নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

রংপুর-দিনাজপুর (একদিনে ঝটিকা অভিযান, থুক্কু ভ্রমণকথা - শেষাংশ)

২১ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৫









আগের পর্বঃ হুট করে উত্তরে (ভ্রমণকথা - প্রথমাংশ)

অপেক্ষা করা আমার একেবারেই অপছন্দের কাজ। কোন এক জায়গায় কারন ছাড়া এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু অপেক্ষার জন্য দশ মিনিটেই আমার বিরক্তি ধরে যায়। সকাল সাড়ে পাঁচটায় ফুলবাড়ী স্টেশনে নেমে এক ঘণ্টা পেরিয়ে গেলেও যখন আমাদের নিতে কেউ আসছে না, আমি ছোট ভাইকে বললাম উনাকে ফোন দিয়ে বল, আমাদের ঠিকানা দিতে, আমরা চলে যাই। ফোন দিতে জানা গেল উনি রওনা হয়েছেন। সাড়ে ছয়টা নাগাদ উনি একখান ভ্যানগাড়ী নিয়ে এলেন, সেটাতে চড়ে আমরা “ঢাকা মোড়” নামক জায়গায় এলাম, সেখানে আবার চা-পানের বিরতি। আমরা চা পানের ফাঁকে গল্প জুড়ে দিলাম, গল্পের ফাঁকে বের হয়ে এল উনি আমার প্রফেশনাল একাডেমিক ইন্সটিটিউট এর সহপাঠীর বড় ভাই। দিনাজপুরের গ্রানাইট খনি প্রকল্পে উনাদের কোম্পানী কাজ করছে, উনি আছেন ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে। যাই হোক, পরিচিত বের হয়ে যাওয়ায় রাগ কিছুটা কমে গেল। সাতটা নাগাদ উনাদের অফিসের গাড়ী (যেটা করে এমপ্লয়িদের পিক এন্ড ড্রপ সার্ভিস দেয়) এলে পড়ে সেটায় করে আমরা চলে এলাম সেই খনি প্রকল্প এলাকায়। প্রকল্প এলাকার প্রায় পাঁচ-সাত কিলোমিটার রাস্তা মসৃণ কার্পেটিং করা, দুধারে সারি সারি গাছ, দেখেই মনে হয়ে এখানে সাইক্লিং করতে কতই না ভাল লাগবে। দুঃখের বিষয় আক্ষরিক অর্থে শেষ সাইকেল চালিয়েছি প্রায় একযুগ আগে।


ফুলবাড়ী রেলষ্টেশন


প্রকল্পের ভেতর, দূরে অফিস বিল্ডিং দেখা যায়


গ্রানাইট প্রকল্পে যাওয়ার রাস্তা

খনিটি জার্মানী’র এক কোম্পানীর তত্ত্বাবধানে চলছে। এখন খনন কাজ সাময়িক বন্ধ। আমাদের নিয়ে গেল ওদের রেস্ট হাউজ বিল্ডিং এ, সব সাদা চামড়ার অফিসারগুলো এটাতে থাকে। নিচে তিনটি গেস্ট রুম, আমাদের একটি খুলে দিলে সেখানে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সেখানকার ডাইনিং এ নাস্তা করে আমার অবসর। ছোট ভাই চলে গেল তার নিজ কাজে, আমি একা একা শুয়ে রইলাম। বারবার ভাবছিলাম, এই ফাঁকে পার্বতীপুরস্থ হাবড়া জমিদার বাড়ি ঘুরে আসি। এই ভাবনা নিয়ে দোমনা ছিলাম, চাইছিলাম ছোট ভাইকে নিয়েই যাই। এই করতে করতে দুপুর গড়িয়ে গেল। শেষে দুপুরের লাঞ্চ শেষ করে (লাঞ্চে ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস; সেই রেস্ট হাউজের ডাইনিং এ। সেইরকম স্বাদ ছিল, আসলে প্রজেক্টের বড় বাবুরা সবসময় জমিদারী হালতেই থাকে বুঝা গেল) আমি ছোট ভাইকে বললাম আমি একটা জমিদার বাড়ি ঘুরে আসি। তখন ঘড়িতে তিনটা বাজে, সন্ধ্যের আগে ফিরে আসলেই হবে। খনির দুই চেকপোস্টে বলে গেলাম, রাস্তায় বের হয়ে কোন যানবাহন পেলাম না। অনেকক্ষণ অপেক্ষার পর একটা অটোরিক্সা করে মধ্যনগর বাজার, সেখান থেকে আরকেটা অটোতে ফুলবাড়ী, ঢাকা মোড়। সেখান থেকে আধঘণ্টা বাসে বসে থাকার পর বাস ছাড়ল, এরপর যখন হাবড়া পৌছলাম তখন বিকেল পাঁচটা...। এখানে এসে এক স্থানীয় হিন্দু ভদ্রলোকের সহায়তায় খুঁজে পেলাম (অস্তিত্বহীন) জমিদার বাড়ি, সেই গল্প হবে জমিদার বাড়ি সিরিজে। জমিদার বাড়ির খোঁজ শেষ করতেই ছোট ভাই এর ফোন, ওর কাজ শেষ। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম চলে যাব দিনাজপুর শহরে। ওকে বললাম, ঢাকা মোড় চলে আসতে। সন্ধ্যের পরপর ঢাকা মোড় থেকে একটা রকেট সার্ভিস (আজব নাম, দাঁড়িয়ে যাত্রী নেয়, যেখানে সেখানে থামে, কিন্তু দ্রুত যায়) গাড়ীতে করে যখন দিনাজপুর টার্মিনালে নামলাম তখন রাত আটটা।


গ্রানাইট প্রকল্পে যাওয়ার রাস্তা


এই জায়গায় উত্তোলিত খনিজ স্তুপ করে রাখা হত লোডিং এর জন্য।


গ্রানাইট প্রকল্পে যাওয়ার রাস্তা

বেশ খোঁজ খবর নিয়ে চলে এলাম মালদহপট্টি এলাকায়, সেখানকার হোটেল ডায়মন্ড এ। রুমে ব্যাগ রেখে নিচে নেমে হালকা কিছু খাওয়ার প্ল্যান করতে দেখি ঘড়িতে রাত নয়টা। অগ্যতা রাতের খাবার খেয়ে নিলাম একেবারে, তাড়াতাড়ি ঘুমাব বলে। খাবার হোটেল থেকে খোঁজ নিয়ে নিলাম লিচুর বাজারের। এরপর হোটেলে এসে তাড়াতাড়ি ঘুমানোর আয়োজন করলাম। কিন্তু বিধিবাম, হোটেলের হরেক কিসিমের বোর্ডারদের উচ্চস্বরের যন্ত্রনায় রাত দুটো বেজে গেল কিন্তু ঘুম আর আসে না। কখন ঘুমিয়েছি জানি না, ভোর ছয়টা বাজে উঠে পড়লাম, চোখ জুড়ে রাজ্যের ঘুম। বেড়াতে গেলে এই সব ঘুমকে সান্ত্বনা দিয়ে রাখি, বাসায় গিয়ে আরামসে ঘুমাস ব্যাটা, এখন একটু ঘুরে নেই। ;)



পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ কেন্দ্র।


হাবড়া জমিদার বাড়ীর একাংশ


হাবড়া জমিদার বাড়ীর পুকুর এবং মন্দির


জমিদার বাড়ীর মাঝ দিয়ে চলে যাওয়া গ্রামের পাকা রাস্তা

সকালের নাস্তা করে গেলাম লিচু বাজারে, সেই গল্প তো আগেই শুনিয়েছি। এরপর লিচু বাজার হতে চলে এলাম দিনাজপুর রাজবাড়ী। সকালবেলা ফাঁকা রাজবাড়ী ঘুরে দেখতে ভাল লাগল। রাজবাড়ীর গল্প নিয়ে আলাদা পোষ্ট দেব ইচ্ছে আছে। রাজবাড়ী দেখা শেষে সুখ সাগরে বৃথা সুখের সন্ধান করে রওনা হলাম ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ী। প্রায় আধঘণ্টার পথ, ব্যাটারি অটোরিকশায়। এই প্রায় নেই জমিদার বাড়ীতে দেখা মিলল জনাব, আব্দুল মান্নান সাহেবের, জমিদারদের চতুর্থ প্রজন্মের প্রবীণ সদস্য। সেখানে কিছু সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। ব্যাগ নিয়ে চেক আউট করে ছুটলাম টার্মিনালে, গন্তব্য কান্তজী মন্দির। বাসে করে আধঘণ্টার মধ্যে কান্তজী মন্দির চলে এলাম। কান্তজীর গল্প হবে আরেকদিন। কান্তজী মন্দিরে ঘণ্টাখানেক কাটিয়ে আবার রওনা হলাম “বারো মাইল” নামক এলাকায়। এখান হতে বাস ধরেতে হবে রংপুরের। পথে কয়েকটা লিচু বাগান দেখে অটো রিক্সা ছেড়ে দিয়ে ক্ষেতের আইল ডিঙিয়ে চলে গেলাম লিচু বাগানে। গাছ হতে লিচু পাড়া হচ্ছে, সেগুলো আঁটি আকারে বেধে প্যাকিং করছে কয়েকজন শ্রমিক গোছের মানুষ। কিছু ছবি তোলা শেষে ওদের কাছ থেকে শখানেক লিচু কিনতে চাইলাম এখন খাব বলে। কিন্তু উনারা রাজী হলেন না, বরং প্রায় ত্রিশ-চল্লিশটি লিচুর একটা গোছা হাতে ধরিয়ে দিলেন বিনে পয়সায় লিচু চেখে দেখার জন্য। গ্রাম্য সারল্য এখনও সেখানে অটুট আছে।


খনি প্রকল্পের রাস্তা


সুখ সাগর দীঘি


ঘুঘুডাঙ্গা গ্রামের রাস্তায় সাইকেল চালানো এক বালক

লিচু খেতে খেতে ক্ষেতের আইল পার হয়ে মেইন রোডে আসতেই একটা বিআরটিসি এসি বাস পেয়ে গেলাম, কিন্তু সিট নেই। তাড়া ছিল, তাই কোন চিন্তা না করেই উঠে পড়লাম। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে রংপুর যখন পৌঁছলাম তখন বেলা পৌনে তিনটা। একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিয়ে চলে গেলাম ঢাকা বাস টার্মিনালে, সেখানে গিয়ে নাবিল পরিবহণের টিকেট করব, সন্ধ্যে ছয়টার... কিন্তু হায়, বিকেল পাঁচটার পর গাড়ী রাত নয়টায়। কি আর করা, দ্রুত টিকেট করে রওনা হলাম, তাজহাট জমিদার বাড়ী (এই গল্পও পাবেন জমিদার বাড়ী সিরিজে; মূলত এই ভ্রমণটাই ছিল তিনটা জমিদার বাড়ী কাভার করার জন্য) দৌড়ের উপর জমিদার বাড়ী দর্শন শেষে ঠিক বিকেল পাঁচটায় বাস স্ট্যান্ড ফিরে এলাম। কিন্তু বাস ছাড়ল সাড়ে পাঁচটার পর, কেমন লাগে, আমি রিলাক্সভাবে জমিদার বাড়ীটা ঘুরে দেখতে পারলাম না। :( অসুবিধা নাই, আবার তো যাবই...


দিনাজপুর রাজবাড়ী


দিনাজপুর রাজবাড়ীর পরিত্যাক্ত অংশের পেছনভাগ


কান্তজী মন্দির


গ্রাম্য পথে সাইকেল চালনা

বাস ছাড়ার পর, হিসেবে করছিলাম, ঢাকায় পৌঁছব কয়টা নাগাদ, দশটা নাকি এগারটা। সব হিসেব মিথ্যে করে দিয়ে রাত দুটো নাগাদ পৌঁছলাম গাবতলী। কারন গাজীপুর থেকে গাবতলী (বাই পাস হয়ে) পৌঁছতে লেগে গেল প্রায় তিন ঘণ্টা। এই সময় এক যাত্রী বেশ বিনোদন দিয়েছেন। আমার ঠিক পেছনের সিটের উনি, বারবার উনার ফোন আসছে, আর উনি বলছেন দশ মিনিটে পৌছে যাব। প্রায় দুই ঘণ্টায় উনার দশ মিনিট শেষ হয় নাই। আমি একসময় বললাম, ভাই বলেন আরও ঘণ্টা দুয়েক লাগবে। উনি বললেন আচ্ছা... ঠিক একটু পরে ফোন আসলে এবার বললেন, এই তো আর পাঁচ মিনিট, গাড়ী তখন সাভার বাজারও পার হয় নাই, জ্যামে আটকে আছে। :P


তাজহাট জমিদার বাড়ী, রংপুর


কান্তজী মন্দির


লিচু বাগানের লিচু গাছ

ঝটিকা এই সফর শেষে বাসায় যখন পৌঁছলাম তখন রাত তিনটে বাজে, তখন মনে হল এর চেয়ে রাতের গাড়ীতেই ফিরতাম, পাঁচটা-ছয়টা নাগাদ হয়ত বাসায় যেতাম, কিন্তু এতে করে সারাদিনের দৌড়ঝাঁপ একটু কমত, ভ্রমণটাও আরও ভাল হত। যাই হোক, ভাগ্যের লিখন, যায়না খণ্ডন। এই ট্যুর তো দুইদিন আগেও আমার পরিকল্পনাতেই ছিল না...


তাজহাট জমিদার বাড়ী

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমারও মনে হইল অনেক বেশি তাড়াহুড়া হইছে। আরো একটু আরাম করে আসতে পারতেন।

২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কা_ভা, কি আর করা! ভাগ্যের লিখন, যায় না খণ্ডন। :(

২| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

কল্লোল পথিক বলেছেন:



এত্ত তাড়াহুড়ো!

২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :(( :(( :(( :((

৩| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: ঝটিকা সফর মনে হয়, ভালোই হয়েছে (ঘুম ছাড়া)। জমিদার বাড়ি, কান্তজী মন্দির সব, পরে পড়ে নিতে হবে.... ;)

২৫ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যে কোন ট্যুরেই একটা জিনিস কম হয়, সেটা হল ঘুম...... :(

ঈদের পরে আশা করি জমিদার বাড়ি, কান্তজী মন্দির, রাজবাড়ী সব নিয়ে আলাদা আলদা পোস্ট দিতে পারব।

ভাল থাকা হোক সবসময়, শুভকামনা রইল।

৪| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: তাজহাট জমিদার বাড়ী আর কান্তজী মন্দির ছাড়া কিছুই চিনলাম না!!!! :(
এরপরে প্রতিটি ছবির ক্যাপশন না দিলে কথা নাই, হুম!!!

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু আপনার ভয়ে ক্যাপশন যোগ করে দিয়েছি। তাও হুম!!! বইলেন না ;)

৫| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: তাজহাট জমিদারবাড়ি দারুন দেখাচ্ছে এখন, আমি যখন দেখেছিলাম এক্কেবারে বেহাল অবস্থা ছিল!!
রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজ দেখেন নাই?

২৬ শে জুন, ২০১৬ রাত ১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখন সেইরকম অবস্থা আপা, বাগানটা চমৎকার, ফুলে ফুলে ভরপুর। আপনার আরেকবার যাওয়া বাধ্যতামূলক। দুঃখ আমার হাতে সময়কম ছিল। সারাটা বিকেলবেলা এখানে অনায়াসে কাটিয়ে দেয়া যায়।

নাহ, এতো অল্প সময়ে আর কত কি দেখব বলেন?

৬| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জসিম বলেছেন: সুন্দর ভ্রমনকাব্য.

২৬ শে জুন, ২০১৬ রাত ১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর বলেছেন, "ভ্রমণকাব্য"....

অনেক ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।

৭| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মাহামুদা লিজা বলেছেন: দিনাজপুর যাবার ভাগ্য হয়েছিল, সুখ সাগর দেখে বেশ অসুখি হয়েছিলাম আমিও।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি অসুখী হই নাই, তবে সুখীও হই নাই। কুমিল্লার ধর্মসাগর, লক্ষ্মীপুরের খোয়া সাগর দীঘি, দিনাজপুরের সুখসাগর, রামসাগর এগুলো আসলে দেখে তেমন আপ্লুত হই নাই। কারন হয়ত দীঘির চারিধারে গড়ে ওঠা জনপদ হতে পারে.... অথবা আমাদের সেই সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা বদলে গেছে।

অনেক ধন্যবাদ আপনাকে মাহামুদা লিজা। ভাল থাকুন সবসময়।

৮| ২১ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭

খোলা মনের কথা বলেছেন: আপনার প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। অনেক কিছু দেখা হল। শুভ কামনা রইল

২৬ শে জুন, ২০১৬ রাত ২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়।

৯| ২১ শে জুন, ২০১৬ রাত ১০:১০

রাজীব বলেছেন: ভ্রমনে গেলে ভ্রমন সংগীদের সাথে আমার খটমট লেগেই থাকে। কারন আমি নাকি খুব ব্যাস্ত শিডিউল করি। আসলেই হয়ত তাই। কোথাও যাবার পূর্বে যদি ৩ টি জায়গা দেখার প্লান থাকে তাহলে যাবার দিন আসতে আসতে আমি নেট ঘেটে আরো ২ টি জায়াগা দেখার প্লান করে ফেলি। ফলে আরামে ঘুম বা খাওয়া কোনটাই হয় না। আমি একটু হার্ড টাইপ ট্রাভেলার। ভ্রমনে যেয়ে আরাম করাটা আমর ধাতে সয় না। এমনিতে বাসায় থাকলে সকাল ১০টার আগে বিছানা ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু ভ্রমনে গেলে সুর্য উঠার আগে আমার উঠা চাই।
আপনার হাইস্পীড ভ্রমন কাহিনী পড়ে নিজের সাথে মিলিয়ে নিলাম। ;)

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রাজীব। হাইস্পীডে তাল মিলিয়ে ভ্রমণ কাহিনী পড়ার জন্য অভিনন্দন। ;)

ভাল থাকুন সবসময়।

১০| ২২ শে জুন, ২০১৬ রাত ২:১০

মাদিহা মৌ বলেছেন: ইসসস! এক্ষুনি দৌড়ে যেতে ইচ্ছে করছে! জমিদারবাড়ি
সিরিজের অপেক্ষায় রইলাম

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মাদিহা মৌ। আশা করি ঈদের পর জমিদার বাড়ি সিরিজ নিয়ে নতুন করে লিখতে পারব।

ভাল থাকুন সবসময়, শুভকামনা থাকবে।

১১| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৬

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ।
আবার আসবেন আমাদের এলাকায়।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১০:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এরপর আসলে সোজা আপনার বাসায় আতিথেয়তা নিব, প্রস্তুত থাকবেন যেন। :)

আসন্ন ঈদের শুভেচ্ছা রইল। ভাল কাটুক প্রতিটি ক্ষণ, নিরাপদে কাটুক।

১২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৮

আপনার আপন বলেছেন: হাইস্পীড ভ্রমন কাহিনী

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই ভ্রমণ কাহিনীটা মনে হয় স্পীড এনার্জি ড্রিঙ্ক পান করেছিল!!! ;)

১৩| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:২১

আব্দুল্যাহ বলেছেন: ছবির সাথেই কিছু বর্ণনা দিয়ে দিতে পারতেন

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে এই কাজটি করতে আমার খুব আলসেমী লাগে... :( বীথি আপুর ভয়ে তাই কিছু এড করেছি... :-B

ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৪| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দিনাজপুর যা্ওয়ার প্লান আছে দু মাসের মধ্যে।

আপনার পোস্টটি খুবই কাছে লাগবে। :)

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই, ঘুরে আসার পর কিন্তু ভ্রমণ পোষ্ট চাই। :)

১৫| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: এই দকটাতেই যাওয়া হয় নাই, কোনদিন।। বড়জোর যশোর আর খুলনা।। বৃহত্তর ময়মনসিংহ থেকে মানিকগঞ্জ।। নরসিংদী, ভৈরবও গিয়েছি।। কিন্তু আপনার মত নয়।।

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার মত নয়!! ভাইয়া আমি কি বিশেষ অভিযানে যাই নাকি? আমিও আট-দশজন সাধারণের মতই জাস্ট বেড়াতে যাই। ফিরে এসে একটু বাড়িয়ে বাড়িয়ে গল্প লিখি। এই যা।

ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৬| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:৪৭

একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: বাড়ির পাশ থেকে ঘুরে গেলেন জানতে পারলাম না :(

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এর পরেরবার আসলে, জোরেশোরে জানান দিয়ে আসব। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.