নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা শীত উদযাপন (উইথ ভ্রমণ বাংলাদেশ)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩









প্রতি বছর শীতের শুরুতে আমি একটা গন্ধ পাই। হঠাৎ একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে টের পাই এই গন্ধটা। গন্ধটা আমার কানে কানে বলে যায় এলো তোমার প্রিয়তমা। প্রিয়তমা! জী হ্যাঁ, প্রিয়তমা, শীত ঋতুটা আমার অতি প্রিয় প্রিয়তমা। আমার স্কিন অতি শুকনো, শীত এলে সারা শরীরের চামড়া ফেটে একাকার, তেল-পেট্রলিয়াম জেলি-লোশন... কোন কিছুতেই সামাল দিতে পারিনা, ভীষণ কষ্ট দেয়। তবু শীতকাল আমার প্রিয়, অতি প্রিয়। শীতকাল এলেই মনটা কেমন দ্রবীভূত হয়ে যায়, পাখা মেলতে চায় হেথায় সেথায়। তো এইবার শীতটা কাটছে দারুন, প্রিয়তমা শীত উদযাপন ভালই হচ্ছে প্রিয় ভ্রমণসাথী “ভ্রমণ বাংলাদেশ” এর সাথে।







শুরুটা হয়েছিলো গত ডিসেম্বরের শেষার্ধে বড়দিনের ছুটিতে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরস্থ ‘পলাশ ভাই’য়ের খামার বাড়িতে “বারবিকিউ নাইট উইথ ফটোওয়াক” দিয়ে। আগেরদিন রাতে প্রায় ২০ জনের দল চলে গিয়েছিলাম সেখানে। রাতভর আড্ডা... মধ্যরাতে বারবিকিউ...তাবু টানিয়ে কুয়াশার সাগরে ডুবে ঘুমের রাজ্যে হারানোর বৃথা চেষ্টা... সব মিলিয়ে অসাধারণ। পরদিন ফটোওয়াক... কুয়াশামাখা ভোরে বেদে পল্লীতে ঘোরাঘুরি, সর্ষেক্ষেতে দল বেঁধে ফটোসেশন, চার্চে ঘুরে বেড়ানো... এই সব নিয়ে একটি পোস্ট দিয়েছি গত ডিসেম্বরের শেষে।







এরপর জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা গিয়েছি গাজীপুর, CARDI নিকটস্থ রানা ভাইয়ের আত্মীয়র বাসায়। সেখানে ছিলাম ১৮ জনের দল। অফিস শেষ করে আমি, সুমন, রুমি এবং সঞ্জীব এই চারজন রাত নয়টা নাগাদ পৌঁছই সেখানে। রাতে ছিল বারবিকিউ... সকালে তাজা খেজুরের রস... গরম গরম ভাপা পিঠা... দারুন। এরপর হেঁটে হেঁটে ঘুরে দেখা CARDI, IRRI, BRRI সংলগ্ন সাজানো প্রকৃতি। দুপুরে ভাওয়াল রাজবাড়ী ঘুরে ঢাকায় ফেরা। খুব আনন্দময় ছিল সময়টুকু।

এরপরের সপ্তাহে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাখি দর্শনে। ভ্রমণ বাংলাদেশের পনের জনের দলের সাথে আমার ভাইবোন-কাজিন মিলে মোট ডজন দুয়েক ভ্রমণপ্রিয় মানুষ আমরা সারাদিন কাটালাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পাখি দেখা, ছবি তোলা, আড্ডা... দারুন একটা উইকএন্ড। বিকেলে আমরা কাজিনরা গেলাম ধামরাই... ছোটমামার বাসায়। রাত প্রায় দশটায় ফিরেছি বাসায়। এর







মাঝে বার দুয়েক চারুকলাস্থ ছবির হাটে হয়েছে আড্ডা আর পিঠা খাওয়া। কিন্তু এইভাবে অল্পস্বল্প পিঠা খেয়ে যেন মন ভরছিলো না কারো। তাই গত শুক্রবার অনুষ্ঠিত হল “বাংলার পিঠা উৎসব”। টানা এক সপ্তাহের প্রস্তুতি শেষে প্রায় একশত লোকের সমাগমে ভ্রমণ বাংলাদেশের কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল এই উৎসব। আধমন চাল দিয়ে সাত-আট জনের রাঁধুনি দল তৈরি করেছিল প্রায় বিশ রকমের পিঠা... পুরাই মাথা নষ্ট অবস্থা।







শীত এখনো বিরাজ করছে বাংলার আকাশে বাতাসে, তেমনি বিরাজমান মোর হৃদয়ের গোপন গহীনো

ঘরে...। আগামী শুক্রবার যাচ্ছি বিরিশিরি... গতবারের মত এবারো খুব মজা হবে, ভালো হবে এই ইভেন্টটি... আশা করি। প্রতি শীতে বিরিশিরি যেতে পারলে খুব ভালো হয়। আচ্ছা আপনি বোধহয় ভাবছেন এই শীত উদযাপন কবে শেষ হবে? জী শেষ হবে, এই আগামী ২০-২৩ জানুয়ারি “সুন্দরবন সাফারি”র মাধ্যমে। গতবার ভ্রমণ বাংলাদেশের সাথে আমি গিয়েছিলাম একা, এবার কয়েকজন রিলেটিভ যাচ্ছে আর সাথে ভ্রমণ বাংলাদেশের কয়েকজন ভ্রমণসাথীতো থাকছেই। শেষটা ভালো হবে আশা করি। আর শেষ ভালো যার... সব ভালো তার।



মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: আরো কিছু ছবি দিতেন। পোস্ট ভালো লেগেছে।
আমার প্রিয় ৃতু কিন্তু শরৎ আর বসন্ত। আহ! কি যে ভালো লাগে সে সময়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেখি আগামীকাল আরও কিছু ছবি দিয়ে দিবো।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: চমৎকার লেখা আর ছবি। গুড পোস্ট।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আপনার সংকলন পোস্ট অসাম হইছে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯

পাঠক১৯৭১ বলেছেন: ভালো, যারা গৃহহীন তারা শীতে ভাওয়াল রাজার বাড়ী যায় না, জাহাংগীর নগরে পাখী দেখে না: দেখে সর্ষে ফুল। শীত অনাকাংখিত!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠক১৯৭১ সমাজতন্ত্রের বুলি অনেক ফিকে হয়ে গেছে। আপনার উদ্দেশ্য বিধেয় আমি জানি, কিন্তু কোন লাভ নাই।

আমার করণীয় কি? তা যদি আমি করে থাকি তবে তা নিশ্চয়ই জনে জনে বলে বেড়াবো না।

ভালো থাকবেন, পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১১

বেলা শেষে বলেছেন: good , tomuch good, beautiful Picture, beautiful decoration
good description.
to much thanks for good post.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: THANKS A LOT

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩

বৃতি বলেছেন: শীতের শুরুটা আমারও খুব পছন্দের। বেশ ভাল লাগলো ছবিগুলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বৃতি। শীতের শুরু থেকে শেষ সবটাই আমার কাছে প্রিয়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

বেকার সব ০০৭ বলেছেন: ছবি গুলো খুব চমৎকার হয়েছে বিশেষ করে নারিকেল গাছের ছবি টা ভাল লেগেছে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বেকার সব ০০৭। লেখা ভালো হয় নাই?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬

নিশাত তাসনিম বলেছেন: চোখ জুড়িয়ে গেল +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চোখ জূড়ালো, নিশাত ঘুমালো, শীত এলো দেশে... =p~ =p~ =p~

শুভকামনা রইলো।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন,
" পাঠক১৯৭১ সমাজতন্ত্রের বুলি অনেক ফিকে হয়ে গেছে। আপনার উদ্দেশ্য বিধেয় আমি জানি, কিন্তু কোন লাভ নাই। "

কোন লাভ নেই?
এখন ৭ বিলিয়ন মানুষ, বিশ্ব হাঁপাচ্ছে; ২০৫০ সালে ৯ বিলিয়ন হবে!

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২৮

আমিই মিসিরআলি বলেছেন: ওহহ , সুন্দর :)
++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মিসির আলী সাহেব।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: সুন্দর!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ক্যাপটেন।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: বাহ বেশতো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জি অন্যমনস্ক শরৎ, বেশ ভালো লাগে ঘুরে বেড়াতে।

ধন্যবাদ।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

মামুন রশিদ বলেছেন: মন চায় ঘুইরা বেড়াই, যেথা খুশি সেথা যাই । কিন্তু জব-সংসারের যাঁতাকলে পিষ্ট হইয়া আছি :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চাকুরী শৃঙ্খল কে পড়িবে পায়...

সবাই পড়ে আছি, কবে ভাঙ্গবে এই শৃঙ্খল?

মন খারাপ কইরেন না মামুন ভাই, আপনার হয়ে আমি প্রক্সি দিয়ে দিছছি। :P

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

স্বপনচারিণী বলেছেন: আহ! কী শীত! আর কি মজার পিঠা! ভ্রমণ! ঈর্ষাই হচ্ছে।শুভকামনা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ স্বপনচারিণী। স্বপ্নে বসবাসরত কাউকে ঈর্ষান্বিত করতে পেরে খুব সম্মানিত বোধ করছি।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শীতের কথা মনে হলেই মনে পরে গ্রামের কথা। মনে পরে পিঠা পুলি পায়েশ আরও কত্ত কী?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ্হ্যাঁ দেশ প্রেমিক বাঙালী, শীতের কথা মনে হলেই মনে পরে গ্রামের কথা। কিন্তু আমার সমস্যা হল জন্ম ঢাকায়, আত্মীয় স্বজন সবাই ঢাকায়। ফলে গ্রামে যাই বেড়াতে। কেন যে গ্রামে একটা বাড়ী নেই। গ্রামের বাড়ী ফেরার আনন্দ থেকে সারাজীবন বঞ্চিতই রইলাম।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখা, ছবি দুটাই সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখা, ছবি দুটাই সুন্দর

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

সকাল রয় বলেছেন:
বোকা মানুষটা কিছু বলতে চায়
আর আমার মতো বোকা মানুষটা কিছু শুনতে চায়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সকাল রয়। আপনিও কিন্তু ভালোই বলেন, আমরা তখন ভালোই শুনি। :) :) :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। আপনার এবং খেয়া ঘাট এর জন্য আরও কিছু ছবি আপলোড করে দিচ্ছি।

ভালো থাকবেন।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

সিদ্ধার্থ. বলেছেন: সুন্দর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সিদ্ধার্থ.

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

পুরানো আমি বলেছেন: ৩য় ভালো লাগা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পুরানো আমি।

এক সপ্তাহ ঢাকার বাইরে ছিলাম... ব্যাস্ততার কারণে প্রতিত্তরে দেরী হল।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

মোঃ ইসহাক খান বলেছেন: সর্ষে ক্ষেতের ছবির দিকে মুগ্ধ হয়ে না তাকিয়ে পারা যায় না।

ভালোলাগা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই। আমার নিজের তোলা ছবিটি। :P :P :P

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ পোস্ট

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

গোধুলী রঙ বলেছেন: ভ্রমন বাংলাদেশ কি কোন ঘোরাঘুরি অর্গানাইজেশন? হলে যে কেউ কি এর সদস্য হতে পারে? আসলে এই লাইনে আমি নতুন তবে আগ্রহ বোধ করি।

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ ভ্রমণ বাংলাদেশ আমার জানামতে বাংলাদেশের অন্যতম পুরাতন অলাভজনক ট্রাভেল এন্ড এডভেঞ্চার বেইজড অরগানাইজেশন। আপনি নীচের লিঙ্কে গেলেই এদের সম্পর্কে ডিটেইল জানতে পারবেন।

Click This Link

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

নীল-দর্পণ বলেছেন: আহা শীত। মনটা চনমন করে ওঠে !:#P

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক বলেছেন... প্ল্যানিং এ আছি এবারের শীতে কি কি করা যায় তা নিয়ে।

ধন্যবাদ নীল-দর্পণ, ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.