![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
অধিকাংশ মধ্যবিত্ত ছেলেদের মাথায় থাকে- চাকুরি প্রাপ্তির পরে, আগে নিজের পায়ে দাড়ানো, তারপর বিয়ে!
কিন্তু "নিজের পায়ে দাড়ানো" কথাটি পুরাই আপেক্ষিক!
তাই, তাদের বিয়েও অনিশ্চিত!
একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি।
একজনের পোস্টে এটি কমেন্ট করেছিলাম।
কিন্তু দীর্ঘদিন ধরে সামুতে কোন পোস্ট করিনা, তাই ভাবলাম ছোটখাট একটা কপি-পেস্ট পোস্টই দেই....
সম্ভবত ২০০৬ সাল।
তখনো বিয়েই করিনি।
মার্কেটিংয়ে চাকুরি করি বরিশাল, কিন্তু বিশাল ভাব-সাব নিয়ে চলাফেরা করি। দেখতে-শুনতেও কম না, তাই সহকর্মীরা সবাই নায়ক বলে টিপ্পনি কাটত।
যাহোক- একদিন মেডিকেলের ইনডোরে দাড়িয়ে আছি।
স্কুল বা কলেজ পড়ুয়া এক ছেলে এসে বলছে- আঙ্কেল মেডিসিন বিভাগটা কোথায়?
প্রথমে ভাবলাম অন্য কাউকে বলছে, তাই পাত্তা দিলাম না।
কিন্তু ২/৩ বার বলার পরে ছেলেটার দিকে তাকালাম, তারপর আশেপাশে চারদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম সে কাকে বলছে? দেখলাম আশেপাশে কেউ নেই।
ছেলেটাকে জিজ্ঞেস করলাম- তুমি কি আমাকে কিছু বলছ?
সে আবারও বলল- আঙ্কেল মেডিসিন বিভাগটা কোন দিকে?
সেই বয়সে এই কথা শোনার পরে মেজাজ ঠিক থাকে?
আবারও ডানে-বামে চারদিকে ভাল করে তাকালাম ওর এই কথা কেউ আবার শুনলো কিনা সেই আশঙ্কায়!
ওর কথা শুনে পুরাই টাস্কি খেলাম, বেশ কিছুক্ষণ ওর দিকে ভাল করে তাকিয়ে থেকে ওর বয়স আর আক্কেল-বুদ্ধি ঠাওর করতে চেষ্টা করলাম। তারপর মাথাটা ঠান্ডা করে শান্ত ভাবে বললাম- ডান দিকে তৃতীয় তলায় যাও, বাবা।
বুঝলাম- বয়স হয়েছে!
অন্তত: বিয়েটা এবার করা উচিৎ!!
ছবি- গুগল
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার মন্তব্যে ধন্য হলাম!
তবে এত বিশাল আকারের মোজার সাথে আর কিছু পান নাই তো........?
অশেষ শুভকামনা ভাই।
২| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আরেকটা বিয়ে করার বয়স হয়ে গেছে আপনার ।
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: একদম ঠিক ধরেছেন ভাই!
এটা শুধু আমার বৌ বুঝল না.........!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
অশেষ শুভকামনা।
৩| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ভাবনা, কিছুদিন আগে পর্যন্ত ক্লিন সেভ করে চলাফেরা করতাম তাও অনেকে আঙ্কেল ডাকতো, কিন্তু এবার হজ্জ করার পর সাদা চুল-দাড়ি আমাকে রীতিমত দাদা বানিয়ে দিয়েছে.........শুভ কামনা জানবেন ভাইজান।
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ব্যাপার না, মনের বয়সই আসল!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান!
অশেষ শুভকামনা।
৪| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চারটা বিবাহ করা জায়েজ আছে।
পেয়ারা নবীজি করেছিলেন এর তিনগুণেরও বেশি।
১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আহারে!
কবে যে সে আশা পূরণ হইবেক??
তবে এখনও সম্ভাবনা শেষ হয়ে যায় নি, ডোন্ট ওরি ডিয়ার.........!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!
অশেষ শুভকামনা।
৫| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: এটা আসলে কোন পোস্ট ছিলনা!
দীর্ঘদিন পরে ব্লগে জাস্ট একটু হাই তোলা আরকি........!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৯
ফেনা বলেছেন: হা হা হা
বিশাল আকারে মোজা পািলাম।