নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG ভ্রমণ সালতামামি ২০১৫

৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮



দেখতে দেখতে আরও একটা বছর পেড়িয়ে গেল; জীবন ডায়েরীতে লেখা হল আরও একটি পাতা, ফুরালো ‘জীবন’ নামক রহস্যের বই হতে আরও একটি অনুচ্ছেদের পাঠ। মানুষ মাত্রই পথের শেষে একবারের জন্য হলেও পিছে ফিরে চায়, ফেলে আসা পথটির পাণে। আজকের এই আয়োজনও তেমনই একটি পিছু ফিরে চাওয়ার আয়োজন। ভ্রমণ ভালবাসি, আর সেই ভালবাসা থেকে এই ব্লগ প্ল্যাটফর্মে প্রকাশিত ভ্রমণ পোস্টগুলোতে থাকত পাখীর চোখ, তারপর একসময় ভ্রমণ পোস্টগুলো একসাথে ধরে রাখার নিমিত্তে শুরু করি ‘SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী (ভ্রমণ সংকলন)’ নামক সঙ্কলন পোস্টের আয়োজন। ফলে গত এক বছরে এখানে প্রকাশিত ভ্রমণ পোস্ট এবং পোস্টদাতাদের নিয়ে বছর শেষে কিছু একটা লিখার তাগিদ বোধ করছি।

২০১৫ ছিল সামহোয়্যার ইন ব্লগের ভ্রমণ পোস্ট খরার বছর। গড়ে ৪-৫ হাজার পোস্ট প্রতি মাসে এখানে প্রকাশিত হয়, যার মধ্যে ২% এরও কম থাকে ভ্রমণ ও ভ্রমণ সম্পর্কিত পোস্ট২০১৪ সালে যেখানে গড়ে একশত’র বেশী ভ্রমণ পোস্ট প্রকাশিত হত, সেখানে এই সংখ্যা কমতে কমতে একসময় মাত্র ত্রিশের ঘরে এসে ঠেকে ২০১৫ সালে। হ্যাঁ, ব্লগে পোস্ট, পাঠক কিছু কমতি ছিল, কিন্তু একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে ব্যাপারটা একটু কষ্ট দেয় বৈকি। ভ্রমণ সংকলন হতে কিছু পরিসংখ্যান তুলে ধরা যাকঃ

এই বছর সরব ছিলেন যারা ভ্রমণ পোস্ট দিয়ে, তাদের মধ্যে রয়েছেনঃ মধুমিতা, সাদা মনের মানুষ, জুন, তাহসিন মামা, তুষার কাব্য, মুদ্রা সংগ্রাহক, নিঃসঙ্গ অভিযাত্রিক, পগলা জগাই, মুহাম্মদ জহিরুল ইসলাম, শোভন শামস, রাতুলবিডি৪, ক্যপ্রিসিয়াস, মানস চোখ, অনঢ়পাথর, ভ্রমণ বাংলাদেশ, কাজী ফাতেমা, ফরিদুর রহমান, হু, কাজী মেহেদী হাসান, মোরতাজা, পয়গম্বর, এস কাজী, দাড়ঁ কাক, নিয়ামুলবাসার, শামছুল ইসলাম, মোঃমোজাম হক, চক্‌চাপড়ী, শাহেদ সাইদ, সিদ্ধা, চাষাভুষার কাব্য সহ আরও অনেকে। যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তারা আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন।

এই বছর নতুন ট্র্যাভেল ব্লগার হিসেবে যারা নজর কেড়েছেন তাদের মধ্যে রয়েছেন কামরুন নাহার বীথি, সজল জাহিদ, ঘুড়তে থাকা চিল, সারাফাত রাজ, দুর্দান্ত কাফেলা, নীল-দর্পণ প্রমুখ।

এবছর যাদের কাছ থেকে ভ্রমণ পোস্ট পেয়ে আনন্দিত হয়েছি তাদের মধ্যে অন্যতমঃ সুমন কর, প্রামানিক, শতদ্রু একটি নদী, নীলসাধু, ঢাকাবাসী, আরজুপনি, নস্টালজিক, শায়মা প্রমুখ। এটা ছিল বাড়তি পাওনা।

এবার কিছু ভ্রমণ সিরিজ পোস্টের কথা না বললেই নয়। বছরের শুরুতেই ব্লগার নিঃসঙ্গ অভিযাত্রিক এর ‘পায়ে হেঁটে ঢাকা থেকে চট্টগ্রাম’ সিরিজের লেখাগুলো পাঠককে আবেগাপ্লুত করতে থাকে। এর সাথে কয়েকদিন পর থেকে শুরু হয় ব্লগার মুদ্রা সংগ্রাহক এর ‘কেনিয়ার কোণে কোণে’; অসাধারণ সব ছবি সম্বলিত সিরিজ পোস্টটি অবশ্যই এই বছরের অন্যতম একটি ভ্রমণ সিরিজ ছিল। পরের মাসে শুরু হয় আরেকটি অনবদ্য সিরিজ, ব্লগার মানস চোখ এর ‘শ্যামদেশে কয়দিন’ সিরিজটি। সাথে ব্লগার অনঢ়পাথর এর দার্জিলিংয়ের ডাইরী সিরিজটি। একই সময় ব্লগার bond007 শুরু করেন তার 'আমার ভারত ভ্রমণের গল্প' সিরিজ। পরের মাসে শুরু হয় কাজী মেহেদী হাসান এর ‘ভারত ভ্রমণ’ সিরিজ। প্রতিবেশী দেশ ভারত বলেই হয়ত, সারা বছর জুড়েই ছিল ভারত ভ্রমণের সিরিজ, যার মধ্যে এই বোকা মানুষও বাদ যায় নাই :P । এপ্রিল মাসে ব্লগার তাহসিন মামা এবং তার দলেরে দার্জিলিং-মিরিখ-সান্দাকফু ভ্রমণের সিরিজ গল্প নিয়ে ভ্রমণ সিরিজ উপহার পাই আমরা। মে মাসে আসে ব্লগার সারাফাত রাজ এর 'কম খরচে কলকাতা দিল্লী আগ্রা'; বছরের শেষে এসে উনি আরও একটি সিরিজ উপহার দেন, ‘কম খরচে আবার ভারত’ নামক সিরিজটি যা ছিল কলকাতা-দিল্লি-সিমলা-মানালি ভ্রমনের গল্প, সিরিজটি এখনও চলছে। সারা বছর জুড়ে মাঝে মাঝে দেখা গেছে নিয়ামুলবাসার এর ‘হায়দারাবাদের ডায়েরী’ এবং এস কাজী’র ‘দিল্লীর ডায়েরি’। জুন মাসে ব্লগার শাহেদ সাইদ শুরু করেন ‘আবার কলকাতা’ সিরিজটি। ব্লগার সিদ্ধা এই মাসে পোস্ট করেন ‘রোটাং পাস’ নামক চমৎকার একটি ভ্রমণ পোস্ট। সেপ্টেম্বর মাসে ব্লগার সাইফুর রহমান পায়েল শুরু করেন তার সিরিজ ‘আমার প্রথম ভারত ভ্রমণ’

তবে জুন মাস বলেই কি না, সামহোয়্যার ইন ব্লগের ইবনে বতুতা খ্যাত ব্লগার জুন এমাসে শুরু করেন তার সাড়া জাগানো সব ভ্রমণ পোস্ট, মিয়ানমার ভ্রমণ এর স্মৃতি হতে। ধারাবাহিকভাবে মাস কয়েক জুড়ে একে একে সেই পাঠক প্রিয় পোস্টগুলো আমরা পেয়েছি এই ব্লগের আঙ্গিনায়। জুলাই মাসে ভ্রমণ সংকলন পোস্ট, “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী (ভ্রমণ সংকলন)” এর বর্ষপূর্তি পোস্ট দিয়ে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।

ভারত ভ্রমণের সিরিজ পোস্ট চলতে থাকে বছরের দ্বিতীয় অর্ধ জুড়েও। ব্লগার চাষাভুষার কাব্য জুলাই মাসে শুরু করেন তার ধারাবাহিক ‘একমুঠো ভারতবর্ষ’হাসান মাহমুদ তানভির শুরু করেন ‘ঘুরে এলাম মেঘের দেশ দার্জিলিং’। সেপ্টেম্বর মাসে ক্ষুদে পর্যটক, ক্যাসপার দুরারোগ্য ব্যাধিতে মাত্র চার বছর বয়সে ইহলোক ত্যাগ করে যায়। তার স্মরণে বেশ কিছু পোস্ট দেখা যায় সামহোয়্যার ইন ব্লগেও। সেপ্টেম্বর মাসে প্রিয় ব্লগার ঢাকাবাসী শুরু করেন তার জনপ্রিয় সিরিজ ‘ঘুরতে গেছিলুম ইউরোপ’। বছরের শেষের দিকে এসে আমরা পেয়েছি ব্লগার নীলসাধু’র নেপাল ভ্রমণের সিরিজ পোস্ট, শতদ্রু একটি নদী’র ভারতবাসের স্মৃতি নিয়ে ভ্রমণ পোস্ট, বোকা মানুষ বলতে চায় এর কাশ্মীর ভ্রমণের সিরিজ, সাদা মনের মানুষ এর ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাশ্মীর ট্যুরের পোস্ট।

দেশের বাইরের পোস্ট এর মধ্যে রয়েছে আরও ছিলঃ ব্লগার মধুমিতা এবং মোঃমোজাম এর সৌদি আরবে ভ্রমণের নানান পোস্ট; সাদা পাহাড়ের হাতছানি ( অস্ট্রিয়া ভ্রমন ) লিখেছেন হান্টার১; মাদাগাস্কার : অপরুপ সৌন্দর্যের দেশ ।। লিখেছেন একজন গাঙ্গচিল; ছিল ব্লগার ফরিদুর রহমান এর ‘যে যায় লঙ্কায়’; শোভন শামস এর ইস্তাম্বুল ভ্রমণ, কামরুন নাহার বীথি’র নেপাল ভ্রমণের টুকরো গল্পসব, ব্লগার পয়গম্বরের ‘অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক’ সিরিজ; মানস চোখের ‘শ্যামদেশে কয়দিন’; মরক্কোর নীল শহর লিখেছেন ‘শান্তির বার্তা’; ব্লগার সিদ্ধা’র লেহ এবং লাদাখ নিয়ে পোস্ট; মুহাম্মদ জহিরুল ইসলাম এর ‘নোরুজ ঘোরাঘুরি - শিরাজ নগরী দর্শন’; তাসমানিয়া: পৃথিবীর শেষ কিনারে যেন এক কল্পরাজ্য! লিখেছেন গাড়িয়াল ভাই; ব্লগার আলোকিত পৃথিবী’র ‘আমার লাঙ্কাউই ভ্রমণের গল্প’; চেনা ব্রাজিলের অচেনা রুপ লিখেছেন মাহবুবুল আজাদ। এই লিস্ট আসলে চলতেই থাকবে; তারচেয়ে বরং আগ্রহী পাঠকদের জন্য ভ্রমণ সংকলনের পোস্ট লিংকগুলো দিয়ে দেয়া যাক, পোস্টের শেষে তা সন্নিবেশিত করা হল।

দেশের ভেতরের ভ্রমণ নিয়ে সারা বছরই পোস্ট ছিল বেশী। জানুয়ারি মাসে ছিল একই ভ্রমণ ট্যুর নিয়ে তিনজন ব্লগারের পোস্ট, ভ্রমণ বাংলাদেশ এর সিগনেচার ইভেন্ট ‘স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন’ এর ভ্রমণ কাহিনী নিয়ে পোস্ট, দিয়েছিলেন ব্লগার তাহসিন মামা, বোকা মানুষ বলতে চায় এবং সাদা মনের মানুষ। এবছর ভ্রমণ বাংলাদেশ এর উল্লেখযোগ্য পোস্ট ছিল সিরিজ পোস্ট ‘লস্ট ইন প্যারাডাইস- মাহমুদ শাফায়েত জামিল’; ব্লগার তুষার কাব্য’র অমিয়াখুম ভ্রমণের ধারাবাহিক সিরিজ, রাতুলবিডি৪ নিয়মিত উপহার দিয়ে গেছেন বাংলাদেশের সকল পাহাড়ের খোঁজ। সারা বছর ভ্রমণ পোস্ট পেয়েছি আমরা সাজেক, বান্দরবান, রাঙামাটি, সেন্টমার্টিন, রাতারগুল, বিছানাকান্দি, টাঙ্গুয়ার হাওড়, কুয়াকাটা, সাফারি পার্ক, পানাম নগরী, বিরিশিরি, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ অজস্র ভিন্ন ভিন্ন মনোমুগ্ধকর সব স্থান পরিভ্রমণ নিয়ে।

বেশ কিছু ভিন্নধর্মী পোস্টও দেখা গেছে সারা বছর জুড়ে। সেখান থেকে কিছু পোস্ট আপনাদের জন্য লিঙ্কসহ তুলে দিলামঃ
১) টাকায় বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক স্থান (ছবির ব্লগ) লিখেছেন হু
২) পর্যটন শিল্প বিকাশে নানামুখী তৎপরতা ও মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার লিখেছেন আমিই মেঘদূত
৩) দেশের র্শীষ সাতটি পর্বত চূঁড়ায় অনুসন্ধান ও উচ্চতা পরিমাপের ফলাফল !
৪) ড্রাগসেবীদের অভয়ারণ্য! লিখেছেন তিক্তভাষী
৫) রেইনহোল্ড মেসনারের অক্সিজেন বিহীন এভারেষ্ট আরোহণের কাহিনী : ৩য় পর্ব (অল ফোরটিন এইট থাউজেনডারস থেকে অনুবাদ ) লিখেছেন রাতুলবিডি৪
৬) OFFROAD BANGLADESH: বাংলাদেশের ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম এ এক নতুন অধ্যায়
৭) পর্যটন উন্নয়নে 'ট্যুরিস্ট পুলিশ' লিখেছেন তালপাতারসেপাই
৮) ভাবা হচ্ছে পর্যটক আকর্ষণের নানা সুদূরপ্রসারী পরিকল্পনার কথা লিখেছেন রিয়াদহ্যাপি০০৭
৯) পর্যটন শিল্প বিকাশে নানামুখী তৎপরতা ও মহাপরিকল্পনা সরকারের লিখেছেন হিজবুল্লাহ আন্দালিব
১০ হেঁটে হেঁটে তেতুঁলিয়া থেকে টেকনাফ । লিখেছেন ভ্রমণ বাংলাদেশ
১১ দু’দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া বৃদ্ধির ফলে, ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাসসেবা চালু লিখেছেন মোশা
১২ পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন, যোগাযোগ ব্যবস্থা সহজতর ও সময় সাশ্রয় করতে সবুজ পাহাড়ের পাদদেশে আলীকদম সড়ক নির্মাণের সিদ্ধান্ত সরকারের লিখেছেন রিয়াদহ্যাপি০০৭
১৩ কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস) লিখেছেন জুন
১৪ আমি আজও নেশাগ্রস্থ !!! একটি আত্মস্বীকারোক্তি.. লিখেছেন তাহসিন মামা
১৫ ভ্রমনকালীন সময়ে জোঁক প্রতিরোধে করনীয়: লিখেছেন সুজন েদহলভী
১৬ কক্সবাজার সমুদ্র সৈকত বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ লিখেছেন রূম্মান
১৭ কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের মৃত্যু ও কিছু প্যানপ্যানানি লিখেছেন রিপন ইমরান
১৮ নারী পর্যটকরা নিরাপদ যে ১২ শহরে লিখেছেন জুলফিকা৪৪
১৯ ঢাকা-শিলং; না যাওয়ার অভিজ্ঞতা লিখেছেন অসামাজীক
২০ পর্যটন শিল্পে বৈদেশিক আয় বেড়ে ৫ বছরে দ্বিগুণ। পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে পালন হবে “পর্যটন বর্ষ-২০১৬” লিখেছেন রিয়াদহ্যাপি০০৭
২১ পর্যটন ও অর্থনীতিতে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার। পায়রা বন্দরকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করার সিদ্ধান্ত লিখেছেন ইয়াকুব আলি
২২ অমর ক্যাসপার-আমাদের ক্ষুদে ট্রেকার। লিখেছেন সজল জাহিদ
২৩ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে হোটেল ও বাস সংক্রান্ত তথ্য। লিখেছেন এম এম ইসলাম
২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ওপেন লেটার অন ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম’ স্বীকৃতি জাতিসংঘের লিখেছেন দরবেশ১
২৫ দয়া করে আগামী দুইদিন সিলেটে আসবেন না। লিখেছেন জ্যামিতিক লাভ
২৬ বিমান বন্দরে লাগেজ না আসলে কিংবা কোন কারনে হারিয়ে গেলে যা করণীয়ঃ লিখেছেন শুভ৭১
২৭ ভ্রমণ পিপাসুদের জন্য অসাধারণ একটি অ্যানড্রয়েড অ্যাপ Tour Bangla লিখেছেন চাদের বুড়ি
২৮ ভ্রমণে বিপদ, কিছু রক্ষা কবচ লিখেছেন রাতুলবিডি৪
২৯ বান্দরবানে অপহরণ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন , সীমান্ত রাজনীতি, আন্তর্জাতিক কুটনীতি আর বর্তমান পরিস্হিতি । লিখেছেন রাতুলবিডি৪

এখন দেখা যাক এই বছরের প্রতি মাসের (নভেম্বর পর্যন্ত) সর্বাধিক পঠিত পাঁচটি করে ভ্রমণ পোস্টঃ
“পাঠক মিথস্ক্রিয়া'য় সেরা পাঁচ" প্রতি মাসে তুলে ধরার কারন, পাঠকপ্রিয় পোস্টসমুহ সংকলনের খাতায় তুলে রাখা। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই সেই তালিকাসমূহ (ক্রম বিবেচ্য)

জানুয়ারিঃ
১) জানা অজানার সিঙ্গাপুরঃ মসজিদ লিখেছেন শফিকইসলাম
২) কেনিয়ার কোণে কোণে (প্রথম কিস্তি)
৩) আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব! লিখেছেন সানড্যান্স
৪) নিঝুম দ্বীপে জোছনা প্রেমে (শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য
৫) সীমান্ত হাট লিখেছেন জুন

ফেব্রুয়ারিঃ
১) (১) ‘হাঁটি হাঁটি পা পা, হাঁটার নাম সুস্থতা’ লিখেছেন তাহসিন মামা
২) (২) পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ লিখেছেন শায়মা
৩) (৩) দারুচিনি দ্বীপঃ ঠিক যেন বসুন্ধরার বুকে এক চিলতে স্বর্গ! লিখেছেন ই ম ন
৪) (৪) দার্জিলিংয়ের ডাইরী: ২য় পর্ব (মানেভঞ্জন পর্ব) লিখেছেন অনঢ়পাথর
৫) (৫) অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংঃ সাগরের বুকে খেয়ালী রাজকুমারের কৃত্রিম দ্বীপ লিখেছেন আমি তুমি আমরা

মার্চঃ
১) দার্জিলিংয়ের ডায়রী: ৩য় পর্ব (দার্জিলিং পর্ব) লিখেছেন অনঢ়পাথর
২) খাজুরাহো মন্দির : দ্যা টেম্পল অব লাভ ( ছবি সহ) লিখেছেন হু
৩) কুয়াকাটা ভ্রমণ এবং ম্যাজিষ্ট্রেট সাহেব লিখেছেন প্রামািনক
৪) ইতিহাসের পাতায়, নারায়ণগঞ্জের পথে (একটি দিনব্যাপী ভ্রমণ প্যাচাল ) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৫) পাঠ প্রতিক্রিয়াঃ সহব্লগার ও লেখক সুফিয়া’র ভ্রমণ কাহিনী ভিত্তিক বই ‘নেপাল টু সংযুক্ত আরব আমিরাত’ লিখেছেন বিদ্রোহী বাঙালি

এপ্রিলঃ
১) হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ লিখেছেন নস্টালজিক
২) কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক
৩) বাংলাদেশের সবচেয়ে বিপদজনক চুড়া 'যোগী' সামিট প্রমাণের ১০টি উপায়।(১ম পর্ব ) লিখেছেন রাতুলবিডি৪
৪) শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা লিখেছেন মানস চোখ
৫) মুরাপাড়া জমিদার বাড়ীর আঙ্গিনায় (বাংলার জমিদার বাড়ি - পর্ব ১৭) লিখেছেন বোকা মানুষ বলতে চায়

মে
১) মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) লিখেছেন জুন
২) মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৩) কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-১ লিখেছেন সারাফাত রাজ
৪) মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব লিখেছেন জুন
৫) মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব

জুনঃ
১) কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস) লিখেছেন জুন
২) কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-২ লিখেছেন সারাফাত রাজ
৩) আবার কলকাতা ৫ লিখেছেন শাহেদ সাইদ
৪) আবার কলকাতা ২ লিখেছেন শাহেদ সাইদ
৫) আবার কলকাতা ৬ লিখেছেন শাহেদ সাইদ

জুলাইঃ
১) ঈদ ভ্রমণ প্যাকেজ (বিনে পয়সায় সামু ব্লগারদের জন্য স্পেশাল ভ্রমণ প্যাকেজ B:-) B:-/ :-B ) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
২) নিরাপদ হোক সমুদ্র স্নান লিখেছেন ধ্রুব মহাকাল
৩) বাগান --- মায়ানমারের এক অসাধারন দৃষ্টিনন্দন পুরাতাত্বিক প্রাচীন নগরীতে দুটো দিন ( শেষ পর্ব) লিখেছেন জুন
৪) ভ্রমনকালীন সময়ে জোঁক প্রতিরোধে করনীয়: লিখেছেন সুজন েদহলভী
৫) বাগান --- মায়ানমারের এক অসাধারন দৃষ্টিনন্দন পুরাতাত্বিক শহরে দুটো দিন (১ম পর্ব) লিখেছেন জুন

আগস্টঃ
১) ভাসমান পেয়ারার বাজার- বাংলাদেশের ফ্লোটিং মার্কেট লিখেছেন শ।মসীর
২) লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব লিখেছেন জুন
৩) জলের দিনে জলের দেশের গল্প লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৪) পৃথিবীর সুন্দর কিছু জায়গার ছবি. জীবনে যাওয়ার অনেক শখ লিখেছেন শোভন ব্লগ
৫) বনজীবীদের গ্রাম মীরগাং থেকেঃ একটি শততম 'গঠনমূলক' পোস্ট প্রযোজনা (ছবি ব্লগ) লিখেছেন অগ্নি সারথি

সেপ্টেম্বরঃ
১) ঘুরে এলাম থাইল্যান্ড (ছবি ব্লগ) লিখেছেন সাদমান রহমান
২) ঘুরতে গেছিলুম ইউরোপ -১ লিখেছেন ঢাকাবাসী
৩) ঘুরে এলাম মিরপুর চিড়িয়াখানা, ছবি ব্লগ-০৪। লিখেছেন সুমন কর
৪) উত্তরবঙ্গ থেকে দক্ষিন বঙ্গঃ একটি মহা ফটো ব্লগ (সময় নিয়ে প্রবেশ বাঞ্চনীয়) লিখেছেন অগ্নি সারথি
৫) সুইজারল্যান্ডের দিন গুলো লিখেছেন গুলশান কিবরীয়া

অক্টোবরঃ
১) আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব লিখেছেন সাইফুর রহমান পায়েল
২) এভারেষ্ট- থ্রিমাত্রিক নান্দনিকতা লিখেছেন দাড়ঁ কাক
৩) ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে -------- লিখেছেন কামরুন নাহার বীথি
৪) কাশ্মীরি আপেল (ছবি ব্লগ) লিখেছেন সাদা মনের মানুষ
৫) আমার তোলা যত ছবি - ৪ লিখেছেন আমিনুর রহমান

নভেম্বরঃ
১) ঘুরে আসুন মায়াবী দ্বীপ সন্দ্বীপ । ভাবছেন কিভাবে যাবেন ?? লিখেছেন BIBORNO
২) ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আজ ২০ শে নভেম্বর সকাল থেকে (ছবি ব্লগ) লিখেছেন জুন
৩) নিসর্গে সুর্যাস্তের অপেক্ষা (ছবিময় ব্লগ) ↻↻ লিখেছেন গেম চেঞ্জার
৪) শরতে নেপাল ভ্রমণ :: ঢাকা টু কাঠমান্ডু লিখেছেন নীলসাধু
৫) কম খরচে আবার ভারত পর্ব-২ ( আধিক্য কলকাতা-২ ) লিখেছেন সারাফাত রাজ

ভ্রমণ সংকলন বর্ষপূর্তি সংখ্যাঃ সামহোয়্যার ইন ব্লগ ভ্রমণ সঙ্কলনঃ ১ম বর্ষপূর্তি পোস্ট

আগ্রহী পাঠকদের জন্য দেয়া হল২০১৫ সালের প্রতি মাসের (নভেম্বর পর্যন্ত) ভ্রমণ সংকলনসমূহঃ

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জানুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন –জানুয়ারি ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ফেব্রুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন – ফেব্রুয়ারি২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মার্চ ২০১৫ (ভ্রমণ সংকলন – মার্চ ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন ২০১৫ (ভ্রমণ সংকলন – জুন ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুলাই ২০১৫ (ভ্রমণ সংকলন – জুলাই ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - আগস্ট ২০১৫ (ভ্রমণ সংকলন – আগস্ট ২০১৫)

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৫)

“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”

“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – নভেম্বর ২০১৫)

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

আরণ্যক রাখাল বলেছেন: লিংক দিয়েছিলেন কি? একটাও যুক্ত হয়নি

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক করে দিয়েছি, দেখেছেন নিশ্চয়ই, আগের প্রতিত্তরটি অপ্রাসঙ্গিক মনে হওয়ায় ডিলিট করে দিলাম।

আবারো রইল, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আরণ্যক রাখাল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা বোমা ভাই

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাপী ( ;) ) নিউ ইয়ার

ভালো কাটুক সারাটি বছর।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



পোষ্টের কাজ এখনও শেষ হয়নি বলে মনে হচ্ছে। চলুক... কষ্টকর হলেও দারুণ একটি কাজ করেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব, আসলে একটু দেরীতে শুরু করার জন্য এই সমস্যা হয়েছিল, তাই পোস্ট করে পরে বাকীটুকু আপডেট করেছিলাম। :)

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল, ভালো কাটুক বছরের পুরোটা সময়।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

তানজির খান বলেছেন: বোকা ভাই ভ্রমণ সালতামামি পড়লাম। ভাল লাগলো। অনেকদিন পাই না আপনাকে। কেমন আছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ তানজির খান, আসলে সময় করে যাওয়া হচ্ছে না আপনার ব্লগ বাড়িতে, তবে খুব শীঘ্রই যাব।

ভালো আছি, আশা করি আপনিও ভালোই আছেন।

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইল। সফলতা আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

আরজু পনি বলেছেন:

সংকলন পোস্টে নিজের পোস্ট গেল কিনা তা নিয়ে মাথা ব্যথা নেই...কিন্তু বছর জুড়ে ভ্রমণ সালতামামিতে নিজের নাম না দেখলে নির্ঘাত গোস্বা করতাম ।
আচ্ছা "গোস্বা" বানানটি সঠিক কিনা কনফিউজড হয়ে গেলাম ।

যাক ভ্রমন পোস্টে আনন্দ দিতে পেরে আমিও আনন্দিত ।
কাল-পরশুই ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা আছে দেখা যাক কি হয় ।

ভ্রমন সঙ্কলন ভ্রমণ পিপাসুদের জন্য গাইড বই হিসেবে কাজ করে ।
পনিজের শোকেজে তাই নিয়ে গেলাম (আসলে নিজের নাম আছে দেখে নিলাম :P )

কিন্তু একটা কথা...ব্লগে এতো এতো ভ্রমণ পোস্ট আসে কিন্তু ব্লগ প্রতিযোগিতায় কেন সেই পরিমান পোস্ট জমা পড়লো না যাতে ভ্রমন বিভাগ নামেই সেরা তিন বা চার পোস্ট আসতে পারলো না...বিষয়টা আমাকে দুঃখিত করেছে ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। যাক বছরের শেষে আপনাকে গোস্বান্বিত (এই বানানটা ঠিক কিনা তা তো জানিই না, এমন শব্দ প্রকৃতপক্ষে আছে কি না তাই জানি না :P )

ব্লগ প্রতিযোগিতার ব্যাপারটা আমাকেও দুঃখিত করেছে, সাথে লজ্জিত; কেননা আমি নিজেই কোন লেখা জমা দেই নাই। :(

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইল, ভালো কাটুক সারাটি বছর।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: সালতামামি পড়লাম। ভাল লাগলো। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই, নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো কাটুক সারাটি বছর।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

মশিকুর বলেছেন:

সুন্দর উপস্থাপনা :) লিঙ্কগুলা অ্যাড হলে আরও ভাল লাগবে। নতুন বছরের শুভেচ্ছা জানবেন :)

শুভকামনা।

***
অফ টপিকঃ ব্যস্ততার কারনে ২০ জানুয়ারির আগে রন্তু পোস্টে কমেন্ট করতে পারছি না বলে দুঃখিত :(

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরেকবার ঢুঁ মেরে যাবেন, এখন পুরো তৈরি।

ধন্যবাদ প্রিয় ব্লগার। নতুন বছরের শুভেচ্ছা রইল, ভালো কাটুক পুরোটা বছর।

অটঃ কোন ব্যাপার না, টেক ইয়র টাইম। এই মাসে রন্তুর নেক্সট সিরিজ শুরু করার কথা থাকলেও হচ্ছে না। ইচ্ছে আছে মার্চ মাসের দিকে করার। দেখা যাক কি হয়।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

ঢাকাবাসী বলেছেন: পরিশ্রম করে ভাল লেখা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাইয়া, নতুন বছরের শুভেচ্ছা এবন শুভকামনা রইল।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আবু শাকিল বলেছেন: পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন বোমা ভাই।
নতুন বছর ভাল কাটুক।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

জুন বলেছেন: অনেক প্রতিকুলতার মাঝেও কষ্টসাধ্য কাজ যে করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ দিয়ে খাটো করতে চাইনা আপনাকে বোকামানুষ ।
সালতামামি ভালোলাগলো ।
নতুন বছরে নতুন উদ্যমে লিখতে থাকুন সংকলনের সাথে সাথে রন্তুর মত এক উপন্যাস।
আর ২০১৬ তে সব কিছু শুভ হোক এই কামনাই করি :)

অটঃ বার্বিকিউর হুজুগে ডিসেম্বর মাস কথা আবার ভুলে যাবেন না যেন /:) +

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আপনার শেষের অফটপিক কথাটুকু আমার মাথায় তো ছিলই, বাকী সবাইকেও বলেছি আপনার এই কথাটুকু।

এই বছর ভ্রমণ আর ভ্রমণ পোস্টের সাথে রন্তু'সিরিজের পরের খণ্ড, সাথে আরও দুটি ধারাবাহিক উপন্যাস/বড় গল্প লেখার ইচ্ছে আছে।

আর ব্যক্তিগত জীবনে একরাশ ঝামেলার মাঝে ডুবে আছি, এই বছর যেন এগুলো থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাই। দোয়া করবেন।

বরাবরের মত সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ দিব না; হাজার হলেও আপনার জন্যই এই ভ্রমণ সংকলনের পথচলা।

নববর্ষের শুভচ্ছা রইল, ভালো কাটুক আগত প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: বন্ধু, এতো কষ্ট করে বছরের শেষ দিনে দারুণ একটি উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ।

মাঝে মাঝে তোমার জন্যই আমিও ভ্রমণ বা ছবি পোস্ট দিয়ে থাকি। তাই অনেক ব্লগার এ পোস্টগুলো দেখে সুন্দর সুন্দর ভ্রমণ পোস্ট তৈরি করতে উৎসাহ পাবে।

ইংরেজী নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা... !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু, সহব্লগারদের উৎসাহ আর প্রেরণা'র ফসল এই সালতামামি।

ভালো কাটুক নতুন বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

কামরুন নাহার বীথি বলেছেন: বছর শেষে দারুন উপহার!!!!
এই শ্রমসাধ্য পোষ্ট লেখকের শত আয়ু কামনা করি!!!
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন চিরদিনের জন্য!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বীথি আপু, ভালো কাটুক নতুন বছরের প্রতিটি দিন।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আবেগতাড়িত হইলাম :( :(

নববর্ষের শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেন ভাই? আবেগতাড়িত হলেন কেন?

নতুন বছরের দিনগুলো ভালো কাটুক, অনেক শুভকামনা রইল।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

স্যালুট জানাই....

ভ্রমণ বিষয়ক লেখা ও তথ্যের জন্য সামহোয়্যারইন একমাত্র পরিবেশক হয়ে আছে ইতোমধ্যেই। এটি গড়ে ওঠেছে আপনাদের মতো কয়েকজন ভ্রমণ-পিপাসু এবং ভ্রমণপোস্টের জন্য নিবেদিতপ্রাণ ব্লগারের জন্য। ভ্রমণপোস্টের সংকলন বের করে আপনি একটু বেশি সেবা দিচ্ছেন বর্তমান এবং ভবিষ্যত পাঠকের জন্য।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাই, উৎসাহব্যাঞ্জক মন্তব্যের জন্য। নতুন বছরের শুভেচ্ছা রইল, ভালো থাকুন সারাটা বছর জুড়ে।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: পুরো বছরের ঘুরাঘুরির সালতামামি।

ভূগোলের অনেকটাই তো ব্লগাররা আমাদের পড়িয়ে ফেললেন। :)
ব্লগারদের ধন্যবাদ - তাদের পোষ্টগুলোর কল্যাণে ঘরে বসেই অনেকগুলো জায়গা ঘুরে আসতে পেরেছি। জানতে পেরেছি ইতিহাস!

আপনাকে বিশেষ ধন্যবাদ! অনেক কষ্ট করে এই হাজার হাজার পোষ্টের ভিতর এইগুলো খুঁজে বের করেছেন।
ডেফিনেটলি ২০১৫ এর ভ্রমণ সালতামামি প্রিয়তে চলে যাবে। :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত, আমিও এই সংকলন করি ভূগোলের কিছু অংশ পড়ে নেয়ার জন্য। সাথে অনেক তথ্য আর ইতিহাস তো জানাই হয়। :)

নতুন বছরের শুভকামনা রইল, ভালো কাটুক সারাটি বছর।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

ঈশান আহম্মেদ বলেছেন: ভাল লাগলো।ভ্রমন কাহিনী পড়তে ভালই লাগে।সোজা প্রিয়তে আর অসংখ্য প্লাচ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, বোকা মানুষের ব্লগে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক পরিশ্রম আর আন্তরিকতা না থাকলে এধরনের কাজগুলো করা অসম্ভব!

প্রিয়তে থাকছে।

নতুন বছরের শুভেচ্ছা ভাই।

ভালো থাকবেন। সবসময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ, আপনাদের উৎসাহ আর প্রেরণাই আমাকে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ করে।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবসময়।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

অগ্নি সারথি বলেছেন: সহজসাধ্য না হলেও বাস্তবিক চমৎকার একটি কাজ করেছেন নতুন বছরের শুভেচ্ছা ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ অগ্নি সারথি, ভালো কাটুক নতুন বছরের প্রতিটি দিন। শুভকামনা সতত।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

এম এম করিম বলেছেন: ভ্রমণপ্রেমীদের জন্য অসাধারণ একটি কাজ করেছেন।

Happy New Year!!

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ এম এম করিম ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

লেখোয়াড়. বলেছেন:
ভাল কাজ করেছেন একটা।
ভ্রমণ নিয়ে সংকলন। ভাল লাগল বিষয়টি।

প্ররিশ্রমের মূল্য দিয়ে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, পরিশ্রমের মূল্য গৃহীত হল। কিন্তু প্রশ্ন হল, সকল পরিশ্রমের কি মূল্য হয়, কিছু তো থাকে অমূল্য, তাই না? ;)

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

রিকি বলেছেন: ভাই হ্যাপি নিউ ইয়ার :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রিকিমনি, লেট ভাই হ্যাপি নিউ ইয়ার :)

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ভ্রমনের প্রতি আপনার ডেডিকেশন অসাধারন। আপনার আর আপনার ভ্রমনের জন্য শুভকামনা রইল নতুন বছরে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা, নতুন বছর শুভ হোক এই কামনা রইল। ভালো থাকুন সবসময়।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ভ্রমন পোস্ট যতটা আনন্দ দেয় ততটাই হতাশ করে আমাকে
তারপর ও পড়তে ভাল লাগে
চমৎকার পোস্ট
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর মনিরা সুলতানা আপা, কেমন আছেন? নববর্ষের শুভেচ্ছা জানবেন। অক্টোবরে দিল্লী গিয়ে মনে হল, আপনার ঠিকানা জানা থাকলে বেড়াতে যেতাম আপনাদের বাসায়। সাথে ছিলেন সাদা মনের মানুষ ভাই এবং আরও কয়েকজন ভ্রমণসাথী :)

ভালো থাকুন সারা বছর জুড়ে, অনেক অনেক শুভকামনা রইল।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,



পিছে ফিরে তুলে আনা অনেক চৌম্বক লেখার চুমকি দিয়ে এই পাতাটির আঁচল সাজিয়ে গেলেন । পাঠক এই আঁচলের কারুকাজে মুগ্ধ হবেন তো বটেই পাট করে তুলে রাখবেন মনের মনিকোঠায় ।

ভ্রমনে ভ্রমনে ব্লগপাতায় চরন চিহ্ণ রেখে যান নতুন বছরেও .................।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমনে ভ্রমনে ব্লগপাতায় চরন চিহ্ণ রেখে যাওয়ার চেষ্টা রইবে।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই, ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল। নতুন বছর শুভ হোক।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই, নতুন বছরের প্রতিটি ক্ষণ হোক মঙ্গলময়।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কষ্টসাধ্য একটি পোষ্ট। ১২ তম ভালোলাগা। ও নতুন বছরের শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা, ভালো কাটুক নতুন বছরের প্রতিটি দিন। :)

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: আমি তো ভাইয়া ২০১৪ এ দুবাই শিফট হয়েছি
নিজেই পুরনো নিবাস দেখতে গিয়েছিলাম এই ডিসেম্বারে
আশ করছি আনন্দময় ছিল ভ্রমন :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওহ, তাই নাকি! তাহলে তো এবার দুবাই বেড়াতে যেতে হবে :P

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অবশ্যই মোস্ট ওয়েলকাম :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মোস্ট ওয়েলকাম - একটি অনন্ত জলিল প্রযোজনা =p~

ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।

আজব লাগে , এত ঘোরাঘুরি করেও আপনি এইরকম সময়সাপেক্ষ পোস্ট তৈরির সময় পান কোথা থেকে !!!!! B:-)

++++

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে ব্লগিংটা খুব এনজয় করি আর ইদানীং বেকার থাকা হয় প্রায়ই, তাই হাতে সময় পাওয়া যায়। তার উপর আগের মত এখন আর ভ্রমণ হচ্ছে না খুব একটা। গেল বছর খুব কম ভ্রমণ হয়েছে, উল্লেখযোগ্য একমাত্র ভারত ট্যুরটা। ২০১৬ তো পর্যটন বর্ষ, তাই এই বছরে ইচ্ছে আছে কমপক্ষে ৩০টি ট্যুর দেয়ার। দেখা যাক কি হয়।

আপনিও ব্যস্ততা গুছিয়ে নিয়ে আবার আগের মত নিয়মিত হন, এই কামনা করছি। ভালো থাকুন সবসময়।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

সারাফাত রাজ বলেছেন: নতুন ট্র্যাভেল ব্লগার হিসেবে পরিচয় করে দেয়ায় নিজেকে সম্মানিত বোধ করছি। এ ধরনের শূভ উদ্যোগ নেবার জন্য আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা, এতো সুন্দর সুন্দর ভ্রমণ পোস্ট উপহার দেয়ার জন্য।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

মানস চোখ বলেছেন: "বোকা মানুষ" আপনাকে টুপি খোলা সন্মান !!!! বিশাল কাজ করেছেন!!! প্রিয়তে নিয়ে রাখলাম খুঁজে দেখতে হবে কোনটা পড়তে বাদ গেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মানস চোখ, কেমন আছেন? অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরে আন্তরিকভাবে দুঃখিত। বেশী বেশী ভ্রমণপোস্ট চাই, মনে থাকে যেন ভাই।

ভালো থাকুন প্রতিদিন, প্রতিদিন। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.