নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ক্যান্ডেল লাইট ডিনার, চিতার আগুন নয়...

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭





আজকের ক্যান্ডেল লাইট ডিনারের আলোটা

একটু কি বেশী উজ্জ্বল?

বারবিকিউ মেনুতে না থাকা সত্ত্বেও

চারিদিকে কেমন ঝলসানো মাংসের গন্ধ?

একটু কটু বা ঝাঁঝালো মনে হচ্ছে কি?

সব হয়ত মনের ভুল।।



আসো মোরা নিমগ্ন হই ভালোবাসার ডিনারে

কি দরকার ক্যান্ডেল লাইটের আগুনের খবরে,

দেশে আজ জ্বলছে আগুন ঘরে বাইরে

ভেবোনা তুমি; ওগুলো সব চার দেয়ালের ওপারে।।



নিত্য দিনের বাজারি খবর

গাড়ি পুড়ছে, মানুষ মরছে

আমরা কি আর করতে পারি?

চারদিকে এত মানুষ, এত গাড়ি

খুব কি এগুলো বাড়াবাড়ি।

কেন তুমি বের হবে এমন ঝঞ্ঝাটময় ক্ষণে,

কি দরকার তোমার ঘুরে বেড়ানো মাঠে ময়দানে।।



ক্ষুধার দোহাই, জীবিকার দোহাই, কত ঠুনকো বাহানা,

আসলে তাদের ঘরের ভেতরে মন টেকেনা।

খাবারগুলো ঠাণ্ডা হচ্ছে, এসো শুরু করি ডিনার

আস্তাকুঁড়ে ফেলে দিয়ে এসব মধ্যবিত্ত’র ভাবনা।।



শীতাতপের বাতাস একটু উষ্ণ মনে হচ্ছে?

একি প্রিয়া তোমার ভালোবাসার উষ্ণতা!

নাকি ঐ পোড়া মানুষগুলোর ছাই হতে উঠে আসা

হাহাকারের উষ্ণতা? উহ! এ কি ভাবনা।

যতসব উদ্ভট ভাবনাগুলো এখন কেন মাথাচারা দিয়ে

এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করছে,

একটু আগে শুনে আসা চৌরাশিয়ার বাঁশির সুর

এখনো বাজছে হৃদয় তন্ত্রীতে,

তার মাঝে এ কোন গানের কথা বসিয়ে গেল কে?



আজ আমরা বসেছি নির্জনে এই মৃদু আলোর আভায়

তোমার চোখে আমার চোখ ভালোবাসার চাদরে মোড়া,

এর মাঝে একি বাজে কর্ণ কুহরে বারে বারে

“পোড়াবি যখন পেট্রোলে কেন? তোদের চিতার আগুনে পোড়া...”



(আমার অফিসের এক সহকর্মী গতকাল বিকেলে যার বেঙ্গল ফাউণ্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে ফোন এল তার বাবা মালিবাগে বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে। কাল থেকে এখন পর্যন্ত সে হাসপাতালে। তার বাবার একটি হাত পুরো কেটে ফেলতে হয়েছে। উনি পেশায় একজন আইনজীবী, একটি কাজে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। তার পাশের সহযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আজ হৃদয়ের কান্না থেকে লেখাটি লিখলাম। সাহিত্যের বিচারে এইটা কিছুই হয়ত হয় নাই। কিন্তু আজ যখন দেশ পুড়ছে রাজনীতির হিংস্রতায়, পোড়া মানুষের আর্তনাদে ঢাকার একাংশের আকাশ গুমোট, তখন ঢাকার আরেক অংশে চলছে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসব! একটি ঘটনাই এখন মনে পড়ছে, "রোম যখন পুড়ছিল দাউ দাউ করে তখন নেরো মঞ্চে ''সেক অফ ইলিউম'' গাচ্ছিলেন, আর সাথে বাজান হচ্ছিল লিয়ার(তারযুক্ত বেহালার মত বাদ্যযন্ত্র)"

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: :( X( তারা পুড়বে কবে ?? :( X(

+

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "হাত বাঁধা মোর আমি লিখতে পারিনা, চোখ বাঁধা মোর আমি দেখতে পারিনা, মুখ বাঁধা মোর আমি বলতে পারিনা। ভীত হৃদয় নিয়ে তাই পালিয়ে বেড়াই, যুগ হতে যুগান্তর ধরে। কারন, আমি পরাজিতদের একজন।"

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :(

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভীত হৃদয় নিয়ে তাই পালিয়ে বেড়াই, যুগ হতে যুগান্তর ধরে। কারন, আমি পরাজিতদের একজন।

বুক ভরা শুধু কান্না আর কান্না।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

মামুন রশিদ বলেছেন: তারাও পুড়বে..

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাজারে যবে আগুন লাগে, মসজিদ-মন্দির সবই পুড়ে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

সুমন কর বলেছেন: কি করবে বলুন, মধ্যবিত্ত পরিবারগুলো তো আর ঘরে বসে থাকতে পারে না!! তাদের জীবিকার জন্য চাকরি বাঁচাবার দায়ে বের হতে হয়। তাদের তো আর নিজেদের কোন অবলম্বন নেই। চাকরীই ভরসা। পুড়ছি আমরা, পুড়ছে তাদের পরিবার। আমাকেও বের হতে হয়, আমার যদি কিছু হয়! আমার পরিবারকে কি সরকার দেখবে!! মাথাব্যাথা আমাদের, তাদের নয়!
ভালো থাকবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একই অবস্থা আমারও। প্রতিদিন ১১+১১=২২ কি.মি. পথ ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে অফিস করি। কিযে মানসিক পেইন বলে বুঝানো যাবে না। ব্যাঙ্গাত্বক লেখায় তাই নিজেদের আঘাত করেছি।

BE SAFE..... FOR YOU....FOR YOUR FAMILY

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

মশিকুর বলেছেন:
:(:(:(

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বুক ভরা শুধু কান্না আর কান্না।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:




হায় ! গণতন্ত্র, হায় ! ক্ষমতা......

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায় অধিকার! হায় জনগণ।

বলির পাঠা শুধু আমরা কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.