নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

চাওয়া অতঃপর পাওয়া

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৩

চাওয়া

একটুখানি ছায়া খুঁজি
তোমার আঁচল তলে,
আষ্টেপৃষ্ঠে জড়ানো শত
দুঃখ জ্বালা ভুলে।

একটুখানি ভালবাসা
এতোটুকুন আদর,
পৌষের হিম শীতে যেমন
উষ্ণতার চাদর।

একটুখানি মায়ার বাঁধন
একটুখানি স্নেহ,
একটুখানি অনেককিছু চায়
ক্লান্ত এই দেহ।

একটুখানি কাছে আসা
একটা নিবিড় চুম্বন,
একটুখানি ছোঁয়ার মাঝে
শত জনমের কম্পন।

==========================================

অতঃপর

ঐ যে দূরে উড়ছে ঘুড়ি
উড়ছে আমার স্বপ্নপুরী,
যেথায় তোমার নিত্য বসত
আর তোমায় ঘিরে স্বপ্নগুলি।

=========================================

পাওয়া

অনেকখানি কষ্ট পেলে
নয়ন দুটি ভিজলে জলে,
নিথর ঠোঁটের মৃদু কাঁপন
নির্বাক কিছু যায় যে বলে।

হয়ত বলে, হয়ত না
ভালবাসার যাতনা,
ভালবেসে পুড়ছি আমি
তুমি কেন দেখছ না?

দেখছ তুমি তুচ্ছ করে
হাঁটছি তোমার পথটি ধরে,
তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে।

জটিল এই চক্রটাকে
বুঝবে তুমি? হয়ত না,
বলবে তুমি গল্প হাজার
আমার গল্প শুনবে না।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২

হাসান বিন নজরুল বলেছেন: হুম পাওয়া গুলো চাওয়ার অনেক দূরে অবস্থান করে।

১৭ ই মে, ২০১৫ রাত ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই পাড়ে চাওয়া আর ঐ পাড়ে পাওয়া... মাঝখানে দীর্ঘশ্বাস শুধু বয়ে যায়।

ধন্যবাদ হাসান বিন নজরুল, বোকা মানুষের ব্লগে স্বাগতম।

২| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কাবিল বলেছেন: একটু না,
অনেকখানি ভাল হয়েছে।

১৭ ই মে, ২০১৫ রাত ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাবিল, অনেক অনেক ভালো থাকুন।

৩| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রিকি বলেছেন: তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে।
জটিল এই চক্রটাকে
বুঝবে তুমি? হয়ত না,
বলবে তুমি গল্প হাজার
আমার গল্প শুনবে না। অনেক অনেক ভালো লাগা রইল বোকা ভাইয়ার চালাক চালাক কবিতার প্রতি.... :) :)

১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রিকি। এটা মোটেও চালাক চালাক কবিতা না, এটা একটা বোকা কবির বোকা বোকা কবিতা।

বোকা কবি'র রাত্গুলো :)

৪| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০

ঢাকাবাসী বলেছেন: ছোট ছোট বাক্যে ছন্দময় কবিতা ভাল লেগেছে।

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী, মাঝে মাঝে কবিতা পোস্ট করার ইচ্ছা রইল।

৫| ১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে! :)

১৮ ই মে, ২০১৫ রাত ৯:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাভা, আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

৬| ১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫

আলোরিকা বলেছেন: 'দেখছ তুমি তুচ্ছ করে
হাঁটছি তোমার পথটি ধরে,
তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে।' ........ খুবই আজীব এ চক্র, খুবই আজীব ..... ছোট্ট কবিতার অবয়বে পূর্ণাঙ্গ প্রেম উপাখ্যান ! :)

১৮ ই মে, ২০১৫ রাত ১১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই খুবই আজীব এ চক্র, খুবই আজীব!!! এই চক্রের রহস্য ভেদ করতেই কেটে যায় পুরোটা মানব জনম।

ধন্যবাদ আলোরিকা, পাঠ এবং মন্তব্য কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।

৭| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ বোমা ভাই । +++

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ককাশে, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৮| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: বাহ!

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। :)

৯| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ভ্রমরের ডানা বলেছেন: আহা! ভালবাসায় কেন যে এমন হয়। চাওয়া পাওয়ার সমীকরণ গুলো আসলেই অনেক জটিল। অনেক ভাললাগা কাজ করেছে বোকা ভাই। ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৫ দুপুর ২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা, চমৎকার মন্তব্যে +++। আসলে চাওয়া-পাওয়া'র অংকটাই পৃথিবীর সবচেয়ে জটিলতম অংক, তাই এটা বুঝি না কষতে যাওয়াই শ্রেয় তাই না। তারপরও মানুষ আর মানুষের অবুঝ মন এই হিসেব মিলাতেই ব্যস্ত সবসময়।

ভালো থাকুন, শুভকামনা রইল।

১০| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সত্যি? বন্ধুর পছন্দ হলে আমি ভীষণ খুশী।

১১| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৫৫

অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগল । :)

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর। ভালো থাকুন সবসময়।

১২| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:৫৩

মিঠু জাকীর বলেছেন: ভালো লাগলো

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মিঠু জাকীর ভাই, ভালো থাকুন সবসময়।

১৩| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:০৪

মিনাক্ষী বলেছেন: সুন্দর তো !!

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মিনাক্ষী, ভালো থাকুন সবসময়। :)

১৪| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০৫

রিকি বলেছেন: না না চালাক চালাক কবিতা !!! ;)

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :(

=p~ =p~ =p~

১৫| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে[/sb

লাস্টের টা খুব ভালো লাগলো।

২০ শে মে, ২০১৫ সকাল ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট। আসলেই কোন না কোন কিছুকে কেন্দ্র করে আমাদের জীবনটা চক্রাকারে ঘুরছে। একেকজনার একেকটা বিষয়বস্তু।

ভালো থাকা হোক সবসময়, শুভকামনা নিরন্তর।

১৬| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২২

এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা রইল।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই, ব্যস্ততা ছুটি দেক এই কামনা করি। :)

১৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬

তানজির খান বলেছেন: একটুখানি ছায়া খুঁজি
তোমার আঁচল তলে,
আষ্টেপৃষ্ঠে জড়ানো শত
দুঃখ জ্বালা ভুলে।

ভাল লাগলো কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তানজির খান, বোকা মানুষের ব্লগে স্বাগতম। ভালো থাকুন সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.