নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪)
এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা... আমরা তোমাদের ভুলব না। তোমাদের দেয়া স্বাধীন বাংলাদেশে জন্মেছি, এর আলো বাতাসে বড় হয়েছি। আজ তন্ময় হয়ে থাকি দেশ মাতৃকার অপরূপ রূপে। আর এই রূপের জাদুর টানে ছুটে ফিরি দেশের হেথা হতে সেথা। তাই বিজয়ের মাসে ভ্রমণ সঙ্কলন শুরু করছি তোমাদের স্মরণ করে। আমরা তোমাদের ভুলব না।
সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের ষষ্ঠ সংখ্যা - “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – নভেম্বর২০১৪)”য় আপনাকে স্বাগতম। শুরুতেই যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত জুন মাস হতে নিছক ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি নিছক ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়।
যাই হোক, গত নভেম্বর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় চার হাজারের বেশী পোস্ট হতে সর্বমোট ৮০টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে যা কিছুটা হলেও গত মাসের চেয়ে আশাজনক, কেননা গত দুই মাসে এই সংখ্যা ক্রমহ্রাসমান ছিল। যাই হোক, আমি ভ্রমণ প্রিয় মানুষ, তাই আশাবাদী যে চলতি মাস থেকে ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা বাড়তি’র দিকেই থাকবে।
প্রথমেই দেখে নিব “পাঠক মিথস্ক্রিয়া”য় সেরা পাঁচ ভ্রমণ বিষয়ক পোস্ট। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই এই তালিকাটি (আজ রাত দশটা পর্যন্ত ফলাফল অনুযায়ী)…
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান
২) শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি লিখেছেন জুন
৩) ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! লিখেছেন মামুন রশিদ
৪) কবে যাচ্ছেন লোভাছড়া? লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৫) রহস্যে ঘেরা ‘আদম পাহাড়’ লিখেছেন সবুজ স্বপ্ন
এবার চোখ রাখা যাক আমার নির্বাচিত লেখাগুলো নিয়ে নিয়মিত বিভাগভিত্তিক সেরা লেখাগুলোতে। আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর পোস্টের শেষে নভেম্বর মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব।
সেরা পাঁচ(দেশ)ঃ
১) ভ্রমণ পোস্ট: ঢাকা হতে রাঙ্গামাটি। লিখেছেন সুমন কর
২) ভ্রমন: লাউরের গড়, সুনামগঞ্জ, মটরসাইকেলে লিখেছেন অপলক
৩) সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(তৃতীয় পর্ব - শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য
৪) বিশ্বের সবচেয়ে সুন্দর ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন / সুন্দরবন ভ্রমণ। লিখেছেন আমার পথ চলা ১
৫) বান্দারবানঃ স্বপ্নীল পথযাত্রায় একদিন পর্ব ১ লিখেছেন মোঃ কুদরত-ই-খুদা
সেরা পাঁচ (বিদেশ)ঃ
১) মিনি পোতালা প্রাসাদ , ছবি ব্লগ ও চীনের দালাইলামার গ্রীষ্মকালীন ইতিহাস লিখেছেন সুদীপ্ত সজল খাঁ
২) প্রবাসে: পর্ব ৫ - ৮ লিখেছেন মহান অতন্দ্র
৩) ট্রাভেলগ চীন (চারটি পর্ব) লিখেছেন শোভন শামস
৪) দুর পাহাড়ের হাতছানি - সৌরভ দেব, ড্রেসডেন ,জার্মানী থেকে লিখেছেন ক্যপ্রিসিয়াস
৫) ভারতভ্রমণঃ সারচু টু লেহ লিখেছেন আমার বন্ধু রাশেদ
সেরা পাঁচ (ছবি ব্লগ)ঃ
১) ছবি ব্লগঃ টাঙ্গুয়ার হাওড় (নৌকায় ত্রিশ ঘন্টা) লিখেছেন লাজ মাহমুদ
২) ছবি ব্লগ-৪,সেন্ট মার্টিন-১ লিখেছেন মেঘ বলেছে যাব যাব
৩) একটি কুঁড়ি দুটি পাতার দেশে ...।। ( ছবি ব্লগ ) লিখেছেন জাকরিন কাদির
৪) ফেওয়া লেক লিখেছেন সাদা মনের মানুষ
৫) ল্যুভ মিউজিয়াম,প্যারিস ।। ছবি ব্লগ লিখেছেন শাহ আজিজ
৬) ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! লিখেছেন মামুন রশিদ
সেরা পাঁচ (তথ্য ভিত্তিক)ঃ
১) রৌমারির আশেপাশের ঘোরাঘুরির যায়গা গুলি লিখেছেন
২) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান
৩) বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভূজের রহস্য লিখেছেন মুজাহিদ হোসেন
৪) যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই পোস্ট!! লিখেছেন আকাশ১৩
৫) চন্ডীমুড়ার ইতিহাস লিখেছেন গাজী সুবন
সেরা পাঁচ (অন্যরকম)ঃ
১) শিকড়ের সন্ধানে...... মেডিকেল ক্যাম্প ও গ্রাম দেখা.. রথ দেখা সহ কলা বেঁচা.... লিখেছেন সোহানী
২) কাশ্মিরের শাল এবং সামারের দিনগুলি (আরব ডায়েরি-৮৪) লিখেছেন মধুমিতা
৩) পেরিয়ে যাই মরীচিকার আহ্বানে লিখেছেন রোকসানা লেইস
৪) রামসাগর লিখেছেন মোঃ মোসাদ্দেক হোসেন
৫) বাংলাদেশের পর্যটন শিল্পঃ সমস্যা ও সম্ভাবনা লিখেছেন আলমাহবুব
৬) শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি লিখেছেন জুন
উৎসর্গঃ এই মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ করা হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর মুক্তিযোদ্ধাদের। তাদের প্রাণের বিনিময়ে প্রাপ্ত এই দেশে আমাদের পদচারনা, আর তাই বিজয়ের মাসে নয় শুধু, সারা বছর যেন স্মরণ করি বাংলা মায়ের সেই সব স্বর্ণ সন্তানদের।
নভেম্বর, ২০১৪ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ
১) Shanghai পর্ব ২ লিখেছেন হাবিব০৪২০০২ Click This Link
২) আমার দেখা সিলেট (পর্ব-৪) "আখনি" লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
৩) মিনি পোতালা প্রাসাদ , ছবি ব্লগ ও চীনের দালাইলামার গ্রীষ্মকালীন ইতিহাস লিখেছেন সুদীপ্ত সজল খাঁ Click This Link
৪) রৌমারির আশেপাশের ঘোরাঘুরির যায়গা গুলি লিখেছেন Click This Link
৫) প্রবাসে: পর্ব ৫ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
৬) ফরাসী আভিজাত্য ।। ছবি ব্লগ লিখেছেন Click This Link
৭) ছবি ব্লগঃ টাঙ্গুয়ার হাওড় (নৌকায় ত্রিশ ঘন্টা) লিখেছেন লাজ মাহমুদ Click This Link
৮) ভ্রমণ পোস্ট: ঢাকা হতে রাঙ্গামাটি। লিখেছেন সুমন কর Click This Link
৯) ট্রাভেলগ চীন-৩ স্টোন ফরেস্ট , কুনমিং লিখেছেন শোভন শামস, Click This Link
১০) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১১ লিখেছেন ফরিদুর রহমান, Click This Link
১১) রহস্যে ঘেরা ‘আদম পাহাড়’ লিখেছেন সবুজ স্বপ্ন, Click This Link
১২) ছবি ব্লগ-৪,সেন্ট মার্টিন-১ লিখেছেন মেঘ বলেছে যাব যাব, Click This Link
১৩) ছবি ব্লগ ১- দেখা অদেখা (ট্যাগরাগিরি ইকোপার্ক ও সমুদ্র সৈকত) লিখেছেন মোমেন মুন্না Click This Link
১৪) দুরে থাকা মেঘ তুই দুরে দুরে থাক…. ২ (ছB Bloগ) লিখেছেন কাজী ফাতেমা Click This Link
১৫) ছবি ব্লগ-৫ লিখেছেন মেঘ বলেছে যাব যাব Click This Link
১৬) শিকড়ের সন্ধানে...... মেডিকেল ক্যাম্প ও গ্রাম দেখা.. রথ দেখা সহ কলা বেঁচা.... লিখেছেন সোহানী Click This Link
১৭) পড়ন্ত বিকেলে জলঙ্গী নদী(২) লিখেছেন প্রণব দেবনাথ Click This Link
১৮) প্রবাসেঃ পর্ব ৬ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
১৯) বাংলাদেশের পর্যটন আর বোকা মানুষের টেনশন!!! লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
২০) ট্রাভেলগ চীন-৪ দাইচি লেক দেখে কুনমিং শহরে লিখেছেন Click This Link
২১) দুনিয়ার সবচে অদ্ভুত ১০ টি হোটেল লিখেছেন সবুজ স্বপ্ন Click This Link
২২) বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভূজের রহস্য লিখেছেন মুজাহিদ হোসেন Click This Link
২৩) রহস্যেঘেরা "আদম পাহাড়ের গল্প" লিখেছেন Asif Zaman Click This Link
২৪) ভ্রমন: লাউরের গড়, সুনামগঞ্জ, মটরসাইকেলে লিখেছেন অপলক Click This Link
২৫) ২০১৬-২০১৭ প্রজেক্ট মাতৃভূমি ঘোড়াঘুড়ি (পোষ্ট নিয়মিত আপডেট হইবে) ব্লগারদের থেকে তথ্য যোগ করা হবে লিখেছেন রিফাত হোসেন Click This Link
২৬) SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
২৭) আত্মকথা-৩: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণের স্মৃতি... লিখেছেন খোরশেদ খোকন Click This Link
২৮) মিশরের ডায়েরি পর্ব -৩। লিখেছেন মাহমুদুল হাসান কায়রো Click This Link
২৯) নারিকেল জিঞ্জিরা ভ্রমণ (দুই পর্বের শেষ পর্ব) লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
৩০) কাশ্মিরের শাল এবং সামারের দিনগুলি (আরব ডায়েরি-৮৪) লিখেছেন মধুমিতা Click This Link
৩১) প্রবাসেঃ পর্ব ৭ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
৩২) দুর পাহাড়ের হাতছানি - সৌরভ দেব, ড্রেসডেন ,জার্মানী থেকে লিখেছেন ক্যপ্রিসিয়াস Click This Link
৩৩) সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(তৃতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য Click This Link
৩৪) পেরিয়ে যাই মরীচিকার আহ্বানে লিখেছেন রোকসানা লেইস Click This Link
৩৫) নব বিবাহিত দম্পতিদের জন্যঃ What Should Be Your Honeymoons Destination? (প্রথম খণ্ড) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
৩৬) একটি কুঁড়ি দুটি পাতার দেশে ...।। ( ছবি ব্লগ ) লিখেছেন জাকরিন কাদির Click This Link
৩৭) ভীনবাসী ডায়েরী ।। দুই ।। লিখেছেন অ রণ্য Click This Link
৩৮) ফাতরা জঙ্গল ও আমার ছেলেবেলা (পর্ব-২) লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
৩৯) রামসাগর লিখেছেন মোঃ মোসাদ্দেক হোসেন Click This Link
৪০) আন্দামান থেকে বলছি:- তৃতীয় পর্ব লিখেছেন রইসউদ্দিন গায়েন Click This Link
৪১) বিশ্বের সবচেয়ে সুন্দর ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন / সুন্দরবন ভ্রমণ। লিখেছেন আমার পথ চলা ১ Click This Link
৪২) ট্রাভেলগ চীন-৫ কুনমিং থেকে ট্রেনে বেইজিং এর পথে লিখেছেন শোভন শামস Click This Link
৪৩) বাংলাদেশের পর্যটন শিল্পঃ সমস্যা ও সম্ভাবনা লিখেছেন আলমাহবুব Click This Link
৪৪) ফাতরা জংগল ও আমার ছেলেবেলা (৩য় পর্ব) লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
৪৫) যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই পোস্ট!! লিখেছেন আকাশ১৩ Click This Link
৪৬) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১২ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
৪৭) যে পাঁচটি কারণে ইন্দোনেশিয়ার বালি হানিমুনের জন্য পারফেক্ট! লিখেছেন অন্য আমি Click This Link
৪৮) ইরানী মসজিদগুলোর অসাধারন কারুকাজ লিখেছেন শাহ আজিজ Click This Link
৪৯) শীতকালীন হলিডে লিখেছেন মোজাহিদুর রহমান ব Click This Link
৫০) ফেওয়া লেক লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
৫১) দি ফ্লাওয়ার্স হতে রাতারগুল লিখেছেন বাবা শাহরিয়ার Click This Link
৫২) নিঝুম দ্বীপ লিখেছেন MOHAMMAD RASEL AHAMED Click This Link
৫৩) বান্দারবানঃ স্বপ্নীল পথযাত্রায় একদিন পর্ব ১ লিখেছেন মোঃ কুদরত-ই-খুদা Click This Link
৫৪) "মিয়া আফনে একটা ফাজিল। ঘোড়ারে কন গাদা। আফনে গাদা। আফনার চইদ্দগুষ্ঠী গাদা।" লিখেছেন হাবিবুর রহমান জুয়েল Click This Link
৫৫) একটি মিনি বাংলাদেশের গল্প (সেমি ফটোব্লগ ) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
৫৬) প্রবাসেঃ পর্ব ৮ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
৫৭) ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! লিখেছেন Click This Link
৫৮) চন্ডীমুড়ার ইতিহাস লিখেছেন গাজী সুবন Click This Link
৫৯) ল্যুভ মিউজিয়াম,প্যারিস ।। ছবি ব্লগ লিখেছেন শাহ আজিজ Click This Link
৬০) শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি লিখেছেন জুন Click This Link
৬১) আমার অপরূপ গ্রামখানি লিখেছেন নাজিমুদ্দিন পাটোয়ারী Click This Link
৬২) হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link
৬৩) ভ্রমণ লিখেছেন গেওর্গে আব্বাস Click This Link
৬৪) জার্মানি’র যাপিত জীবনে যে জিনিস যারপরনাই মিস করি লিখেছেন কুল_কুয়াইট Click This Link
৬৫) হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link
৬৬) আদম পাহাড় রহস্য (শ্রীলংকা) লিখেছেন রাঘব বোয়াল Click This Link
৬৭) ভীনবাসী ডায়েরী ।। দুই ।। লিখেছেন অ রণ্য Click This Link
৬৮) বাংলার দার্জেলিং খ্যাত নীলগিরি সম্পর্কিত তথ্য। লিখেছেন ঝড়াপাতা Click This Link
৬৯) কবে যাচ্ছেন লোভাছড়া? লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
৭০) ভারতভ্রমণঃ সারচু টু লেহ লিখেছেন আমার বন্ধু রাশেদ Click This Link
৭১) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১৩ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
৭২) নূর মানিকচর জামে মসজিদ লিখেছেন কোর্পরে্ট শয়তান Click This Link
৭৩) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান Click This Link
৭৪) সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য Click This Link
৭৫) প্রবাসেঃ পর্ব ৯ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
৭৬) জাপানে কাটানো কিছু অমুল্য মুহুর্ত......................... লিখেছেন মিস্টার ব্যাকবেঞ্চার Click This Link
৭৭) ট্রাভেলগ বেইজিং-১ ফরবিডেন সিটি, তিয়েনআনমেন স্কোয়ার লিখেছেন শোভন শামস Click This Link
৭৮) পালামৌ – সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই – ০৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
৭৯) বিছানাকান্দিতে বৃষ্টি বিলাস লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
৮০) কুয়াকাটায় জ্যোৎস্নাবিলাস লিখেছেন কাউসার রুশো Click This Link
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই। সাথে থাকুন, পাশে থাকুন।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কর্ম , শুভেচ্ছা ++++++++++++++
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, সাহিত্য পত্রের কি খবর?
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫
মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রিয় মামুন ভাই আপনার চমৎকার ভ্রমণ ফটো ব্লগ পোস্টটি আমার চোখ কীভাবে এড়িয়ে গেল আমি বুঝতে পারছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার পোস্টটি আপডেট করে দিয়েছি। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: নিয়মিত করছেন এবং অামরা পাচ্ছি-এটাই সুখবর।
অনেক অনেক ভাল লাগা।
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন কর। আপনাকেও নিয়মিত সাথে পাচ্ছি এটাও সুখবর
সাথে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট++
প্রিয়তে। উৎসর্গে শ্রদ্ধা।
আমার প্রিয় পোস্টগুলো হলো -
১) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান
৪) নব বিবাহিত দম্পতিদের জন্যঃ What Should Be Your Honeymoons Destination? (প্রথম খণ্ড) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৪) দুর পাহাড়ের হাতছানি - সৌরভ দেব, ড্রেসডেন ,জার্মানী থেকে লিখেছেন ক্যপ্রিসিয়াস
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন। আপনার পছন্দের লিস্টে হানিমুন ডেসটিনেশন!!! ঘটনা কি?
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। ভালো থাকা হোক সবসময়।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
কলমের কালি শেষ বলেছেন: বোকা ভাইয়ের কাজ হলো শুধু বোমা ফাটানো !
অসাধারন সংকলন ভ্রমন নিয়ে । একটি অনবদ্য সফল সংকলন ।
ভালো থাকুন আর বেশি বেশি ভ্রমন করুন আর আমাদেরকে সুন্দর সুন্দর ভ্রমনকাহিনী উপহার দিন ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, কলমে কালি রিফিল করলেন কবে? নতুন প্রো-পিক!!! আমি আবার বোমা ফাটালাম কবে রে ভাই? আমি কি জঙ্গি নাকি?
ভালো থাকুন, সাথে থাকুন।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০২
প্রবাসী পাঠক বলেছেন: একটা ভ্রমন কাহিনী লিখে এই সংকলনে যায়গা করে নিতেই হবে।
চমৎকার সংকলন । পোস্টে ৩ নং প্লাস।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবশ্যই। আপনি ভ্রমণ পোস্ট দিলেই সেটা সঙ্কলনে ঢুঁকে পড়বে, গ্যারান্টি আমার। দরকার হলে দুর্নীতি করে হলেও নিশ্চিত স্থান দেয়া হবে...
ধন্যবাদ প্রিয় প্রবাসী পাঠক, এতো দূর থেকে কষ্ট করে সাথে থাকার জন্য।
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৩
এহসান সাবির বলেছেন: আমিও ভ্রমন পোস্ট দেব।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবে? কবে? কবে? জাতি জানতে চায়...
তোমার আশায় পথ চেয়ে রই, তুমি আসবে বলে...
১০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
সোহানী বলেছেন: দোস্ত মন্ত্রী সাব........... অনেক অনেক ধন্যবাদ। আর নিজের নাম আপনার পোস্টে দেখার যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে না।
বিরিয়ানী রেডি.... কবে খাবেন বলেন........
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দোস্ত ব্লগার। আপনার পোস্ট তার ভিন্নতা'র জন্য সেরা লিস্টে জায়গা করে নিয়েছে। কেউ কিন্তু পারশিয়ালিটির অভিযোগ করবেন না যেন...
বিরিয়ানি কি নিজে রান্না করেছেন?
১১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার পোস্টটিও কিন্তু সেরা এক!
এভাবে ডিফরেন্ট এঙ্গেল-এ মূল্যায়ন করলে কমে যাবে সংকলন নিয়ে ক্যাচালের যত সম্ভাবনা!
বোকা মানুষকে অভিনন্দন....
সকল ভ্রমণ ব্লগারকে অভিনন্দন....
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার মন্তব্যে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাই। ভালো থাকুন সবসময়।
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
জুন বলেছেন: এত্ত এত্ত সুন্দর পোষ্ট দিয়ে সাজানো বোকা মানুষ বলতে চায় এর সংকলন
অভিনন্দন.আপনাকে সাথে .
আপনার সংকলনে উল্লেখিত সকল ভ্রমণ ব্লগ লেখককে
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় জুন আপু, ভ্রমণ সংকলন আজীবন আপনার নিকট কৃতজ্ঞ থাকবে। কারণটা সবার উদ্দেশ্যে আবার বলি... জুন আপু'র করা একটি কমেন্টের প্রেক্ষিতে ভ্রমণ সংকলনের পরিকল্পনা আমার মাথায় আসে এবং তারই ফলস্বরূপ এই ভ্রমণ সমগ্র।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্য দ্বারা উৎসাহ দিয়ে যাওয়ার জন্য। ভালো থাকুন, সাথে থাকুন।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!! হাতের কাছেই সকল ঘোরাঘুরি!!!
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কাভা। হুমম... হাতের কাছেই সকল ঘোরাঘুরি...
ভালো থাকুন, সাথে থাকুন।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
আমিনুর রহমান বলেছেন:
ভ্রমন প্রিয় মানুষদের জন্য দারুণ একটা উপকারী পোষ্ট। বরাবরের মতোই চমৎকার একটা পোষ্ট।
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচ ক্যাটাগরীতে সম্ভবত একটা পোষ্ট আপনার চোখ এড়িয়ে গেছে। পোষ্টটিঃ ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ!
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিনুর রহমান ভাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ভ্রমণ সংকলনে পোস্ট পড়ার হ্যাপা এই মাস থেকে অনেক কষ্টকর হয়ে গেছে। নতুন জবে অনেক বেশী রেস্পন্সিবিলিটি থাকায় পুরো সময় মনোযোগ দিতে হচ্ছে সেখানে, ব্লগে সময় করা কঠিন হয়ে গেছে। লজ্জা লাগছে মামুন ভাই, জুনাপু'র এই পোস্টগুলো কীভাবে চোখ এড়িয়ে গেল!!! তার সাথে আবার আমার তিনটা পোস্ট চলে এসেছিল পাঠক মিথস্ক্রিয়ায়... কি লজ্জা... কিন্তু এই পোস্টদুটো একেবারেই নজরে আসে নাই... ফলে শেষের লিস্টেও ছিল না। এখন জুড়ে দেয়া হল... ফলে মোট ভ্রমণ পোস্টের সংখ্যা এখন ৮০টি... এই পোস্টদুটি অবশ্যই বিষয়ভিত্তিক সেরা বিভাগে স্থান পাবার দাবী রাখে, কিন্তু আবার রিসাফল করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে আন্তরিক ভাবে দুঃখিত। তাই এই দুটো পোস্ট তালিকায় ষষ্ঠ পোস্ট হিসেবে সংযোজন করে দিলাম।
ভালো থাকুন ভাই, অনেক ভালো
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
ডি মুন বলেছেন: আগেই পছন্দ করে রাখলাম, বলা তো যায় না কাজে লেগে যেতেও পারে একদিন
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আচ্ছা...তাই? পোলাতো বহুত সেয়ানা!!!
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
মুহিব জিহাদ বলেছেন: চমৎকার পোস্ট,,,,,,,,,,,,,,,,,
ভ্রমন পোস্ট দেখলেই ঘুরতে যেতে ইচ্ছে করে
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মুহিব জিহাদ। কথা সত্য, ভ্রমণ পোস্ট দেখলেই ঘুরতে যেতে ইচ্ছে করে।
ভালো থাকা হোক সর্বদা।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
আলম দীপ্র বলেছেন: নিয়মিত করে যাচ্ছেন ! বাহ ! বোমা ভাই , আমাদের পর্যটন মন্ত্রী ।
শুভকামনা নিরন্তর । এবং অসংখ্য ধন্যবাদ ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র, ভালো থাকুন... সাথে থাকুন।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: প্রতি মাসের শুরুতে অপেক্ষায় থাকি আপনার এ সিরিজের জন্য। অনেক অনেক ধন্যবাদ। এ বছর না পারলেও আগামি বছর নতুন অন্যরকম ভ্রমন কাহিনী নিয়ে আসব আশা রাখছি। ভাল থাকবেন।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ সংকলনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মাসের শুরুতে অপেক্ষায় থাকা'র প্রেক্ষিতে বলে দেই, ভ্রমণ সংকলন প্রতি মাসের ১০ তারিখে প্রকাশ করা'র চেষ্টা করছি এবং গত চার সংখ্যা ১০ তারিখেই প্রকাশ করা হয়েছে।
আপনার কাছ থেকে আরও বেশী বেশী এবং সুন্দর সুন্দর ভ্রমণ পোস্ট আশা করছি।
শুভকামনা জানবেন, ভালো থাকা হোক সর্বদা।
১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: +++++++++
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা, ভালো থাকা হোক সর্বদা।
২০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
আরো একটা পোষ্ট সম্ভবত নজর এড়িয়ে গেছে। সেটা হলো শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি
বারবার এসে আপনার পোষ্ট লিঙ্ক দিয়ে যাচ্ছি তা অন্যভাবে নিবেন না। একটা সংকলন করা সত্যি ভীষণ কষ্ট সেটা আমি জানি কেননা অনেকগুলো সংকলনের সাথে আমার থাকার অভিজ্ঞতা রয়েছে। তাই ২/১ পোষ্ট চোখে নাও পড়তে পারে তাতে অসুবিধার কিছু নাই।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগের কমেন্টের রিপ্লাইয়ে বলেছি, আবারো বলছি... অনেক, অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই। এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই সংকলন একদিন আরও অনেক এগিয়ে যাবে আশা করি।
ভালো থাকুন সর্বদা এই কামনা করি।
২১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০
মাহবু১৫৪ বলেছেন: ১১ তম ভাল লাগা
সরাসরি প্রিয়তে নিলাম
+++++++
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪, ভালো থাকা হোক সর্বদা।
২২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: আরে ওই বোমা না এইটা ভ্রমন সংকলন বোমা । সম্পূর্ন পরিবেশ বান্ধব বোমা।
হুম প্রো পিকটা চেঞ্জ করলাম । কেমন হলো বললেন না তো ।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সম্পূর্ন পরিবেশ বান্ধব বোমা!!! গুড ইনভেনশন ব্রো।
প্রোপিক চেঞ্জ না করাই বেটার, ওটা একটা উইনিক আইডেন্টিটি ক্যারি করে। যাই হোক, করেছেন যখন, অসুবিধা নাই। ইহা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত
২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস ওয়ার্ক।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন, ভালো থাকুন সবসময়।
২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: ১৩ তম ভালোলাগা +++++++
উৎসর্গ ভালো লেগেছে। আর পোস্ট তো বরাবরেই মতোই উত্তম, এইবার আরও বেশী উত্তম ( আমার একখানা পোস্ট দেখিতে পাইতেছি এবং তাহা প্রথম দিকে, তাই )
ভালো থাকবেন ভ্রাতা
১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। পক্ষপাতিত্ব করে আপনার পোস্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন মিষ্টি খাওয়ানোর ব্যাবস্থা করেন। বিরিয়ানি তো খাওয়াবে দোস্ত ব্লগার সোহানী, তাই আপনার কাছে মিষ্টি চাওয়া
ভালো থাকুন সবসময়।
২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
শুভ্র গাঙচিল বলেছেন: অনেক দিন পরে এলাম। এসেই আপনার এই পোস্ট পেয়ে অনেক ভালো লাগছে। এখন আরাম করে কিছু দিন আপনার সংকলনের লেখা গুলো পড়া যাবে। পরীক্ষা শেষ তো।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়েলকাম শুভ্র গাঙচিল, ভালো আছেন নিশ্চয়ই। পরীক্ষা কেমন হল? আপনার এই জিনিসটা ভালো লেগেছে। পরীক্ষার আগে বলে গেলেন সামনে পরীক্ষা, পরীক্ষার পর দেখা হবে। আবার পরীক্ষা শেষে এসে বলে গেলেন "বান্দা হাজির"। অনেক অনেক ধন্যবাদ।
ভালো রেজাল্ট আর আমাদের মিষ্টি... এই দুটোর অপেক্ষায় রইলাম।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
আমি তুমি আমরা বলেছেন: পোস্ট ভাল লেগেছে।
একটা বিষয় জানতে চাই। পাঠক মিথস্ক্রিয়াতে আপনি কি বিবেচনা করেন? হিট? প্লাস? প্রিয়? কমেন্ট? ক্রাইটেরিয়াটা জানতে চাই।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আমি তুমি আমরা। আমি প্রথমে বিবেচনায় রাখি হিট। তারপর কোন কারনে টাই হলে লাইক আর কমেন্ট বিবেচনা করা হয়। আমি মনে করি হিট ছাড়া বাকী বিষয়গুলো আপেক্ষিক।
তবে, আপনাদের কোন পরামর্শ থাকলে বলবেন প্লিজ। এই সংকলন সামু ব্লগের সকলের। তাই কারো কোন পরামর্শ সাদরে গ্রহণ করার চেষ্টা থাকবে সবসময়। আর নতুন বছরে থেকে আরও কিছু নতুনত্ব যোগ করার চেষ্টা করা হবে।
ভালো থাকুন সবসময় এই কামনায়...
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
সোহানী বলেছেন: আরে.... আমার হয়ে ফকরুদ্দিন, নান্না, হাজি মামারা রান্না করেছে কারন তারা জানে আমার রান্না একবার যে খায় সে আর আমার বাসামুখী হয় না ...
হাহাহা প্রিয় দোস্ত ব্লগার.........
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি? ভালো তো... এখনতো আবার যুগই ওয়ান টাইমের। তাই একবার খেলেই হপে...
হাহাহা প্রিয় দোস্ত ব্লগার.........
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
পাজল্ড ডক বলেছেন: স্যালুট এন্ড প্রিয়তে।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পাজল্ড ডক, ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
আবু শাকিল বলেছেন: আজকের ব্লগ মেন্যু - পর্যটনমন্ত্রী স্পেশাল
"
“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – নভেম্বর২০১৪"
শ্রমে ধন্যবাদ জানিয়ে গেলাম বোমা ভাই
প্রিয়তে নিলাম ।