনি ইতালিতে রবীন্দ্র অধ্যয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
ফাদার রিগন বাংলার নকশিকাঁথাকেও তুলে ধরেছেন ইতালির বিভিন্ন শহরে। তার প্রতিষ্ঠিত শেলাবুনিয়া সেলাই কেন্দ্রের উৎপাদিত নকশিকাঁথার চারটি প্রদর্শনী হয় ইতালির বিভিন্ন শহরে।


ফাদার রিগনের কর্মপরিধির বিরাট অংশ জুড়ে রয়েছে শিক্ষামূলক কার্যক্রম। তার প্রত্যক্ষ অংশগ্রহণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিতদের জন্য তিনি বৃত্তির ব্যবস্থাও করেছিলেন।
১৯৮৬ সালে ফাদার রিগনের সহযোগিতায় বাংলাদেশের একটি নৃত্যনাট্যের দল ‘নকশীকাঁথার মাঠ’ মঞ্চায়ন করে ইতালির মঞ্চে।


২০০১ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার পরিবারের সদস্যরা তাকে ইতালি নিয়ে যেতে চান। তখন তিনি তার স্বজনদের শর্ত দিয়েছিলেন যে, ইতালিতে তার যদি মৃত্যু হয় তাহলে মরদেহটি বাংলাদেশে পাঠাতে হবে। ইতালির স্বজনেরা মেনে নেন তার জুড়ে দেওয়া শর্ত।

এরপর ২০১৪ সালে উন্নত চিকিৎসায় মোংলার ক্যাথলিক মিশন থেকে ফাদার মারিনো রিগনকে তার পারিবার ইতালিতে নিয়ে যায়। সেখানেও অস্ত্রোপচারের আগে স্বজনদের কাছে তার শেষ মিনতি ছিল, 'আমার মৃত্যু হলে লাশটি বাংলাদেশে পাঠাবে।'

২০১৭ সালের ২০ অক্টোবর সন্ধ্যায় ৯৩ বছর বয়সে জন্মস্থান ইতালির ভিল্লাভেরলা গ্রামে মারা যান তিনি। শেষ ইচ্ছানুযায়ীই মৃত্যুর এক বছর পর ফাদার মারিনো রিগনের মরদেহ মোংলায় আনা হয়।





সূত্র ও ছবি- বিডিনিউজ ও যুগান্তর অনলাইন।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

আরোগ্য বলেছেন: আজকে পেপারে দেখেছি।। বিস্তারিত দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এক বছর পর কেন আনা হল?

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।
বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই হয়ত এই দেরি......।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: একজন ভালো মানুষ
এই বাংলায় যারাই এসেছে, তারাই এর প্রেমে পড়েছে!

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই।
এদেশের প্রতি তার অনুরাগ দেখে আমি অভিভূত। অথচ আমরাই নিজের দেশটাকে চিনলাম না........!
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

সাগর শরীফ বলেছেন: আমরাই তো আমাদের দেশকে ভালবাসতে পারিনি। তিনি একজন বিদেশী হয়েও দেশপ্রেম কি দেখিয়ে গেলেন আমাদের। যেখানেই থাকবেন আশা করি ভাল থাকবেন।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই, ঠিক তাই।
এদেশের প্রতি তার ভালবাসা ও অনুরাগ দেখে আমি অভিভূত। অথচ আমরাই নিজের দেশটাকে চিনলাম না........!
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

মোস্তফা সোহেল বলেছেন: অনলাইনে খবরটি পড়ে ভাল লেগেছিল।
আমরা এই দেশে জন্মে প্রকৃত দেশ প্রমিক হতে পারিনি।কিন্তু উনি ভিনদেশের নাগরিক হয়েও এই বাংলাকে কত ভালবেসেছিলেন।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এদেশের প্রতি তার অনুরাগ দেখে আমি অভিভূত।
এদেশটাকে নিয়ে আমাদের গর্ব করা উচিৎ।
অথচ আমরাই নিজের দেশটাকে চিনলাম না........!
অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফাদার রিগনের প্রতি অশেষ শ্রদ্ধা। তার আত্মার শান্তি কামনা করছি।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সাইন বোর্ড বলেছেন: শ্রদ্ধা এবং ভালবাসা ।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, বিনম্র শ্রদ্ধা এই নিবেদিতপ্রাণ বিদেশি বন্ধুর জন্য।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ভালো কাজ করেছে।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ভালবাসার এতটুকু প্রতিদান তার প্রাপ্য।
বিনম্র শ্রদ্ধা এই নিবেদিতপ্রাণ বিদেশি বন্ধুর জন্য।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা চাঁদগাজী ভাই।

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনের মানুষ
ফাদার রিগনের প্রতি
অশেষ শ্রদ্ধা।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
হ্যাঁ, তার মত অকৃত্রিম বন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা।

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
হ্যাঁ, তার প্রতি অশেষ শ্রদ্ধা।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভিন দেশী মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন
.................... তেমন কিছুই জানা ছিলনা । শ্রদ্ধা এবং ভালবাসা থাকল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
হ্যাঁ, তেমন প্রচার ছিলনা তার মত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর।
তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

আখেনাটেন বলেছেন: এরকম কিছু মানুষ ছিলেন বা আছেন বলেই পৃথিবীটা এখনও পচে যায় নি। শ্রদ্ধা এই সাদা মানুষটির জন্য।

সাথে আপনাকেও ধন্যবাদ উনার কথা আমাদের জানানোর জন্য।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, তার মত কিছু মানুষ আছে বলেই পৃথিবীতে এখনো আমাদের বসবাসের সুযোগ আছে।
বিনম্র শ্রদ্ধা এই নিবেদিতপ্রাণ বিদেশি বন্ধুর জন্য।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ভাই।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাদের বাংলাদেশটি শত ভালোবাসার প্রতীক। তাঁদের মত ফরেইনার ব্যক্তিবর্গকে দেখলেই বুঝা যায়। একজন বাঙালির যে প্রেম তার দেশের প্রতি, তার চাইতেও অধিক হয়ে যায় মাঝেমাঝে বিদেশী মানুষের ভালোবাসা আমাদের দেশের প্রতি। আফসোস। :(

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, বিনম্র শ্রদ্ধা এই নিবেদিতপ্রাণ বিদেশি বন্ধুর জন্য।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এদেশের প্রতি তার অনুরাগ দেখে আমি অভিভূত।
এদেশটাকে নিয়ে আমাদের গর্ব করা উচিৎ।
অথচ আমরাই নিজের দেশটাকে চিনলাম না........!

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সত্যি এমন কিছু মানুষ পৃথিবীতে বড় প্রয়োজন।
+++++++++++++++++++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, তার মত কিছু মানুষ আছে বলেই পৃথিবীতে এখনো আমাদের বসবাসের সুযোগ আছে।
বিনম্র শ্রদ্ধা এই নিবেদিতপ্রাণ বিদেশি বন্ধুর জন্য।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.