নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে করে হলেও একবার বল

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭



মনের নীল আকাশে

স্বপ্নঘুড়ি ওড়ানোর সাধ

বল ছিলনা তোমার মনে,

কোন এক কোনে,

হয়তো অযতনে।



মিথ্যে করে হলেও একবার বল,

তুমি আমায় নিয়ে স্বপ্ন দেখেছিলে।।



বড় সাধ ছিল তোমার

ধরে এই হাতদুটি আমার,

পাড়ি দিবে জীবন পথের

জানা অজানা শত বাঁক,

মিথ্যে করে হলেও তুমি

একবার বল, থেকোনা নির্বাক।



বলো চাওনাই তুমি ভিজতে

ভালবাসার প্রথম বর্ষণে,

আমার একান্ত আলিঙ্গনে,

অনন্তকাল ধরে,

বলনা একবার না মিথ্যে করে।



কোন এক দুর্বল মুহূর্তে,

হয়তোবা নিজেরই অজান্তে,

কখনো কি বেসেছিলে ভাল

এই আমাকে? একবার বল।



জানি কোন দাবী নেই

নেই কোন অধিকার,

কখনো ছিলনা জানি

জানি এ অন্যায় আবদার।



তবু এ মিনতি আমার

মিথ্যে করে হলেও তুমি বল একবার-



"ভালবাসি! আমি শুধুই যে তোমার।"



(আমার কবিতার খাতা হতে তুলে দেয়া আমার স্বরচিত অতি প্রিয় একটি কবিতা)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

বোধহীন স্বপ্ন বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.