নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
আপনাদেরও কি এমন হয়? হয়েছে নিশ্চয়ই কখনো না কখনো? আমার অনেকদিন পরপর এমন হয়, হুট করে মনটা কেমন নিথর, নিশ্চল হয়ে যায়। লেখকদের যেমন ‘রাইটার্স ব্লক’ হয়, তেমনই আমার হয় ‘মুড ব্লক’। হুট করে একদিন যে কোন সময় থেকে কোন কিছুই আর ভালো লাগে না, না লাগে মন্দ। কেমন স্তব্ধ হয়ে যায় যেন সব অনুভূতি। কোন কারণ থাকে না এর পেছনে, কারণহীন ‘মুড ব্লক’; অনেক ভেবেও পাই না কেন এমন হল। একবার তো বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ঘুরতে ঘুরতে হুট করে ‘মুড ব্লক’; ‘ভাল লাগছে না’ বলে সোজা বাসায় চলে আসি। বন্ধুরা সবাই অবাক, তার চেয়ে বেশী আমি। কেননা, সেবারই প্রথম আমার মাঝে আমি এই প্রব্লেমের অস্তিত্ব বুঝতে পারি। এরপর বছর-দু’বছরে হুট করে একবার এমন হয়ে, তখন কিছুতেই কোন ভাল-মন্দ অনুভূত হয় না। কয়েকদিন এই অবস্থায় কাটে, তারপর হুট করেই আবার যেন আগের মুডে ট্রান্সফার হয়ে যাই, ভাল লাগা, মন্দ লাগা’র অনুভূতি নিয়ে ব্যস্ত এক জীবনে; আর এই ‘মুড ব্লক’ এর রহস্যময় জীবন কোথায় যেন ঘাপটি মেরে লুকিয়ে পড়ে। আবার হুট করে অনাহুতের মত একদিন হাজির হয়। একবার পারিবারিক এক বনভোজনের সব আয়োজন সম্পন্ন করলাম, যেদিন সকালবেলা রওনা হব, সেদিন ভোরবেলা ঘুম ভাঙ্গতেই ভদ্রলোকের আগমন। ফলাফল? সবার শত অনুরোধ উপেক্ষা করে আমি বাসায় বসে রইলাম, আর সবাই গভীর সমুদ্রে পড়ল, 'ঘটনা কি?' এটা ভেবে কোন কূল কিনারা পেল না। প্রোগ্রাম শেষে ফিরে সবাই শুরু করল জেরা, সবার প্রশ্নের উত্তরে কি আর বলা যায়? সবাইকে তো এই বিষয়টা বুঝিয়ে বলা যায় না, তাই না? আমি কি অজুহাত দিয়েছিলাম জানেন? আমার পেট খারাপ হয়েছিল, ‘ডায়রিয়া’!!!
তো গত কয়েকদিন ধরে ভদ্রলোক, ভূতের মত ঘাড়ে চেপে বসেছে, সারাদিন কেমন ঝিম মেরে বসে থাকি। কোন কিছু করতে ভাল লাগে না, মন্দও লাগে না। এর মাঝে শরীর অসুস্থ হল, ডাক্তারের কাছে পর্যন্ত যেতে মন চাইল না। শেষে একসময় শরীর বেচারা নিজেই বিরক্ত হয়ে নিজের ব্যবস্থা করে নিল। এই কয়দিনে কোন কিছু লিখতে মন চায় না, ব্লগে ঢুঁকে কোন লেখা পড়তে মন চায় না, এমন কি নিজের পোস্টে থাকা মন্তব্যগুলোর প্রতিত্তর করতেও মন চায় না। হাতের কাছে কিছু বই ছিল পড়তে মন টানে না। ব্যক্তিগত অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ বকেয়া পড়েছে, সেগুলোর কথা ভাবলে মনে হয়ে, ‘দূর যা হতচ্ছাড়ার দল’। ‘ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই’ সিরিজের পরের পোস্ট দেয়ার ইচ্ছে আছে অন্নদাশংকর রায় এর ভ্রমন কাহিনী নিয়ে, কিন্তু হাতের পাশে তিনচার দিন ধরে সেই বই নিয়ে বসে আছি, লিখতে বা আরেকবার পড়ে দেখতে ইচ্ছে হচ্ছে না। বারবার টেলিভিশন ছেড়ে চ্যানেল ঘুরাই, কতশত চ্যানেলে কত কিছু দেখায়, কিন্তু কিছুতেই যেন ‘রুচি পাই না’। কি মহা যন্ত্রণায় আছি বলেন তো দেখি। কত কাজ বাকী, কতগুলো নতুন ভ্রমণের প্ল্যান প্রোগ্রাম করা বাকী, এদিকে শীত গেল বলে...
আজ চলছে পৌষ সংক্রান্তি, পুরাতন ঢাকায় সাকরাইন উৎসব, দুই বছর আগেও কত ভাল কাটিয়েছি এই সময়টা। সাকরাইন নিয়ে দু'টো পোস্টও ছিলঃ সাকরাইন - জীবনের উৎসব, প্রাণের উৎসব, ঐতিহ্যের উৎসব , আচ্ছা কেন পৃথিবীটা এতো ছোট হয়? (ছোটগল্প)। আর আজ চুপচাপ বসে আছি নিজের ঘরের চার দেয়ালের মাঝে, হায়রে...
আমি জানি না, এটা কোন মানসিক ক্লান্তি থেকে হয় কি না? কেননা এমনটা অনেক অনেকদিন পর হয়, বছর-দু’বছর এমন কি তারচেয়ে বেশী সময় পরেও হয়। দুই বছর আগে এক ঈদের দিন এমনটা হয়েছিল, এই সিরিজের প্রথম পোস্টও তখনই দিয়েছিলামঃ হৃদয়ের অর্থহীন কথোপকথন। যাই হোক, আশা করি দ্রুত এই হতচ্ছাড়া ‘মুড ব্লক’ দূর হবে। কাশ্মীর সিরিজ শেষ করতে হবে, সিমলা-মানালি সিরিজ শুরু করতে হবে। জমিদার বাড়ী সিরিজের দুটি পোস্ট জমে আছে। গল্প পোস্ট হয় না অনেকদিন, রন্তু সিরিজের পরের পর্ব শুরু করার প্ল্যান। কত কিছু যে করতে চায় এই মন, হায়রে পাগল মন! মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার পাগল মন।
আসলে কথাটা ভুল, মন'কে আমি নিজেই বুঝতে পারলাম না আজও।
এই সিরিজের আগের দুটো লেখাঃ
হৃদয়ের অর্থহীন কথোপকথন
মন খারাপের গল্প (হৃদয়ের অর্থহীন কথোপকথন ০২)
১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেমন যেন দমবন্ধ হয়ে মরার মত অনুভূতিহীন হয়ে দিন কাটানো বড় কষ্টকর, বিরক্তিকর, একঘেয়ে। আমারত দূরে কাছে কোথাও যেতে ইচ্ছেটাও করে না, কিছুই করতে ইচ্ছে করে না। মন খারাপ হলেও একটা সুবিধা, একটা কারণ পাওয়া যায়। আর এ যে, কারণ ছাড়া অর্থহীন সব অনর্থক মনে হয়, সব।
বক বক করার পোস্টই এটা, যদি এই বকবকে আমার ব্লকড মুড ওপেন হয়ে যায়।
ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: এটা এক ধরনের মানসিক অবসাদ। একা থাকতে মন চাইলে কিছুকাল একা থাকুন। কারো সাথে গল্প করে সময় কাটাতে চাইলে তাকে ডেকে নিন। তাকে জানতে দিন আপনার মন এটা চাইছে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। হতে পারে মানসিক অবসাদ, কিন্তু সবাই যেমনটা বলছে, প্রব্লেমটা একটু ভিন্নরকম। আমি হয়ত ঠিক মত ব্যাখ্যা করতে পারি নাই।
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: প্রেম করুন| সব ঠিক হয়ে যাবে
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোমার বয়সে থাকলে ভ্রাতা ট্রাই করতাম, এই বয়সে প্রেম করবাম কার লগে?
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০
ব্যাক ট্রেইল বলেছেন: আরন্যক এর সাজেশন মজার।
আমারও এমন হয়। আমার তো আগে এমন হতো যে দুই তিনদিন বিছানা থেকেই নামতাম না, ময়লা বিছানা …
এ রোগের নাম হচ্ছে "ভাল্লাগেনা "
পৃথিবীর সব মানুষই এ রোগে আক্রান্ত হয়, এ রোগের কোন ঔষধ নেই, তবে প্রেম হইলে ও হতে পারে……আমি অবশ্য ট্রাই করিনি, মানুষ আবার বলবে কিনা পরকীয়া …তাই …
বিনা ফি তে প্রেসক্রিপশন দিয়া দিলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, আপনার কমেন্ট পড়ে মজা পেয়েছি। বিনা ফি তে প্রেশক্রিপশন দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
এমনটি কিন্তু আমাদের সবার সাথেই হয়। একে মুড ব্লক বলে বিশেষ করে দিতে চাই নে। সময়টাতে মনের উপর চাপাচাপি না করে রিলাক্স থাকার চেষ্টা করবেন। লেট য়্যু হিল ইটসেল্ফ ...
আপনার ভ্রমণ পোস্টগুলোতে বেশ খাটাখাটনি করছেন। আমি নিয়মিত আসতে পারছিনে
ধন্যবাদ রইলো।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। এ কয়দিন আপনার বলা কাজটাই করেছি, রিলাক্স থাকার চেষ্টা করেছি।
অনেক অনেক ভালো থাকুন সবসময়, প্রতিদিন। শুভকামনা।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হায়রে পাগল মন! মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার পাগল মন......আমার মনে হয় সবারই কম বেশী এমন হয়।
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনারও এমনটা হয়!!! সাদা মনের মানুষের এসব হয় নাকি?
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
কথাকথিকেথিকথন বলেছেন: এই বিষয়টা আমার কাছে বেশ স্বাভাবিক মনে হয় । সবসময় ভাল লাগবে কেন ! ভাল লাগা কী মামার বাড়ির আবদার !!
২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো বলেছেন, "সবসময় ভাল লাগবে কেন ! ভাল লাগা কী মামার বাড়ির আবদার !! "
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: হয়ত এমন ধুত্তরি ছাই মনে হয় সব
বাচ্চাদের জন্য রুটিন কিছু অবশ্য কাজ আর নামাজ ছাড়া কোন কিছুই ঠিক রাখি না।
শুভ কামনা
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম, সবাই দেখি এই সমস্যায় পড়ে, আমি একা না!
ধন্যবাদ আপু, ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: এ সমস্যা শুধু বোকা মানুষের না।এটা আমাদের সবারই সমস্যা।
বলা নেই কওয়া নেই হুট করেই দেখা যায় মন কেমন উদাস হয়ে যায়। কিছুই ভাল লাগেনা। কারো সাথে কথা বলতেও বিরক্তি।
কিছুদিন পর আবার সব ঠিক।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বলা নেই কওয়া নেই হুট করেই দেখা যায় মন কেমন উদাস হয়ে যায়। কিছুই ভাল লাগেনা। কারো সাথে কথা বলতেও বিরক্ত। কিছুদিন পর আবার সব ঠিক।
ঠিক বলেছেন আপু, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
ডি মুন বলেছেন:
বছরে দুই একবার এরকম হয় ! - এটা কোনো ব্যাপার হইল !!!
বড় বড় কয়টা দম নিয়ে ঘরের মেঝেতে দাঁড়িয়ে লাফ দেন কয়খান। তারপর বাইরে গিয়ে ২০ মিনিট দৌড়াইয়া আসেন। সব ঠিক, একদম ফুরফুরা।
জানি, এইটাও আপনার এখন করতে ইচ্ছে হবে না। তাইলে আর কি করা , লেপ মুড়ি দিয়ে ঘুমান
ভালো থাইকেন বোকা মানুষ ভাই
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক্কেবারে ঠিক কথাটা সবার শেষে বললেন, লেপ মুড়ি দিয়ে ঘুমান। তাই করলাম এই কয়দিন...
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: এ সমস্যা শুধু বোকা মানুষের না।এটা আমাদের সবারই সমস্যা।
বলা নেই কওয়া নেই হুট করেই দেখা যায় মন কেমন উদাস হয়ে যায়। কিছুই ভাল লাগেনা। কারো সাথে কথা বলতেও বিরক্তি।
কিছুদিন পর আবার সব ঠিক।
সহমত !!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবারই একই রোগ আছে দেখি
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি আবার কিছদিন পরপর যেকোন কিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলি। ঘাড় গুঁজে বসে থাকি। কিছুদিন পর আবার আগ্রহটা জন্ম নিতে শুরু করে। সেইম ক্যাটাগরি।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার প্রব্লেমটা কিন্তু আরও বেশী জটিল। আসলে রাজপুত্র বলে কথা!
ধন্যবাদ দি'হা রাজপুত্র, ভালো থাকুন সবসময়।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫
তানজির খান বলেছেন: সত্য বলতে কি সবারই এমন হয়। ইউনিভার্সিটি থাকা অবস্থায় মাঝেমাঝে রুম বন্ধ করে দুই চারদিন কাটিয়ে দিতাম। গত কয়েকদিন ধরেও খুব যে আলাদা সময় যাচ্ছে তা না। আমি অবশ্য কখনো কখনো ভিন্নভাবে জীবন উদযাপন করি। মাঝে মাঝে এমন হয় যে সবকিছু থেকে দূরে থেকেই ভাল লাগে। স্বার্থপরের মত একাকীত্ব উপভোগ করে, কখনো তা কষ্টে আবার কখনো নিছোক এমনিতেই।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাঝে মাঝে এমন হয় যে সবকিছু থেকে দূরে থেকেই ভাল লাগে। স্বার্থপরের মত একাকীত্ব উপভোগ করে, কখনো তা কষ্টে আবার কখনো নিছোক এমনিতেই। বাহ, আমার সাথে অনেক মিলে যায়!
ধন্যবাদ তানজির খান, ভালো কাটুক প্রতিদিন, প্রতিক্ষণ।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
আবু শাকিল বলেছেন: অনেকেই বলে -আমার ভাল লাগে না।কিন্তু ভাল না লাগার কোন কারন নেই ।
এটা সম্পূর্ণ ভূল কথা ।কেউ স্বীকার করুক আর না করুক ।ভাল না লাগার কারন অবশ্যই রয়েছে ।
অনেক কিছুই অনেকের সাথে শেয়ার করা যায় না।
আমার বেলায় মন খারাপ থাকে কিন্তু আমি তা বুঝি কেন ?? মনের ভিতরে অপূর্ণতাই ভাল না লাগার কারন ।
আপনি খোঁজতে চেষ্টা করুন -ভাল না লাগার কারন কি ? অবশই আপনি কারন পেয়ে যাবেন ।
এবং ভাল থাকার চেষ্টা করুন ।
ধন্যবাদ ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা ঠিক, খুব ভাল মত চিন্তা করলে খুঁজে অবশ্যই পাওয়া যায় মন খারাপের কারণটি।
ধন্যবাদ শাকিল ভাই চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়, অনেক শুভকামনা রইল।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
জেন রসি বলেছেন: আমার মুড ব্লক হইলে ধ্যান করার চেষ্টা করি! কিছুক্ষন ধ্যান করলেই নিজেকে মহাপুরুষ মনে হয়! তখন আবার মুড অন হয়ে যায়!
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি এই জিনিষটা এক্কেবারেই পারি না, ধ্যান করা। কিছু টিপস দিয়েন প্লিজ।
ধন্যবাদ জেন রসি, ভালো থাকুন সবসময়। অন থাকুক আপনার মুড প্রতিদিন, প্রতিক্ষণ।
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
আমি+তুমি=আমরা বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: প্রেম করুন| সব ঠিক হয়ে যাবে
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ, যদি এমন হত... তো আমি পাখীর মত...
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: মুড ব্লক
ভালো একটা শব্দের সাথে পরিচিত হলাম !
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, হুট করে মাথায় আসলো, দিলাম বলে। আমি নিজেও জানি না আদৌ এমন কোন শব্দ আছে কি না?
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: ‘মুড ব্লক’ কেঁটে যাক....আমরা নতুন নতুন লেখা পাবো....
মানসিক ক্লান্তি থেকে এটা হতে পারে !!
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুড ব্লক'কে জোর করে গলা ধাক্কা দিয়ে বিদায় করার চেষ্টা করছি
ধন্যবাদ বন্ধু, ভালো থাকা হোক সবসময়।
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
রিকি বলেছেন: আমার তো এটা চান্দে চান্দে হয় !!!
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেস্ট কমেন্ট অফ দ্যা ইয়ার। ++++
লাইক দিয়ে সোজা প্রিয়তে।
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
হাসান মাহবুব বলেছেন: ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মতে মুড ব্লক জিনিসটা মেয়েদের বেশি হয়। কেন? কী হৈসে? এসবের কমন উত্তর "জানি না"।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, হাসান মাহবুব ভাই আপনার অভিজ্ঞতার আলোকে করা মন্তব্যে +++
আমার কিন্তু বছরে দুই একবার হয়, তাও হুটহাট, ভয়াবহ রকমের। তাই আমারটার সাথে তেনাদের মুড ব্লকের কোন সামঞ্জস্য নেই
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: আরণ্যক রাখাল বলেছেন: প্রেম করুন| সব ঠিক হয়ে যাবে
হাহহাহাহা। বুদ্ধি মন্দ না। টেরাই করতে পারেন কিন্তু।
মানসিক অবসাদ,কারণ ছাড়াই কিছু ভালো না লাগা এটা কম বেশি আমাদের সবারই হয়। আপনার তো অনেকদিন পর পর হয় আর আমার এটা প্রতি সপ্তাহে ৩/৪ দিনই হয় । সে সময় মনে হয় অফিস না গিয়ে ঘরে শুয়ে থাকতে পারলে মন ভালো লাগতো। ঘুমাতে পারলে বা নদীর ধারে গিয়ে বসে থাকলে ভালো লাগতো। রেজিস্টার্ড বন্ধুটারে নিয়ে নদীর ধারে বসে থাকাই না নৌকায় করে নদী পার হয়ে টং দোকান থেকে চা খেয়ে ফিরে আসলে কিছুটা ভালো লাগে কিন্তু পরদিন ঘুম থেকে উঠলেই মনে হয় ' অফিস যাইতে হবে' তখনই আবার মুড খারাপ হয়ে যায়।
তবে এই মন খারাপ অকারণে, ভালো না লাগা এটাই জীবনের স্বাভাবিকতার একটা অংশ ধরে নিন। তাহলে ব্যাপারটা জটিল পর্যায়ে পৌঁছাবে না।
ভালো থাকুন। ভালো ভালো বই পড়ুন।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাল বলেছেন। কিন্তু আমার প্রবেল্মটা ভিন্ন, কেউ বুঝল না। আমার তো মন খারাপও হয় না। ভালোও লাগে না, খারাপও না। শূন্যতা, অদ্ভুত এক শূন্যতা। যে অনুভূতি হয়ত শব্দে প্রকাশ করা সম্ভব না, অথবা হয়ত আমার ব্যর্থতা ঠিক গুছিয়ে না লিখতে পারার জন্য।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।
২২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
এহসান সাবির বলেছেন: আগের সিরিজের ২ টার কথা মনে করতে পারছি না, দেখি ঘুরে আসব ঐ পোস্ট গুলো থেকে।
কোথাও যেয়ে গাছ উঠে খেজুরের রস পাটকাঠি খান ভালো লাগবে।
ভালো থাকুন।
শুভ কামনা রইল সব সময়।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার আইডিয়া আসলেই আপনার মত এপিক বস
কোথাও যেয়ে গাছ উঠে খেজুরের রস পাটকাঠি খান ভালো লাগবে!!!
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
অগ্নি সারথি বলেছেন: নাহ। আমার হয় না। হয়নাই কখনো।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার মনের উপর আপনার দারুণ কন্ট্রোল আছে বোঝা যাচ্ছে। +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
খায়রুল আহসান বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন: এই বিষয়টা আমার কাছে বেশ স্বাভাবিক মনে হয় । সবসময় ভাল লাগবে কেন ! ভাল লাগা কী মামার বাড়ির আবদার !!
হয়ত এমন ধুত্তরি ছাই মনে হয় সব
মনিরা সুলতানা বলেছেন: হয়ত এমন ধুত্তরি ছাই মনে হয় সব বাচ্চাদের জন্য রুটিন কিছু অবশ্য কাজ আর নামাজ ছাড়া কোন কিছুই ঠিক রাখি না।
ডি মুন বলেছেনঃ বড় বড় কয়টা দম নিয়ে ঘরের মেঝেতে দাঁড়িয়ে লাফ দেন কয়খান। তারপর বাইরে গিয়ে ২০ মিনিট দৌড়াইয়া আসেন। সব ঠিক, একদম ফুরফুরা।
অপর্ণা মম্ময় বলেছেনঃ তবে এই মন খারাপ অকারণে, ভালো না লাগা এটাই জীবনের স্বাভাবিকতার একটা অংশ ধরে নিন। তাহলে ব্যাপারটা জটিল পর্যায়ে পৌঁছাবে না।
আশাকরি উপরের মন্তব্যগুলো থেকে ভালো লাগার উপকরণ খুঁজে পাবেন।
৮
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জ্বী ভাই, ভাল উপকরণসমৃদ্ধ ছিল পরামর্শ এবং মন্তব্যগুলো। তবে সবচেয়ে জটিল ছিল, সবসময় ভাল লাগবে কেন ! ভাল লাগা কী মামার বাড়ির আবদার !!
আমার ভাল লাগা আরেকটা মন্তব্য ছিল, রিকি বলেছেন: আমার তো এটা চান্দে চান্দে হয় !!!
ধন্যবাদ পুনঃ মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
খায়রুল আহসান বলেছেন: রিকি বলেছেন: আমার তো এটা চান্দে চান্দে হয় --অনবদ্য মন্তব্য।
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
জুন বলেছেন: আমারও মাঝে মাঝে এমন হয় , কিছুই যেন ভাল্লাগেনা, ভাল্লাগেনা টাইপ
কেমন এক হতাশা চেপে বসে মনের ভেতর । এত যে ছাইপাশ লিখি তাও মনে হয় জোর করে ।
বই পড়তে যে এত পছন্দ করি সেই বই পড়ে থাকে পাশে । হাত দিয়ে ধরে আবার ফেলে দেই । আপনিতো টিভি দেখেন । আমার টিভি দেখতেও ভালোলাগে না । মনে হয় অনেক দূরে কোথাও চলে যেতে পারতাম ।
মনের মত বিষয় পেয়ে বক বক করে গেলাম খানিক বোকামানুষ ।
+