নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
উঁহু, কি গন্ধ... অথবা আহ কি ঘ্রাণ। এইরকম শব্দ আমি আপনি আমাদের জীবনে কত সহস্রবার বলেছি তার ইয়াত্তা নেই। কি রহস্য লুকিয়ে আছে এই গন্ধ বা ঘ্রাণের পেছনে তা কখনো তেমন করে ভাবিনি আগে। দুই সপ্তাহ আগের ঘটনা। অফিসের এক কলিগ ওয়াসরুম থেকে এসে বলল, “নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাচ্ছে ভাই.........”। কি ঘটনা, কি বৃত্তান্ত জিজ্ঞাসা করতে করতে টের পেলাম একটা মৃদু বিকট গন্ধ নাকে আসছে। ব্যাপার কি? ব্যাপার হল আমাদের অফিসের ক্লিনার ময়লার বিন হতে সব ময়লা একটা বড় ড্রাম আকৃতির ক্যারিয়ারে করে নীচে নিয়ে যাওয়ার সময় এই গন্ধ ওয়াশ রুমে ছড়িয়েছে। কিন্তু আমাদের ওয়ার্ক ষ্টেশন ওয়াসরুম হতে অনেক ভেতরে আর সম্পূর্ণ এয়ার টাইট, তাই সেখান হতে এখানে গন্ধ???
কাহিনী মাথার উপর দিয়ে গেল। তখন হঠাৎ মনে পড়ল ছোট বেলার একটি ঘটনা, ফুটবল লীগ দেখতে ঢাকা স্টেডিয়ামে যেতাম তখন, স্কুলের শেষের দিকের ঘটনা। একদিন খেলা দেখে বাসায় ফিরে জামা-কাপড় ছাড়লাম। রাতের খাওয়া শেষে মা ডেকে নিলেন আড়ালে, ছোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন, “ছি খোকন! তুই এই বয়সে সিগারেট খাচ্ছিস...” বলেই এক চড়। আমিতো পুরোই বোকা বনে গেলাম। পরে জানলাম আমার জামায় সিগারেটের গন্ধ ছিল সেই চড়ের রহস্য। কিন্তু আমিতো সিগারেট খাই নাই! পরে ছোট মামার মাধ্যমে আমি এবং বাসার সবাই জানতে পেড়েছিলাম যে সিগারেটের গন্ধ আশেপাশের মানুষের জামাকাপড় এমন কি শরীরেও ছড়িয়ে পরে। একটা কথা? ছোট মামা কি তবে সিগারেট খেতো!
যাক এবার আসল কথায় আসি। সেদিন অফিসের কলিগকে এই ঘটনা বললাম, একইভাবে তার শরীরে বয়ে গন্ধ আমাদের ওয়ার্ক ষ্টেশন পর্যন্ত পৌঁছেছে। পাশে থেকে আরেক সহকর্মী বলে উঠলো যত্তসব আজগুবি কথা! মাইন্ড খাইলাম, শুরু হল স্টাডি, “অ্যা ব্রিফ হিস্টোরি অব গন্ধ?”।
আমাদের পঞ্চইন্দ্রিয় – চক্ষু, কর্ণ, জিহ্বা, নাক আর ত্বক। সাইন্সের স্টুডেন্ট হিসেবে এইচ.এস.সি.’র গণ্ডি পেরোনোর আগেই দর্শন, শ্রবণ আর ত্বকের স্পর্শানুভূতি সম্পর্কে জানা ছিল। কিন্তু কখনো ঘ্রাণ আর স্বাদ নিয়ে তেমন ভাবি নাই। তো কি পেলাম স্টাডি হতে? আসুন জেনে নেই।
ঘ্রাণ একটা রাসায়নিক অনুভূতি যা chemoreceptors নামক কোষ দ্বারা সঞ্চালিত হয়। যখন আমরা কোন গন্ধ/ঘ্রাণ পাই, নাকে অবস্থিত chemoreceptors কোষ তা চিহ্নিত করে এবং একটি বৈদ্যুতিক সিগন্যাল প্রেরণ করে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক তখন তা বিশ্লেষণ করে নির্দিষ্টভাবে স্মৃতির আধারে জমা করে রাখে ভবিষ্যৎ অনুভূতির সাড়া দেয়ার লক্ষে। কিন্তু কথা হল, গন্ধ আসলে কি? মূলত গন্ধ বহন করে একধরনের কণা, এই কণাগুলোকে সাধারণত odorants বলা হয়। সাধারণত যে সকল দ্রব্য সহজে গ্যাসে রূপান্তর করা যায়, সে সকল দ্রব্য হতে এই কণা বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে আমাদের নাকে এসে ঘ্রাণের অনুভূতি জাগায়। আর একারণে ইস্পাত জাতীয় দ্রব্যে সাধারণত গন্ধ পাওয়া যায় না। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।
আমার এই অর্জিত জ্ঞান যখন আমার সেই সহকর্মীকে বললাম, সে খুব মজা পেল। আর পাশের থেকে ঐ সহকর্মী বলল, যত্তসব আজগুবি কথা!
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তৃপ্ত জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ।
কতদিন আর জনৈক থাকবেন?
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: জত্তসব আজগুবি পোস্ট । ওই বেচারি মনে হয় আপনার র্যাঞ্চ স্টাইলের ব্যাখা শুনে ভড়কে গেছে । হিহিহিহি !!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই কিন্তু ইহা একটি, জত্তসব আজগুবি পোস্ট।
খেক...খেক...খেক...
ধন্যবাদ আদনান শাহ্িরয়ার ভাই, আমার এই পুচা পোস্টে
এসে মন্তব্য করার জন্য। দেখছেনতো কাস্টমার কত কম!
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
আদনান শাহ্িরয়ার বলেছেন: লোকে গন্ধ নয় দুর্গন্ধ বেশি খোঁজে কি আর করার!!!
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দুর্গন্ধ?
এখন শীতকাল!
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮
তামিম ইবনে আমান বলেছেন: টাইটেল টা মচতকার! পোস্টে পিলাস।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই বেলা শেষে কাস্টমার আইছে...
জাস্ট কিডিং। ধন্যবাদ তামিম ইবনে আমান আপনার পোষ্টে আসা এবং মন্তব্যর জন্য।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
গৃহ বন্দিনী বলেছেন: এক সপ্তাহ যাবত কোন গন্ধ টন্ধ পাই না । সর্দি লাগসে
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
এই যুগেও বন্দিনী???
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল জ্ঞানী পুস্ট
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, নাজিম-উদ-দৌলা ভাই।
মাথায় জ্ঞানী হওয়ার পোকা খালি কুটকুট করে। বলেনতো এণ্টি-জ্ঞানী শ্যাম্পু কুতায় পাই?
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫
মশিকুর বলেছেন:
গন্ধের কাহিনীটা তাইলে এমন। পোস্টে +
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ মুশিকুর ভাই, গন্ধের কাহিনীটা না এমনই
পিলাচ দেয়ার জন্য ধন্যবাদ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘ্রাণ সম্পর্কে কিছু তথ্য জানা হল
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ভাই।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মামুন রশিদ বলেছেন: গান্ধনিক পোস্ট!
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকে একরাশ ভালবাসা আর শুভেচ্ছার গন্ধ!!!
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৬
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পড়ে তৃপ্ত হলাম।