![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ গুলো যখন লুকোতে পারি না তখন , লিখতে বসি।
১
পাগলি তোকে নিয়ে ভাগবো
লুকিয়ে তোকে রাখব।
কেউ পাবেনা খুজে
তুই বুকের ভিতর জাবত জীবন
বন্দি থাকবি সুখে ।
২
মনের ভিতর,
তোর জন্য উথাল পাতাল ঢেউ
কতটা তোকে ভালবাসি
আর জানেনা কেউ ।
৩
তোকে ভালোবাসা ছাড়া
আর কাম কাজ নাই ।
তোকে আমি ভালবাসি
তোকে আমি চাই ।
৪
৬০ এর পর ৭০
তার পর হয় ৮০
১০০% শুধু তোকে
ভালবাসি ।
৫
তুই আমার হানিবানি
আমি তা জানি
আমারে তুই ভালবাসিস
তাও তো আমি মানি ,
তবে কেন করিস রাগ
আমার সাথেই থাকবি তুই
আমার সাথেই থাক ।
৬
ঘুমাস কেন তুই ?
আমার এসএমএস গুলো আজ হয়ে যাক সুঁই ।
তোর সুখের ঘুমে ,মারুক তোকে খোঁচা ।
তোর ঘুম ভেঙ্গে যাক
আমাকে তুই বাঁচা ।
৭
আমার ভালোবাসা গুলো
আজ হয়েছে চুরুই পাখি।
বুকের ভিতর বল এদের ক্যামনে রাখি ?
তোর চারপাশে তাই তারা করছে ডাকাডাকি ।
তুই একটু দে সায়
চুরুই বসবে যে তোর গায় ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: শ্লোগান টা জয় বাংলাদেশ হো কবে থেকে ? আমি তো জানতাম জয় বাংলা ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
সেলিব্রেটি ব্লগার বলেছেন: প্রেমিকা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
েমা ফয়সাল হাসনাইন বলেছেন:
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
Ðârķŋễšs বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ভাই কি confused ?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
রশিক রশীদ বলেছেন: Very good
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ধন্যবাদ রশিক রশীদ
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নাচুনে বুড়িগুলারে মাথায় না তুললে কি হয়না ! দুইদিন ফোন বন্ধ কইরা রাখেন, তিন নাম্বারের দিন দেখবেন ঠিকই সাত জনমের মান ভেঙ্গে আপনার ঘরের দরজার সামনে দাড়িয়ে আছে ।
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: হা হা হা আইডিয়া টা খারাপ না ।এর পরের বার ট্রাই করবো শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ
৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
প্রেমিকার "বানান জ্ঞান" ভাল থাকলে আরো বেশী দাবড়ানি দিবে ||
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: এটা অনেক আগের লেখা , তখন পিসি তে ঠিক মতো বাংলা লিখতে পারতাম না , তাই এই অবস্থা , যাই হোক আপনি একটা বাংলা বানানের অভিধান লেখেন এই আশায় থাকলাম :প
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
বাগসবানি বলেছেন: এই রকম একটাও এসএমএস আমার মোবাইলে আসলে আমি মোবাইলটাই ফেলে দিতাম
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ভাগ্যিস এগুলো আপনার জন্য না
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
মশামামা বলেছেন: 'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'