![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
ঘুড়ি নাটাইয়ের সেতুবন্ধন হলো সুতো। সেই সুতো ছিঁড়ে গেলে সেই বন্ধন চিরতরে হারিয়ে যায়। নতুন ঘুড়ি সেই নাটাইয়ের সুতো'র পথ ধরে নতুন বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সেই সুতো ছিঁড়ে ছিন্ন হওয়া ঘুড়িটা কিন্তু আর ফিরে আসে না। শূন্যের হাতছানিতে দূর আকাশের বিশাল বুকে ঠাঁই খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে একসময় ফিরে যেতে চায় ছিন্ন হওয়া সেই নাটাইয়ের পাণে। কিন্তু তা কি আর হয়ে ওঠে বাস্তবতার নির্মম পঙ্কিল পথ পাড়ি দেয়ার পর? একসময় সে ধরনীর বুকে ফিরে ঠাঁই পায় অন্য কোন নাটাইয়ে। কিন্তু সব ঘুড়ির কি সেই ভাগ্য হয়? বেশীর ভাগ ঘুড়ি এতটুকু ঠাঁই এর আশায় ঝুলে থাকে জীবনের শ্যাওলা ধরা বাঁশের মাথায়, ক্ষয়ে যাওয়া কার্নিশে, পাতাঝরা গাছের নগ্ন কোন ডালের আগায়।
অন্যদিকে, সেই নাটাই কিন্তু ফাঁকা থাকে না, ঝলমলে রঙিন নতুন ঘুড়ির ঠাই হয় তার মায়ার, ভালবাসার সুতোতে... আবার খুব কম হলেও কিছু নাটাইয়ের ভাগ্যে কখনো সুতোর মায়ার আলিঙ্গন জোটে না যে সুতোয় বাঁধা হবে ঘুড়ি সাথে ভালবাসার বন্ধন।
নাটাই এর আশ্রয়ে, নিয়ন্ত্রণে ঘুড়িদের আকাশেতে পেখম মেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয় না কখনো... চলে অবিরাম যুগে যুগে...
এই সিরিজের আগের দুটো লেখাঃ
হৃদয়ের অর্থহীন কথোপকথন
মন খারাপের গল্প (হৃদয়ের অর্থহীন কথোপকথন ০২)
"মুড ব্লক" ((হৃদয়ের অর্থহীন কথোপকথন ০৩)
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৬
শায়মা বলেছেন: কে ঘুড়ি আর কে লাটাই চিন্তায় পড়লাম!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায়,
যা বলেছেন তা হৃদয়ের অর্থহীন কথোপকথন নয় মোটেই বরং হৃদয় দিয়ে নিদারুন বাস্তবতার অনুধাবন।
সুন্দর লেখা হয়েছে।