নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনে করো জুতো হাটছে,পা রয়েছে স্থীর

এইচ তালুকদার

I am drunk,officer.punish me when I am sober.(Zahir ud din Muhammad,Babur)

এইচ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

হাড় পাথরের ইতিহাস-৩

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৩

অনেক কসরত করে জ্বালানো মশালের আলোয় আলোকিত হয়ে গেল গুহার চারদিক,যূবকের চোখের সামনে জ্যান্ত হয়ে উঠলো বাইসন,গন্ডার,গ্যাজেল,ঘোড়া আর ম্যামথের ছবি গুলো।আজ সে ও এখানে একটা বাইসন আকবে,তার নিজের শিকার,ভবিষ্যত বংশধরদের জন্য রেখে যাবে তাঁর বীরত্তের উদাহরন।জায়গাটা ফন্ত দে গ্যম,আজকের ফ্রান্স।

ইউরোপ মানব ফসিল সংরক্ষনে সবচেয়ে বেশি অবদান রেখেছে,এর অন্যতম প্রধান কারন ইউরপের ঠাণ্ডা আবহাওয়া,এবং পার্বত্য ভূমি গঠন। তবে মানব জাতির জন্য ইউরোপ দখল সহজ হয়নি,কারন ইউরোপে তত দিনে জাঁকিয়ে বসেছে মানব জাতিরই এক দূরসম্পর্কের আত্মীয় নিয়ান্ডাথাল রা।মানব জাতির সঙ্গে তাদের সাক্ষাত কেমন ছিলো সে গল্প আরেকদিন।এখন আসল কথায় আসা যাক।

২০০২ সাল,রুমানিয়ার,আনিনা শহরের দক্ষিন পশ্চিমে কার্পাথিয়ান পর্বতমালা,একটা জলমগ্ন গুহায় ডূব দিলেন তিন জন স্পেলিওলজিস্ট,তা্রা অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কেভ বিয়ারের ফসিল খুজতে এসেছেন,এ ধরনের ডূবন্ত গুহাতেই সেটা সচরাচর পাওয়া যায়।গুহায় প্রবেশের পর তারা উদ্ধার করতে লাগলেন একের পর এক কেভ বিয়ারের ফসিল এবং সেগুলো সংখ্যায় এতই বেশি ছিলো যে তার এই গুহার নামই দিলেন কেভ অফ বোনস।গুহার সামান্য ভেতরেই পাওয়া গেল ইউরোপের প্রাচীনতম মানব ফসিল Oase 1

Oase 1 নিচের চোয়ালের হাড় যার সঙ্গে অক্ষত চারটি দাঁত ও রয়েছে।রেডিও কার্বন ডেটিং অনুসারে Oase 1 এর বয়স প্রায় ৩৭৮০০ বছর,এই ফসিলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি সম্পূর্ণ ভাবে মানব ফসিল হওয়া সত্তেও মানুষের সবচেয়ে বড় দৃশ্যমান বৈশিষ্ট পেট্রুডিং চিন(নিচের চোয়ালে্র বের হয়ে আসা অংশ) প্রথম পর্যবেক্ষণে বোঝা যায় না।জেনেটিক পরীক্ষায় এই ফসিলে প্রায় ৬-৯% নিয়ান্ডাথাল জিন পাওয়া গেছে,এবং নিশ্চিত ভাবেই Oase ১ একজন হাইব্রিড হিউম্যান।এবং জিনগত ভাবে আধুনিক ইউরোপিয়ানদের চেয়ে ইস্ট এশিয়ান্দের সাথেই তার বেশি মিল।Oase 1 কে এখনো পরিক্ষা নিরিক্ষা চলছে।আশা করা যায় খুব শিঘ্রই সে আমাদের আরও নতুন কিছু তথ্য জানাতে পারবে।কেভ অফ বোনস থেকে Oase ২ এবং Oase ৩ কেও উদ্ধার করা হয়েছে।
তথ্য সূত্র সমুহ
১)উইকিপিডীয়া ২)ফার্স্ট হিউম্যাণ ডকুমেণ্টারি সিরিজ(পিবিএস নোভা) ৩)ব্রেইন”স বিগব্যাং ডকূমেণ্টারি ৪)Wilford, John Noble (2 Nov 2011). "Fossil Teeth Put Humans in Europe Earlier Than Thought". New York Times.৫) Anderson, Andrea. "Team Characterizing DNA from Ancient Human with Recent Neanderthal Ancestry".www.genomeweb.com. Genome Web. Retrieved 9 May 2015. ছবি Oase 1 এবং Oase ২

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

রাতুল_শাহ বলেছেন: হাইব্রিড হিউমান কোন বৈশিষ্ট্যের কারণে বলছেন?

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

এইচ তালুকদার বলেছেন: জিন গত কারনে ঠান্ডা পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে কিছু সুবিধা পেত তাই।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: কঠিন বিষয় নিয়ে লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

এইচ তালুকদার বলেছেন: ব্যাক্তিগত আগ্রহে এই বিষয়ে কিছু পড়াশোনা করেছিলাম।সিরিয়াস কিছু নয়।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

রাতুল_শাহ বলেছেন: যারা গরমে টিকে থাকে, তারাও কি হাইব্রিড পর্যায়ে পড়ে?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

এইচ তালুকদার বলেছেন: জেনে আনন্দিত হবেন,হোমো স্যাপিয়েন্স গরমে টিকে থাকার বৈশিষ্ট নিয়েই ইভল্ভড হয়েছে।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

রাতুল_শাহ বলেছেন: আচ্ছা ভৌগলিক কারণে মানুষের গায়ের রং, মুখাকৃতি যে পরবির্তন হচ্ছে, সেটা কেন কিভাবে হচ্ছে।
বিশ্বে বিভিন্ন প্রান্তরে মানুষে ছড়িয়ে পড়লো কিভাবে?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

এইচ তালুকদার বলেছেন: খাবার এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ বিভিন্ন প্রান্তরে ছড়ীয়ে পড়ে।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

রাতুল_শাহ বলেছেন: বর্তমান মানচিত্র দেখলে খুব অবাক হয়, কোথায় ইউরোপ, কোথায় আমেরিকা, মানুষ পৌঁছলো কেমনে। সে সময় কোন পরিবহন ব্যবহার হত।

বিশ্ব মানচিত্রের ইতিহাস জানা দরকার।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

এইচ তালুকদার বলেছেন: আপনার আগ্রহ দেখে ভালো লাগলো,আমার পোষ্টে আমি কিছু তথ্যসুত্র দিয়েছি সেগুলো দেখতে পারেন।ইউটিউবে এ সঙ্ক্রান্ত অসংখ্য ভিডিও পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.