নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
স্বপ্নগুলো ছিঁড়ে যায়
সুতা কাটা লাল নীল ঘুড়িটার মত,
উড়ে যায় খোকা-খুকুর হাত থেকে
ফোঁসকে যাওয়া গ্যাস বেলুনের মত।
স্বপ্নগুলো ঢেকে যায়
শীতের কুয়াশার চাদরের আড়ালের মত,
বাস্তবতার নির্মোঘ মেঘে।
অমাবস্যার মাঝ রাতের আকাশের মাঝে
যেভাবে হারায় তারাদের মেলা।
স্বপ্নগুলো মিলিয়ে যায় জীবনের স্রোতে,
যেভাবে মুখের ভেতর মিইয়ে যায়
হাওয়াই মিঠাই এর ক্ষণিকের স্বাদ।
তবু চোখ স্বপ্ন দেখে
তবু হৃদয় স্বপ্ন বুনে
কারণ,
বেঁচে থাকার আরেক নামই যে
স্বপ্ন দেখা,
স্বপ্ন বোনা,
স্বপ্নময় ছবি আঁকা।।
আসুন স্বপ্ন বুনি নিজের তরে, আপনজনের তরে, সমাজের তরে, দেশের তরে...
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:০৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা! পড়তে পড়তে অনেকগুলো স্বপ্ন যেন মনে উঁকি দিয়ে গেল!
প্রায় সাত বছরের পুরনো কবিতা। ২১৯ বার পঠিত, অথচ মাত্র ১টি মন্তব্য, কোন 'লাইক' নেই। এটা লেখার বা লেখকের কোন অভাব বা অপূর্ণতার কারণে নয়, আমি বলবো এটার কারণ পাঠকের দৈন্য।
"তবু চোখ স্বপ্ন দেখে, তবু হৃদয় স্বপ্ন বুনে" - ঠিক, ঠিক! স্বপ্ন নিয়েই আমরা বেঁচে থাকি, এগিয়ে চলি।
কবিতায় প্রথম প্লাসটা খুবই আনন্দের সাথে এখানে রেখে গেলাম।
১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার ব্লগীয় শৈশবের পোস্ট, আমার প্রায় সোয়া চারশত পোস্টের মধ্যে এটা ছিল পঞ্চম পোস্ট, প্রথম কবিতা যা পোস্ট করা হয়েছিল। কোন একটা বিশেষ কারনেই হয়ত কবিতাটা পোস্ট করেছিলাম, ঠিক মনে করতে পারছি না কি কারণে বা কেন লিখেছিলাম এটা। তবে তখন ব্লগিং এ আমি ছিলাম একেবারেই অপটু। বহুদিন লেখালেখি হতে দূরে থাকায়, লেখাটিও ছিল কাঁচা হাতের লেখা। তাই হয়ত পাঠক বা মন্তব্য, লাইক এসব কোন কিছুই পাওয়া হয় নাই।
কিন্তু আপনার মত একজন প্রিয় ব্লগার এই এত্ত আগে করা পোস্ট পড়ে মন্তব্য করা এবং তা আপনার প্রতিমন্তব্যে স্মরণ করিয়ে দেয়া, আবেগাপ্লুত এই বোকা মানুষ।
অনেক অনেক ভালবাসা জানবেন, ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
বিষাদ সজল বলেছেন: স্বপ্নেই সাজুক জীবনটা ।
ভাল লিখেছেন ।