নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
১৯৭৬ সালের ১লা এপ্রিল স্টিভ জবস এবং স্টিভ ওযনিয়াক মিলে অ্যাপল-১ কম্পিউটার তৈরির মধ্যে দিয়ে যাত্রা শুরু করে আজকের অ্যাপল ইনকর্পোরেশন যা ১৯৭৭ সালের ৩রা জানুয়ারী কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। যাত্রার শুরু থেকে আজ পর্যন্ত একে একে এই প্রতিষ্ঠানটি আমাদের দিয়ে এসেছে একের পর এক প্রযুক্তি। অ্যাপল সিরিজের পার্সোনাল কম্পিউটারসমূহ, আইপ্যাড, আইফোন, আইপড, ম্যাকিনটশ কম্পিউটার প্রভৃতি তাদের প্রোডাক্ট লাইনকে করেছে অন্যদের চেয়ে ব্যাতিক্রম। আজ যে প্রোডাক্ট নিয়ে লেখা তা হল তাদের সম্ভাব্য প্রোডাক্ট Apple's iWatch।
প্রায় তিন বছর হতে চলল অ্যাপল তাদের আইপ্যাড বাজারে ছেড়েছে। টেক ও ইলেক্ট্রনিক্সপ্রেমী মানুষেরা অপেক্ষায় আছে অ্যাপলের নতুন চমক কি তা দেখার জন্য। আর এই চমকের তালিকায় শীর্ষে রয়েছে iWatch। পুরো বিশ্ব তাকিয়ে আছে ইন্ডাস্ট্রি লিডিং অ্যাপলের পরবর্তী পণ্যর দিকে, স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপলের পরবর্তী এই প্রোডাক্টের ব্যাপারে তাই বিশ্বব্যাপী আগ্রহের কমতি নেই। প্রথমে সবার ধারণা ছিল অ্যাপলের পরবর্তী প্রোডাক্ট হবে টেলিভিশন, কিন্তু পরবর্তীতে এই ধারণা ধাবিত হয় স্মার্ট ওয়াচ তথা স্মার্ট ঘড়ির দিকে।
ইন্টারনেটে ইতোমধ্যে এই ঘড়ি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। আসুন দেখে নেই এই ঘড়ির কয়েকটি সম্ভাব্য রুপঃ
অনেকে ধারণা করছেন এতে থাকবে স্বল্প পরিসরের ক্ষুদ্র প্রজেক্টর।
কারো কারো ধারণা এটি হবে বক্র ক্রিস্টালের প্লেটের উপর।
এই ডিজাইনটি করেছেন Martin Hajek। এখানে হাতঘড়ির মাঝে রয়েছে একটি মিনি আইপ্যাড।
যদিও পাশ থেকে দেখতে একটু মোটা এই ডিজাইনটি।
এই ডিজাইনটি ফ্যাশনপ্রিয় নারিদের কথা মাথায় রেখে করা হয়েছে।
উপরের দুটি ডিজাইনই করেছেন Federico Ciccarese। যদিও পরের ডিজাইনটি অনেকটা ক্রেজি।
স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে এই ডিজাইনটি করেছেন Yrving Torrealba।
তবে সবচাইতে রিয়েলিস্টক ডিজাইন বোধহয় এই শেষেরটি।
দেখা জাক আসল iWatch কেমন হয়। বাজারে না আসা পর্যন্ত অপেক্ষায় থাকুন।
(পুরো পোস্টটির তথ্য নেট হতে নেয়া)
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
নিমচাঁদ বলেছেন: মাথা নষ্ট করে দেওয়ার মতোন ডিজাইন ।
+
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অ্যাপলের উইকিপিডিয়া লিঙ্কঃ
Click This Link.
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: লাষ্ট ওয়ান টা আমার চাই ই চাই !!!!
এখন বলেন, বিয়ে কর্তে মেয়েরা কাকে খুঁজবে?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিশ্চয়ই বোকা মানুষকে খুঁজবে না (?/!)
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
নিমচাঁদ বলেছেন: কুমারী মেয়েরা হয়তো এখন থেকে আই-অয়াচ আলা পাত্র খুঁজবে , কিন্তু গ্রাম্য বালিকা নগদে নরম ঘাড় যুক্ত কুমার বালক ই খুঁজবে মনে হয় । :#>
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
princejohn বলেছেন: চার,পাঁচ ও আট ভাল লাগ। অ্যাপেলের প্রথম কম্পিউটারের নাম ছিল লিজা।