নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে........!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭



"মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিতি!
আশা যাওয়া দিবা-রাতি ঘরে বাহিরে
তোমারে পুষিলাম কত আদরে!

তোমার ভাবনা আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন!
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে
তোমারে পুষিলাম কত আদরে!

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি!
কে বলিবে মধুর বুলি বল আমারে
তোমারে পুষিলাম কত আদরে!

মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে
তোমারে পুষিলাম কত আদরে!
তুমি আমার, আমি তোমার এই আশা করে
তোমারে পুষিলাম কত আদরে!"

শাহ্ আবদুল করিম এর বিখ্যাত ও জনপ্রিয় একটি আধ্যাত্মিক গান।
এখানে 'মাটির পিঞ্জিরা' ও 'সোনার ময়না' শব্দগুলো রুপক অর্থে ব্যবহার করা হয়েছে।
প্রকৃত অর্থে এই শব্দগুলো দ্বারা নশ্বর মাটির দেহ ও অবিনশ্বর আত্মাকে বুঝানো হয়েছে।

শাহ্ আবদুল করিম বাউল ছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও তার অনেক আধ্যাত্মিক গান রয়েছে।
এছাড়াও তার অসংখ্য লোকগান রয়েছে যা এদেশের সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিফলন!
তাইতো সেসব গান আজও মানুষের মুখে মুখে..............!


উপরের গানটি যারা শুনতে চান তাদের জন্য একটি ইউটিইব লিংক দিলাম।
মাটির ও পিঞ্জিরায় সোনার ময়নারে

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

আরমান শুভ বলেছেন: কে বলিবে মধুর বুলি বল আমারে
তোমারে পুষিলাম কত আদরে!
গানগুলি অন্তরের গান।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই।
এগুলো মানুয়ের অন্তরের গভীরে বাঁজে......!
ধন্যবাদ ও শুভকামনা।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
খুব মনোমুগ্ধকর।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ রাজিব ভাই।
আমার খুব পছন্দের একটি গান।
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অসাধারণ একটি গান।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ মাইদুল ভাই।
গানটি আমার খুব প্রিয়।
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইউটিউব লিংক টি লিংক এর অপশনে দিন। সরাসরি কাজ করবে।।



ভালো সুন্দর।।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ করে দিয়েছি ভাই।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!দারুণ লাগল।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই।
আমার খুব পছন্দের একটি গান।
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

ইয়োডা বলেছেন: শেষে বুঝিয়ে দিয়ে পোস্টের মান বেড়েছে।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
অশেষ শুভকামনা আপনার জন্য।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর লিখেছেন স্যার। শুভ কামনা রইলো।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপামনি।
অশেষ শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.