নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
পথের ধারে কাকে খোঁজো?
একটুখানি চক্ষু বুঁজো।
হৃদয় মাঝে একটু ঝুঁকে
কান পাতো শূন্য বুকে।
শুনতে কি পাও তারে?
ডাক দিয়ে যায়...
বারে বারে...
কোন জগতের,
কোন ভুবনের,
কোন শূন্যতায়?
বেঁচে থাকো,
স্বপ্ন দেখো
কিসেরও আশায়?
রচনাকাল: অক্টোবর, ২০১১
০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা। + +
কোন খেয়ালে হঠাৎ করে এমন চমৎকার একটি কবিতা লিখে ফেললেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাইয়া। অনেক আগে লিখেছিলাম, তাই কোন খেয়ালে লিখেছিলাম মনে নাই। তবে সেই সময়টায় এরকম ছোট ছোট অনেক আবেগী কবিতা লেখা হত এই বোকা মানুষের দ্বারা।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৪
Snowflake বলেছেন: সুন্দর লিখেছেন