নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

Never Underestimate Anybody: জীবন থেকে নেয়া একগুচ্ছ প্রেরণার গল্প (সূচনা পর্ব - গল্প ০১)

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩





হঠাৎ করেই স্মৃতির ঝাঁপি খুলে গিয়ে কয়েকটা স্মৃতি যেন গড়িয়ে পড়ল বাসের জানালা দিয়ে চলন্ত গাড়ির বাইরে, পিচ ঢালা পথে। কোনটা হয়ত গাড়ি চাপা পড়ে আর্তনাদ করছে। আমি আনমনা বসে আছি। আড়চোখে খেয়াল করছি মিলনও আমাকে দেখছে এবং অস্বস্তিতে আছে। এই সেই মিলন যে আমাকে আজ থেকে এক যুগ আগে পাবলিকলি প্রচণ্ড অপমান করেছিল একজন ক্যারিয়ারে ফেইলিয়র হিসেবে। সেদিন অশ্রুসিক্ত চোখে চ্যালেঞ্জ ছুঁড়ে কান্নাধরা গলায় বলেছিলাম, এক যুগ পরে দেখবো কে জীবন যুদ্ধে কোথায় রয়েছে, এই বলে চলে এসেছিলাম। এরপর চলার পথে মাঝে মাঝে দেখা হয়ে গেছে কখনো-সখনো, মুখ ফিরিয়ে নিয়েছি। এরপর দীর্ঘ এক যুগের অনেক ত্যাগ আর কষ্ট স্বীকার করে পরিশ্রমের কল্যাণে আজ আমি জীবনে প্রতিষ্ঠিত, এক যুগ আগে মানসপটে যে স্বপ্ন একেছিলাম হয়ত তার চেয়ে ভালো অবস্থানে চলে এসেছি। এই সংগ্রামমুখর এক যুগে আমি যখনই হতাশায় নিমজ্জিত হয়েছি, ভেঙ্গে পড়েছি তখনই ঐ একটি চ্যালেঞ্জ আমাকে থামতে দেয়নি, ঘুরে দাড়াতে প্রেরণা জুগিয়েছে। সবসময় ভাবতাম কোন একদিন মিলনকে গিয়ে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে আসব। তার একটি ছেলেমানুষি মন্তব্য আমার জীবনে কত মূল্যবান সম্পদে পরিণত হয়েছে তা কি সে জানে? For the success of my life, a part of credit goes to him.



সেদিন রাতের বেলা, আটটা কি সাড়ে আটটা হবে। কি কারনে যেন সেদিন বাসায় যাওয়ার ডাইরেক্ট কোন বাস না পেয়ে ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মধ্যপথে গাড়ি পাল্টে আরকে বাসে যেয়ে উঠার সাথে সাথে সিট পেয়ে যাই, জানালার পাশে বসে ক্লান্ত চোখে বাহিরের দিকে চেয়ে ছিলাম। হঠাৎ পাশের সিটে নড়াচড়া অনুভব করে ঘাড় ঘুরালাম, পাশের যাত্রী উঠে পরায় আরেকজন সেখানে বসল। লোকটির মুখের দিকে তাকাতেই দেখি মিলন। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে আবার বাইরের পানে দৃষ্টি মেলে বসেছিলাম। হঠাৎ মনে হল আজই কেন তাকে বুকে জড়িয়ে ধরিনা? মনে মনে নিজেকে গুছিয়ে নিয়ে তার দিকে ঘুরে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললাম, “দোস্ত ভালো আছিস?”। তারপর সেদিন রাতে প্রায় ঘণ্টা দুয়েক গল্প করলাম দুজনে, শেয়ার করলাম এই একযুগের জীবনের সামারি এন্ড সাবটেন্স। ফোন নাম্বার আদান-প্রদান শেষে যখন বাসার পথে হাঠছি নিজেকে অজানা এক ভালোলাগায় জড়ানো হিসেবে আবিস্কার করলাম। আকাশের চাঁদটার দিকে চেয়ে বললাম, “Never Underestimate Anybody”



এই বিষয়ক একটি কবিতা দেয়ার লোভ সামলাতে পারলাম না -



=======================



অবজ্ঞার মূল্যায়ন



কখনো কাউকে অবজ্ঞা করোনা একচুল

কেননা সময়ের আবর্তনে প্রমাণিত হবে ভুল,

তুমি, কেন করতে যাও সদা বিচার আরেকজনায়

যখন নিয়ত তারা তোমায় অবাক করে,

যায়না হারিয়ে অবজ্ঞার ঝড়ে,

তারপরও তোমার কেন এই ধারনার

ভ্রান্ত যাতনা বয়ে বেড়াও চিরকাল।



দুর্বল যারা তোমার চোখে

কেন তুমি তাদের আরও দুর্বল করতে

ছুঁড়ে দাও তোমার অবজ্ঞার তীর,

এই দুর্বলেরা একদিন শক্তি সঞ্চিত করে

তোমার মুখোমুখি দাঁড়াবে ঘুরে,

যদি তারা প্রতিশোধই নিতে চায়

তোমার থেকে, জীবনের কোন ভিন্ন মোড়ে।



তাই তোমার ভ্রান্ত ধারণায় বিশ্বাস রেখোনা

অন্যকে করতে যেওনা বিচার তোমার মরীচিকার আয়নায়,

কভু কাউকে অবজ্ঞা কোরোনা বন্ধু

কারণ, পুস্তক চেনা যায়না তার মলাটের গহনায়।

(এটি একটি অনুবাদ কবিতা, মূল কবিতাটি নীচে দেয়া হোল।)



=======================

Do Not Underestimate People

By - Annekoma



Do not underestimate people,

They will prove you wrong.

Do not judge others,

They will shock you.

Do not put faith in your own assumptions,

They are not always correct.



Do not judge and bully others when they are weak,

The bully never remains in power,

The weaklings grow strong,

And if you have done them wrong,

They will exact their revenge,

When the tables turn.



Never put faith in your own assumptions.

Never judge others.

Never underestimate people.

And never, ever judge a book by its cover.



=======================

তো এই হল আমার “Never Underestimate Anybody” সিরিজের সুচনার ঘটনা। আমার জীবনের খুব কাঁছ থেকে দেখা কিছু Underestimated মানুষের গল্প আপনাদের শোনাবো এই সিরিজে এই আশা রাখি, যারা তাদের জীবনযুদ্ধে জয়ী হয়ে প্রমাণ করেছে চির সত্য একটি কথা “Never Underestimate Anybody”। পরের পর্বের দাওয়াত রইল।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

মামুন রশিদ বলেছেন: “Never Underestimate Anybody”

পুরোপুরি সহমত । জীবন থেকে নেয়া গল্পগুলো ভালো লাগলো । কবিতাটাও দারুণ!

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, মামুন ভাই। Underestimated মানুষদের বিজয় কাহিনী শোনাবে আগামী পর্বগুলোতে ইনশাল্লাহ।

ভালো থাকবেন।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! চলতে থাকুক!

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

নিশ্চয়ই মোরা উড়াবো বিজয়ের নিশান, পরাজয়ের প্রাসাদে দাঁড়িয়ে।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

স্রাবনের রাত বলেছেন: শুরু করুন ।
আপনার জন্য শুভ কামনা

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার প্রতিও রইল শুভকামনা।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কাল্পনিক মন বলেছেন: খুবই ভালো লাগল।শিক্ষণীয়ও বটে।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবন থেকে শিখছি বলেই বেঁচে আছি মোরা।

ধন্যবাদ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: Nice post.

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

খাটাস বলেছেন: ইউনিক সিরিজ। ভাল লাগছে। পরের গুলো ও দেখব ইনশা আল্লাহ।
পোস্টে ভাল লাগা।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।


আমরাএকে অপরের পাশে আছি তাই...
মোরা জীবনের গদ্য লিখে যাই...

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর হইসে ! চলতে থাকুক পরের গুলো ও দেখব

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাথে থাকায়।

ভালো থাকবেন।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ভালো লাগল ভাই পোস্টটা। আমার খুব পছন্দ হইছে পোস্টের প্রতিটা কথাই আর অনুবাদটা দারুণ হইছে।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই। সামনে আশা করি আরও পছন্দ হবে এমন কিছু "জীবনের সত্য গল্প" শোনাবো সবাইকে।

গল্পগুলো বোধহয় আমাদের - অথর্ব, বোকা...... :P

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

নুরুল আফছার অপু বলেছেন: আসলেই Never Underestimate Anybody..........

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জ্বি হ্যাঁ, আসলেই......

১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

অদৃশ্য বলেছেন:






অনেকর পেছনে আমিও ঝোলা হাতে দাড়ালাম... দেখি কিছু এখান থেকে নিয়ে যেতে পারি কিনা...

জীবনের গল্পটা চমৎকার... আর কবিতাটি যথেষ্ট উজ্জীবনী ক্ষমতা সমৃদ্ধ...

শেষে কবিতার বা আপনার মতো আমিও বলি____ ''কাউকে কম করে দেখনা''


শুভকামনা...

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই, এত প্রত্যাশা দেখে সাহস আর আগ্রহ যেমন পাচ্ছি, তেমনি ভয়ও হচ্ছে।

মন্তব্যর জন্য ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে আশা করি।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার আইডিয়া । অপেক্ষায় থাকলাম । :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আদনান শাহ্‌িরয়ার, আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ। আগামী পর্বে দেখা হবে আশা করি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.