নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের তরে মনের দর্পণে মুখোমুখি দাঁড়িয়ে

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৩



আমি একা একা হাঁটছি
আর কাউকে দেখতে পাচ্ছি না-
ক্রমশঃ নিজেকে আমি আরও
ভালোভাবে দেখতে পারছি,
দর্পণ সম্মুখে দাঁড়িয়ে
নিজেকে যতটা দেখতে পেয়েছি,
তার চাইতে যেন আরও স্পষ্ট করে
নিজেকে দেখতে পাচ্ছি।

অসীম নীরবতার মাঝে স্পষ্ট করে
নিজ হৃদস্পন্দন শুনতে পাচ্ছি।
আমি কথা বলছি না,
তবু মনে হচ্ছে আমি
অজস্র শব্দাবলী শুনছি,
মনে হচ্ছে...
আমার অন্তর ফুঁড়ে বের হওয়া
শব্দ শুনতে পাচ্ছি।

শুধু অন্তরে লুকানো বেদনা কেন?
আমার হৃদয়ে কত অব্যক্ত আকাঙ্খা,
যা এতকাল চাপা পড়েছিল।
এই রাত্রির অন্ধকারে আমাকে একা পেয়ে
সেইসব আকাঙ্ক্ষা যে আমার
হৃদয় ফুঁড়ে বেড়িয়ে আসতে চাইছে।

রাত্রির এই নীরবতার মাঝে
আনন্দে আজ হারিয়ে যেতে ইচ্ছে করছে,
অজানা অসীমের পানে,
মহাশূন্যে কালে ইচ্ছে করছে যাত্রা করতে।
মায়ের স্নেহের মত রাত্রির আঁধার
আমার চারিদিক ঘিরে রেখেছে।
এতদিন এক অজানা ভয় মোরে
সর্বদা গ্রাস করে রেখেছে।

কিন্তু আজ এই গভীর রাত্রিতে,
আজ এই গহীন আঁধারেতে।
কোন ভয় নেই আমার,
নেই কোন সঙ্কোচ আর।

একি?
সব আলো, নিভে গেল!
একেবারে সূচীভেদ্য অন্ধকার,
মহাকালের অনন্তপানে হারিয়ে যাওয়া
হবেনা বুঝি আর!

আমি যে অন্ধকারকেই বেশী ভালবাসি,
আমি যে অন্ধকারের মাঝেই বাঁচি।
ধীরে ধীরে আলোকিত হচ্ছে চারিদিক,
পথ ফুরিয়ে যাচ্ছে, আমি ব্যর্থ পথিক।

দূর অন্ধকার ভেদ করে
ডাকছে আমার দূর দূরের পাহাড়,
ঐ ব্যর্থ পৃথিবী দুঃখ গায়ে জড়িয়ে
নর্তকী সেজে ডাকছে আবার।

মুহূর্ত পরেই ফিরে পেলাম
সেই কষ্টের ভুবন,
বুঝলাম এতক্ষণ যা দেখলাম
সব মিথ্যে স্বপন।

====================================

মাঝে মাঝে কোন গল্প-উপন্যাস বা কবিতার কোন অংশ পড়ে মনে হয়, এই কথাগুলো আমার। আমারই হয়ত লেখার কথা ছিল এই শব্দ সম্ভারটুকু। দেড় দশক আগে লেখা এই কবিতাটি আমার অন্যতম প্রিয় লেখক নিমাই ভট্টাচার্য’র “তোমাকে” উপন্যাসের মাঝে একটি ঘটনা পরিক্রমায় লিখিত প্যারার কাব্যিক রূপ। কয়েকদিন ধরে হঠাৎ করেই আমার কবিতায় খাতায় অবহেলায় পড়ে থাকা এই কবিতার কথাটি মনে পড়ছে। আর সেই সুত্রধরে এই কবিতা পোস্ট করা। আশা করি আপনাদের ভালো লাগবে।
রচনাকালঃ ২২ এপ্রিল, ১৯৯৯।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: ভাবছিলাম আপনি বুঝি এবার ভ্রমন কবিতাও লেখা শুরু করিছেন !... :P :P

আমি যে অন্ধকারকেই বেশী ভালবাসি,
আমি যে অন্ধকারের মাঝেই বাঁচি।
ধীরে ধীরে আলোকিত হচ্ছে চারিদিক,
পথ ফুরিয়ে যাচ্ছে, আমি ব্যর্থ পথিক।


কবিতায় ভালো লাগলো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা.... দেখা যাক সামনে ভ্রমণ কবিতাও লিখবো আশা রাখি। খুব শীঘ্রই দেখা পাবেন ;)

পাঠ, ভালোলাগা এবং মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: শেষটুকু ভাল লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন কর। আসলে এটা হুবুহু নিমাই ভট্টাচার্য'র "তোমাকে" উপন্যাসের একটা প্যারা'র অংশ, কাব্যিক আকারে সাজানো হয়েছে। খুব ভালো লাগা কিছু লাইন।

শুভ কামনা।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: হুম মাঝে মাঝে বোধ হয় আমাদের সবারই এমন হয়, কারো না কারো সাথে আমাদের চিন্তা ও দর্শন মিলে যায়। বেশ ভাল লেগেছে লেখাটুকু,

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নাসরিন আপু। আসলেই মাঝে মাঝে আমাদের চিন্তা ও দর্শন অন্য কারো সাথে মিলে যায়। সেই সদ্য যৌবনে পা দেয়া এই বোকা মানুষটি ঐ লাইনগুলো পড়ে সত্যি থমকে গিয়েছিলাম। অতঃপর সেই লেখাগুলো একটু ছন্দবদ্ধ করে লিখেছিলাম এই কবিতাটি।

ভালো থাকা হোক সবসময়।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২

 বলেছেন: ++++++++++++++++ :D

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকুন সবসময়।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

 বলেছেন: + :D

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

সোহানী বলেছেন: আরে দোস্ত ব্লগার দেখি কবিতা লিখেন.....!!!!

যাহোক কবিতায় ভালোলাগা সহ +++++++ (কেউ দেখি আপনেরে + দিলো না.... আমারটাই কিন্তু ফার্স্ট)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি ব্যাপার দোস্ত ব্লগার? আমি কবিতা লিখি আপনি জানেন না!!! B:-) B:-) B:-) /:)

গরীব মানুষতো... তার উপর ইদানীং দান-খয়রাত কমে গেছে রে ভাই ;) :P

এই কবিতা কিন্তু মূলত গল্পের অংশ, শুধু কবিতায় রূপ দেয়া হয়েছে।

ভাবছিলাম আরও কিছু কবিতা পোস্ট দিবো, কিন্তু এখন ভাবছি দিবো না।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: এমন অনেক লেখাই আছে, মনে হয় নিজের কথা গুল কবি গুছিয়ে লিখেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, ঠিক বলেছেন। প্রায়ই আমরা সবাই কমবেশি এই অভিজ্ঞতার সাথে পরিচিত হই।

ধন্যবাদ মনিরা সুলতানা আপু, ভালো থাকা হোক সবসময়।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

নেক্সাস বলেছেন: কারো লিখা যখন পাঠকের মনে হয় এটা তার মনের কথা তখন লেখক স্বার্থক।

সুন্দর কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কারো লিখা যখন পাঠকের মনে হয় এটা তার মনের কথা তখন লেখক স্বার্থক। ঠিক বলেছেন নেক্সাস।

কৃতজ্ঞতা রইল পাঠ এবং মন্তব্যে। ভালো থাকুন সবসময়।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

ডি মুন বলেছেন: শুধু অন্তরে লুকানো বেদনা কেন?
আমার হৃদয়ে কত অব্যক্ত আকাঙ্খা,
যা এতকাল চাপা পড়েছিল।
এই রাত্রির অন্ধকারে আমাকে একা পেয়ে
সেইসব আকাঙ্ক্ষা যে আমার
হৃদয় ফুঁড়ে বেড়িয়ে আসতে চাইছে।



বাহ, চমৎকার একটা কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ বোকা মানুষ ভাই। নিমাই ভট্টাচার্যের 'মেমসাহেব' পড়েছিলাম বহু আগে। আর কিছু পড়া হয় নি উনার লেখা।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ডি মুন। নিমাই ভট্টাচার্য আমার অন্যতম পছন্দের তিনজন লেখকের একজন। মেমসাহেব, ব্যাচেলর, ডালহৌসি স্কয়ার, জার্নালিস্টের জার্নাল, তোমাকে অনেক অনেক পছন্দের বই রয়েছে এই প্রিয় লেখকের। সাংবাদিক থেকে লেখক হওয়া নিমাই ভট্টাচার্য বেশীরভাগ গল্প প্রথম পুরুষে লিখেছেন, যা সত্যি পাঠককে ভিন্নতার স্বাদ দেয়।:)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

তুষার কাব্য বলেছেন: আসলেই ভালোলাগার মত কথাগুলো....দারুন লেগেছে...

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য। ভালো থাকা হোক সবসময়।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

এহসান সাবির বলেছেন: আমি যে অন্ধকারকেই বেশী ভালবাসি,
আমি যে অন্ধকারের মাঝেই বাঁচি।
ধীরে ধীরে আলোকিত হচ্ছে চারিদিক,
পথ ফুরিয়ে যাচ্ছে, আমি ব্যর্থ পথিক।


আরো কবিতে চাই। দিতেই হবে......

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।

অটঃ বিয়ে করছেন না কেন ভাই ;) :P =p~ =p~ =p~

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: ভাবছিলাম আরও কিছু কবিতা পোস্ট দিবো, কিন্তু এখন ভাবছি দিবো না !!!!!!

কেন রে ভাই ??? কার উপর রাগ করে দিবেন না?? শুনেন, যে রাগের মূল্যই বুঝে না তার উপর রাগ করে কি লাভ!!!!!

কবিতা চাই আরো.... (যদিও এ সাবজেক্টে এ ইন্টারেস্ট কম :P :P :P )

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কিন্তু অনেক রাগী মানুষ... X(( X(( X((


যে রাগের মূল্যই বুঝে না তার উপর রাগ করে কি লাভ!!!!!
কে রাগের মূল্য বুঝে না? কেন বুঝেনা? জাতি জানতে চায়... ;) :P

কবিতায় ইন্টারেস্ট কম কেন? প্রফিট মার্জিন কি কম নাকি? :-B

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +

ভ্রাতা দেখি কবিতাও লিখেন!! চমৎকার!

অবহেলায় পরে থাকা কবিতার খাতা থেকে সব কবিতা চাই।
ভালো থাকবেন :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আর বলিয়েন না ভ্রাতা... মুনতো পাগল হ্যায়... সবই করিতে মুঞ্চায় ;) :P

সামু ব্লগে পোস্ট করা আমার কবিতাগুচ্ছঃ আমার ছন্দাবলী

অবহেলায় পরে থাকা কবিতার খাতা থেকে আরও কিছু কবিতা সময়-সুযোগ হলে দেবানি...

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

ঢাকাবাসী বলেছেন: দেড় দশক আগের লেখাটি ভাল লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। ভালো থাকা হোক সর্বদা। :)

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

এহসান সাবির বলেছেন: বিয়ের পরে থেকেই যদি জীবনে উচ্চাঙ্গসংগীত উৎসব শুরু হয় সেই ভয়ে.. ;) ;)

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উচ্চাঙ্গসংগীতে এতো ভয় কেন বাহে....? ;)

=p~ =p~ =p~

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: আপনার আশা পূরণ হয়েছে। ভালো লেগেছে!

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই, মন্তব্যে ভালো লাগা রইল। ভালো থাকুন সবসময়।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, স্বপ্নবাজ অভি। :)

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! কবি বোমা ভাইকে খুঁজে পেলাম ।
কবিতা ভালো লেগেছে !

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুঁজতে এতো দেরী হল কেন? ;)

ধন্যবাদ দীপ্র।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

একলা ফড়িং বলেছেন: আমি যে অন্ধকারকেই বেশী ভালবাসি,
আমি যে অন্ধকারের মাঝেই বাঁচি।
ধীরে ধীরে আলোকিত হচ্ছে চারিদিক,
পথ ফুরিয়ে যাচ্ছে, আমি ব্যর্থ পথিক।


অনেক ভালো লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ বোকা মানুষ!

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ একলা ফড়িং, ভালো থাকা হোক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.