নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

পারকি’র প্রেমে

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭





আদিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত ধরে হেঁটে চলেছি আমি। সম্মুখ পাণে শুধু উপরে কালো মেঘের লুকোচুরি খেলার ফাঁক দিয়ে সুবিশাল নীলাকাশ। এক পাশে সাগরের নীল জল তীরে এসে ফেনায়িত ঢেউ হয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে আমার পদ যুগল, ঠিক যেন প্রেয়সীর আলতো স্পর্শ। আর ঠিক তার বিপরীত পাশে কৃত্রিম বনায়নের সবুজের সমারোহ। এই দুইয়ের মাঝ দিয়ে হেঁটে চলেছি আমি, সম্মুখপানে আর কেউ নেই। কানে গোঁজা হেডফোন, সেখানে বাজছে....







আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে,

বহুদূর বহুদূর হেটে এসেছো।

আমি কখনো যাইনি জলে,

কখনো ভাসিনি নীলে;

কখনো রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে।

আবার যখন তুমি সমুদ্রস্নানে যাবে,

আমাকেও সাথে নিও, নেবে কি আমায়; বলো নেবে কি আমায়।







চারিপাশে চেয়ে দেখি কোথাও হতে কেউ কি সত্যি আমায় কানে কানে গুণগুণ করে বলছে এই কথাগুলো? কোন সুদূরে আমার সেই প্রেয়সী, যার হাত ধরে অনন্তকাল হেঁটে যেতে পারবো এমন মেঘলা দিনে নীরব সাগর তীর ধরে, দূর হতে বহুদূর। যেথায় আমাদের স্বর্গকুটির হাতছানি দিয়ে ডাকবে আমাদের, সুখ সাগরে ডুব দিতে।







পেছন হতে ভ্রমণ সাথী হাসিব এসে কাঁধে হাত দিতে বাস্তবে ফিরে এলাম। ঈদের পর টানা এক সপ্তাহ চিটাগং হান্ট এর দ্বিতীয় দিন আমরা দুজন যাই আনোয়ারা উপজেলার আলোচিত সমুদ্র সৈকত “পারকি’র চর” ভ্রমণে। মধ্য দুপুরে আকাশে যখন কালো মেঘের ঘনঘটা, তখন আমি হাঁটছিলাম সৈকত ধরে সোজা বিপরীত দিকে। স্থানীয় এক ছেলেকে জিজ্ঞাসা করে জেনেছিলাম সামনে গেলে রাস্তা পাওয়া যাবে মূল সড়কে ওঠার। আধঘণ্টা হাঁটতেই বৃষ্টি নামলো, হাসিবের কাছে ছাতা দিয়ে ব্যাগের ভেতর মোবাইল, ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীর গতিতে ফিরতে লাগলাম পেছনে ফেলে আসা ঝাউ গাছের সারির দিকে। মিনিট দশেক অপূর্ব বৃষ্টিতে ভিজতে ভিজতে গুণগুণ করে গাইছিলাম, কেন জানি না...



দুরে তুমি দাড়িয়ে

সাগরের জলে পা ভিজিয়ে।

কাছে যেতে পারি না,

বলতে আজ পারি না...

" তুমি আমার এখনও"!

সামনে তুমি দাড়িয়ে,

কারো হাত জড়িয়ে।

হাতটা ধরতে পারি না,

কাছে টানত পারি না,

তোমার হাতে আজ অন্য কেউ।

সাগরের পাড়ে হাত ধরে দেখছ সূর্য ডোবা মেঘে,

এখনও বৃষ্টি পড়ে তোমার মাঝে,সেই বৃষ্টির ফোটা আমি নই।







ঝাউগাছের তলায় পৌঁছতে হাসিব বলল, ‘চলেন লাঞ্চ করে নেই’। খুঁজে পেতে ঠিক আমাদের সামনেই ঝাউগাছের সারি যেখানে শেষ, সেখানটায় বীচের তীর ঘেঁষে একটা রেস্টুরেন্ট পেয়ে ঢুকে পড়লাম উদর পূর্তির উদ্দেশ্যে। চমৎকার আয়োজন, খাবারের মানও ভালো আর দাম তুলনামূলক অনেক কম অন্যান্য টুরিস্ট স্পটের সংলগ্ন রেস্টুরেন্টগুলো চাইতে।







খাওয়া শেষ করতে করতে বৃষ্টি থেমে গেল, এবার পরিস্কার আকাশের নীচে ভেজা বালির সৈকতে ঘোরাঘুরি, ছবি তোলা। হাসিব আবার হবু ফটোগ্রাফার, তাই তার ছবি তোলা চলল, সাথে আমিও আমার ছোট্ট ক্যামেরায় কিছু তুললাম। বিকেল পাঁচটা নাগাদ আমরা ফেরার পথ ধরলাম, সূর্যাস্ত মিস করলাম। কারণ ফিরতে হবে অনেকটা পথ পাড়ি দিয়ে।







চট্টগ্রাম শহর হতে দুইভাবে আপনি পারকি বীচ যেতে পারেন। একটা হল বহদ্দারহাট টার্মিনাল হতে আনোয়ারা হয়ে পারকি যাওয়ার বাস আছে, আপনি কাফকো সেন্টার স্টপেজে নেমে সিএনজী করে বীচে চলে আসতে পারেন। বাস ভাড়া ৫০-৬০ টাকা, সিএনজী ভাড়া ১০০ টাকা। যাওয়ার সময় শেয়ারে সিএনজী পেতে পারেন, ফেরার সময় পুরোটাই আপনাকে রিজার্ভ করে আসতে হবে। আরেকটা পথ হলে চট্টগ্রাম এয়ারপোর্ট যাওয়ার পথে ১৫ নাম্বার ঘাট (নেভাল বীচ যাওয়ার ঠিক আগে) হতে বোটে করে নৌকা পার হয়ে সিএনজী রিজার্ভ করে সরাসরি পারকি বীচ। এক্ষেত্রে সিএনজী ভাড়া যাওয়া আসা রিজার্ভ করে যাওয়া ভালো, ভাড়া নিবে ৫০০-৬০০ টাকা।







বীচ এলাকা আসলে ঠিকমত সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যেতে থাকে, পারকি বীচ এর ক্ষেত্রেও এমনটা হওয়া শুরু হয়েছে। পাকা ইটের ঝিনুক মার্কেট, রেস্টুরেন্ট গড়ে উঠছে। রয়েছে বীচে জুয়াড়িদের আনাগোনা। এখনই সরকার নজর না দিলে কক্সবাজার, পতেঙ্গা, সেন্ট মার্টিনের মত নষ্ট হয়ে যাবে এই বীচটিও অতি দ্রুতই।





মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ছবির সাথে বর্ণনা ভালো লাগল ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু। আপনার কমেন্টে একখান কবিতা না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। পারকি'র প্রেমে কি একখান কবিতা পাওয়া যায় না? :(

=p~ =p~ =p~

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

ডরোথী সুমী বলেছেন: আমারও ভ্রমন হয়ে গেল।খুব ভাল লেগেছে ছবিগুলো। ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ করলেন, পেমেন্ট কোথায়? ফাও ফাও!! মুফতে? তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে যান =p~ =p~ =p~

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

সর্ট সার্কিট বলেছেন:

প্রথম গিয়েছিলাম ৯৮ সালে, আসার সময় কোন গাড়ি না পাওয়ায় পাক্কা ২ ঘন্টা হাটতে হয়েছিল, পুরানো স্মৃতি মনে পরে গেল................

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হিংসে হচ্ছে আপনাকে... তখন নিশ্চয়ই আরও নির্জন, আরও সুন্দর পরিবেশ ছিল। রিয়েলি জেলাসড... /:) :P

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

সোহানী বলেছেন: ওফ আবারো দিলেন মেজাজ খারাপ করে...... এখন মন শুধু আকু পাকু করবে অফিসের চার দেয়াল থেকে বের হতে.......

অসাধারন বর্ননা সাথে ছবি....+++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বারে বারে মেজাজ খারাপ করে দেয়াই বোকা মানুষদের কাজ। দেখছেন তার জন্য আবার এক ঝাঁক পিলাচ পাখি ও পাওয়া গেল!

=p~ =p~ =p~

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনটা যদি আবহমানকাল ধরে থেমে থাকত সেই অনুভব গুলোর কাছে...
যেখানে সূখ শান্তি আর স্বপ্ন বর্ণিল আকশা ছোয়া প্রশান্তি আর তৃপ্তির..

হয়না। বলেই ঐ সুন্দরকে ছেড়ে চলে আসতে হয়....

আপনার ছবি আর বর্ণনা ভাইরাসে এত কথা ;) +++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ণনা ভাইরাসের ডোজ আরেকটু দিলে ভালো হতো ;) :P

জীবনটা যদি আবহমানকাল ধরে থেমে থাকত সেই অনুভব গুলোর কাছে...
যেখানে সূখ শান্তি আর স্বপ্ন বর্ণিল আকশা ছোয়া প্রশান্তি আর তৃপ্তির..
ভালোলাগা রইল।

একটু চেষ্টা করছি ভ্রমণ কাহিনীতে সাহিত্য চড়াতে পারা যায় কি না? বর্ণনা যেন ছবির কাছে হেরে না যায়.... জানিনা কতটুকু পারবো, কিন্তু এখন থেকে চেষ্টা থাকবে।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো তুলেছেন। আর বর্ননা পড়েতো যেতেই ইচ্ছে করছে।
এভাবেই আমাদের শেয়ার করে যান একটার পর একটা।
ভাল থাকুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নাসরিন চৌধুরী আপা। ব্লু টি-শার্ট আর ট্রাউজার পড়া পিঠে ঝোলা নেয়া লোকটার ছবিগুলো ছাড়া বাকী সব ছবি আমার তোলা। ঐ ছবিগুলো ভ্রমণ সঙ্গী হাসিবের তোলা। নিজের ছবিতো আর নিজে তুলতে পারি না :P

আপনাদের এই ভালো লাগা অনেক অনুপ্রেরণা যোগায় ঘুরে বেড়াতে আর ভ্রমণ বিষয়ক লেখা লিখতে।

ভালো থাকবেন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব ছবি। সুন্দর বর্ণনা ।চমৎকার পোস্ট +

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। শুভকামনা জানবেন।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন সমৃদ্ধ একটা পোস্ট ++++++++++

পারকি সহ আরও চারটি সমুদ্র সৈকত নিয়ে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম । অনেকে পারকির নামও জানে না ! আপনার পোস্টটি অনেক ভালো লাগলো :)

ভালো থাকবেন ভ্রাতা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ব্লগে গিয়ে পোস্টটা দেখতে হবে। আমি লিখেছিলাম গত বছর বাংলাদেশের ডজন দেড়েক সমুদ্র সৈকত (মেগা পোস্ট)

পাঠ এবং মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সব ছবি আর বর্ণনা, ভাল লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। ভালো থাকবেন।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

কলমের কালি শেষ বলেছেন: ছবি এবং বর্ননা অসাম লাগলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :) ধন্যবাদ কলমের কালি শেষ। ভালো থাকবেন।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

প্রবাসী পাঠক বলেছেন: ২০০৩ সালে গিয়েছিলাম পারকির চরে। আমার দেখা অন্যতম সেরা সমুদ্র সৈকত। শান্ত একটা পরিবেশ সেখানে। সে সময় যাতায়াত ব্যবস্থা অতটা ভালো ছিল না।

আপনার বর্ণনা এবং ছবিগুলো সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক। আপনাকেও অনেক অনেক হিংসা। :P

এখন যাতায়াত ভালো হয়েছে আগের চেয়ে, কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের সমস্যা এখানেই ভাই। প্রকৃতি প্রদত্ত সৌন্দর্য আমারা সহজেই নষ্ট করে দিতে পারি। সমুদ্র সৈকতে ডাবের খোসা , কোকের ক্যান, পলিফিনের স্তূপ বানিয়ে ফেলি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... :(

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া..................। আজ ইট-পাথর আর গাড়ীর জঙ্গলে বসে আছি। সাথে আছে যান্ত্রিক সেই গতবাধা রুটিন। ছবির সাথে বর্ননায় উন্মনা যে হই নি এটা বললে ভুল হবে।। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সচেতনহ্যাপী। ভালো থাকবেন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০

আবু শাকিল বলেছেন: ছবি গুলা সেরাম হইছে =p~ =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই। আমার কাছে বর্ণনাটা বেশী ভালো লেগেছে। কিন্তু তারপরও...... :(

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

সুমন কর বলেছেন: ছবি + বর্ণনা মিলে অসাধারণ হয়েছে। গান সংযুক্তি পোস্টকে সমৃদ্ধ করেছে।

৭ম +।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুমন কর। হুমম... একা একা গান ঐ নিঃসঙ্গ সমুদ্র সৈকতে বৃষ্টিতে ভিজতে ভিজতে গান শোনা বা গান গাওয়া আসলেই অসাম।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুণ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমি ময়ূরাক্ষী আপু।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

জাফরুল মবীন বলেছেন: ছবি ও বর্ণনায় চমৎকারভাবে তুলে ধরেছেন পারকি বিচ।ধন্যবাদ অাপনাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই, প্রতিটি পোস্ট পাঠে এবং মন্তব্যে। অনেক অনেক ভালোলাগা জানবেন।

শুভকামনা নিরন্তর।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ কিছু ক্লিক, চমৎকার কিছু বর্ণনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিছু!!! পুরোটা নয়??? :(

;) :P

অনেক ধন্যবাদ রিয়াদ( শেষ রাতের আঁধার ), ভালো থাকবনে।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধু চমৎকার!!! :(

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.