নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
আজ বাংলা নববর্ষ পালিত হচ্ছে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী কলকাতায় পালিত হবে আগামীকাল। শুধু দুই বাংলায় নয়, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক এলাকায় ১৩-১৫ এপ্রিলের মাঝামাঝি সময়ে নববর্ষ উদযাপিত হয়ে থাকে। এর একটি ঐতিহাসিক কারন রয়েছে। আর তা হচ্ছে খাজনা প্রথা, এবং ফসলের চাষ হতে সেই খাজনা প্রদান’কে কেন্দ্র করে। তার আগে আসুন দেখে নেই কোথায় কোথায় এই সময়ে নববর্ষ উৎসব পালিত হয়ঃ
• তামিলনাড়ু’র নববর্ষ উৎসব পুথান্দু (Puthandu) যা এপ্রিলের ১৩, ১৪ অথবা ১৫ তারিখে উদযাপিত হয়। কারন তাদের নিজস্ব ক্যালেন্ডারের চিতারাই (Chithrai ) মাসের প্রথম দিনে এই উৎসব হয়ে থাকে।
• পাঞ্চাবে তাদের নানকশাহি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ এপ্রিল “ভাইশাখি (Vaisakhi)” উদযাপন করা হয়।
• নেপালে তাদের নিজস্ব ক্যালেন্ডার “ভিক্রাম সামভাট (Vikram Samvat )” অনুযায়ী ১২-১৫ এপ্রিল এর যে কোন দিন ১লা বৈশাখ এ নববর্ষ উদযাপিত হয়।উল্লেখ্য যে, নেপালে আরেকটা বর্ষবরণ অনুষ্ঠান হয়, যা Nepal Era নামে পরিচিত, যা সরকারী নববর্ষ হিসেবে পালিত হয়।
• আসামে এপ্রিলের ১৪-১৫ তারিখে রোঙ্গালি বিহু বা বোহাং বিহু (Rongali Bihu or Bohag Bihu) নামে নববর্ষ উৎসব হয়ে থাকে।
• কলকাতায় পহেলা বৈশাখ উৎসব পালিত হয় ১৫ এপ্রিলে। আর বাংলাদেশে উদযাপিত হয় ১৪ এপ্রিলে।
• উড়িষ্যাতে মাঘী সংক্রান্তি পালনের মাধ্যমে নববর্ষ উদযাপিত হয় ১৪ এপ্রিল।
• মনিপুরে “চৈরুবা” নামে নববর্ষ উৎসব পালিত হয়ে থাকে ১৪ এপ্রিলে।
• শ্রীলঙ্কার সিংহলিজ নববর্ষ উদযাপিত হয় এপ্রিল মাসের ১৩ অথবা ১৪ এপ্রিল।
• কেরালা’র মালায়ালি নববর্ষ পালিত হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে, উৎসবের নাম ভিশু (Vishu)।
• এপ্রিলের ১৪ অথবা ১৫ তারিখে কর্ণাটক এর নববর্ষ উৎসব পালিত হয়।
• মহারাষ্ট্রে “গুড়ী পার্বা (Gudi Padwa)” নামে নববর্ষ উদযাপিত হয়ে থাকে।
• মায়ানমারে ১৩-১৫ এপ্রিল “থিংগান (Thingyan )” নামে ওয়াটার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে, যা মূলত বর্ষবরণ উৎসব।
• একই ধরনের উৎসব হয়ে থাইল্যান্ডে যার নাম “সংক্রান (Songkran )”
• লাওসে এই উৎসবের নাম “পি মাই লাও (Pi Mai Lao )”
• এই উৎসব কম্বোডিয়াতে “চল চনাম থিমে (Chaul Chnam Thmey )” নামে পরিচিত।
• চায়নার ইউনান প্রদেশের দাই জনগোষ্ঠীর ট্র্যাডিশনাল নববর্ষ উৎসব পালিত হয় এই মধ্য এপ্রিলেই।
• কাশ্মীরের নববর্ষের নাম নাবরেহ, যা এপ্রিলের শুরুতে অথবা মার্চের শেষে পালিত হয়।
• আফগানিস্তানে “নওরোজ” নামে নববর্ষ উৎসব পালিত হয়ে ২১ মার্চ তারিখে।
এতগুলো নববর্ষ এটাই প্রমাণ করে যে, এপ্রিল মাস তথা বাংলা চৈত্র-বৈশাখ মাসে অধিকাংশ এশিয় অঞ্চলে নববর্ষ পালিত হত। কারন ছিল, এখানকার আবহাওয়া এবং প্রকৃতি। ফসল পাকার পর কেটে ঘরে তুলে প্রক্রিয়াজাতকরণ করতে করতে চৈত্র মাস এসে যেত এবং সেই সময়ে তৎকালীন প্রচলিত খাজনা প্রথা’র কর প্রদান করে বিগত বছরের হিসেব মেটানো হত এই সময়ে। ফলে বর্ষ শুরুর গণনার জন্য এই সময়টাই অত্র দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয় ছিল। সম্রাট আকবরের প্রচলিত অধুনা বাংলা নববর্ষ ক্যালেন্ডার একই কারনে বৈশাখ মাসকে বছরের প্রথম দিন হিসেবে গ্রহণ করেছিল। আশা রাখি আগামী নববর্ষে নতুন কোন লেখা আপনাদের উপহার দিতে পারব। আগের দুটি বাংলা নববর্ষের লেখাঃ
বাংলা বর্ষ এবং বর্ষবরণ (একটি ইতিহাস ভিত্তিক পর্যালোচনা)
বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ এবং বর্তমান উদযাপন (সংক্ষিপ্ত পর্যালোচনা)
শুভ নববর্ষ, সুন্দর হোক আপনার আগামীর দিনগুলো।
১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্টটি আরও বড় করে, গুছিয়ে লেখার ইচ্ছে ছিল। কিন্তু বড় পোস্ট আজকাল কেউ পড়ে না। অনেকে না পড়ে মন্তব্যও করে, মন্তব্য পড়েই বুঝা যায়। তাই, এই ধরনের পোস্ট লিখতে আগ্রহ জাগে না। মনে হয় পণ্ডশ্রম। তাই, সংক্ষিপ্ত অগোছালো এই পোস্ট দিলাম। তারপরও আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভ্রাতা, বেশ কয়েকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম।
ভাল থাকুন সবসময়, শুভকামনা।
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্ট। আপনার শ্রমসাধ্য এই পোস্টের প্রশংসা না করে পারছি না। নববর্ষ উপলক্ষে এমন পোস্টই কাম্য।
ধন্যবাদ বো মা ব চা।
১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। নববর্ষের শুভেচ্ছা জানবেন। উৎসাহব্যাঞ্জক মন্তব্যে ভালো লাগা রইল। ভালো থাকুন সবসময়, শুভকামনা।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭
ডি মুন বলেছেন: নওরোজ উৎসবের কথা পড়েছি শ্যামলের 'শাহজাদা দারাশুকো' উপন্যাসে।
উৎসব ব্যাপারটাই আনন্দের। বেশি আনন্দের ছোট ছোট ছেলেমেয়েদের জন্যে।
বড় হয়ে গেলে আর তেমন মজা নাই
নববর্ষের শুভেচ্ছা বোকামানুষ ভাই
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাইয়া। আমি কিন্তু এখনো ছোট্ট বাবুই আছি, হুহ...
শুভ নববর্ষ ভ্রাতা, ভালো কাটুক আগত প্রতিটি ক্ষণ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
সুমন কর বলেছেন: এতগুলো নববর্ষ এটাই প্রমাণ করে যে, এপ্রিল মাস তথা বাংলা চৈত্র-বৈশাখ মাসে অধিকাংশ এশিয় অঞ্চলে নববর্ষ পালিত হত। -- নববর্ষের দিনে দারুণ একটি পোস্ট। জানা ছিল না।
শুভ নববর্ষ, বন্ধু।
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু, শুভ নববর্ষ। আচ্ছা গতকাল কি সামুর পেট খারাপ ছিল, কমেন্ট করতে গেলেই সমস্যা হচ্ছিল, কোথায় যেন দৌড় দিচ্ছিল...
৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: এত্ত কিছু জানা ছিল না, থাকার কথাও না! ছোট্ট একটুখানি মাথা আমার!!
জানি বিশাল মাথা আপনার!!!!
নতুন বছরের প্রথম দিনে এমন একটা পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ!!!
শুভ নববর্ষ!!!!
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বীথি আপু। আমার দেহ বিশাল, কিন্তু মাথা বিশাল না। মাথায় ঘিলু কম বলে বাতাস ভরা, তাই একটু ফোলা ফোলা লাগে আর কি!
বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল, ভালো কাটুক আগত দিনগুলো।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
জুন বলেছেন: অনেক অনেক নতুন তথ্য নিয়ে লেখা পোষ্ট বোকা মানুষ বলতে চায়। এসব লেখার পাঠক নেই দুখ হয়।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু। মনে হয় আমার লেখা পড়ে পাবলিক মজা পায় না। রসকষ বিহীন লেখা...
৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
বোকামানুষ বলেছেন: অনেক নতুন কিছু জানলাম ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মিতা, ভালো থাকুন সবসময়।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: বড় মাথা যার, বিশাল তথ্য ভান্ডার তার.........এটা আমার কথানা, গেয়ানী লুক কামরুন্নাহার আপুর কথা =D
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার দেহখানা বড়, কিন্তু মাথাতো বড় না। তাহলে নিশ্চয়ই আমারে বলে নাই। গেয়ানী লুক কামরুন্নাহার আপুরে জিজ্ঞাসা করা হইতেছে, "আপনি কি আমারে বলিছেন?"
৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
আবহাওয়া, প্রকৃতি, ফসল, খাজনা ইত্যাদি মিলিয়ে এখানকার নববর্ষ উৎসবের যে রকমফের , তার তথ্যমূলক লেখাটিতে +
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই, সবসময় উৎসাহ দিয়ে যাওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানবনে। ভালো থাকুন সবসময়।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: এই যে, আসলো আরেক হিংসুটে !!!
আপনার একটুখানি পপ্রশংসা করেছি, তাই আরেকজন জ্বলে -পুড়ে ছাই!!!!!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কে কে কে, হিংসুটে টা কে জাতি জানতে চায় আপু। তার বিরুদ্ধে ধারা ৪২০ এর ৫৪ উপধারায় মামলা হপে।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৩
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। এত কিছু জানা ছিল না। পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। নববর্ষের শুভেচ্ছা রইল। মুড়ি-মুড়কি-খই সন্দেশ খাওয়ান...
১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫
প্রামানিক বলেছেন: হে হে হে হিংসা হিংসি দেইখা মনে হইলো গিয়ানী কেউ কম না।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ ভাই ঠিক কইছেন, সব গিয়ানী মানুষ এইখানে। একমাত্র সার্টিফিকেটধারী বোকা হইলাম আমি
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮
Ishrat Jahan Shima বলেছেন: নতুন অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, বোকা মানুষের ব্লগে স্বাগতম। ভালো থাকুন সবসময়।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭
হাসান মাহবুব বলেছেন: অনুসন্ধানী পোস্ট। প্লাস।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই। বাংলা নববর্ষের বকেয়া শুভেচ্ছা জানবেন। ভালো কাটুক আগত প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২
পুলহ বলেছেন: ঠিকই বলছেন আপনি, বড় পোস্ট মানুষ সাধারণত এড়ায়া যায়.
তারপরো লেখেন ভাই সময়-সুযোগ পেলে, ভালো জিনিসের কদর তাতক্ষণিক না হলেও একদিন ঠিকই হবে আল্লাহ চাইলে।
বাংলা নতুন বছর ভালো কাটুক!
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি নিজেও কিন্তু অন্যের পোষ্টের ক্ষেত্রে একই কাজ করি। আসলে এটাই হয়ত বর্তমানের কর্মব্যস্ত সময়ে স্বাভাবিক। কিন্তু একটা বড় পোস্ট লিখতে যে পরিমাণ সময় এবং শ্রম দিতে হয় তার তুলনায় তেমন পাঠক না পেলে তা কিন্তু পোস্ট দাতার জন্য অবিচার হয়ে যায়। তাই দেখবেন ইদানীং তেমন পোস্ট খুব কম আসে। আর এটাই স্বাভাবিক।
ধন্যবাদ ভাই পুলহ, ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল। বাংলা নববর্ষের বকেয়া শুভেচ্ছা জানবেন।
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।
প্রিয়তে থাকছে।
অনিঃশেষ শুভকামনা ভাই।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ। বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবসময়। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ এইগুলা তো জানা ছিল না। ধন্যবাদ ভ্রাতা!!