নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি, শুনবেন কেউ?

হাসান ইজ ব্যাক

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি!

হাসান ইজ ব্যাক › বিস্তারিত পোস্টঃ

"ইন পলিটিক্স, স্টুপিডিটি ইজ নট আ হ্যান্ডিক্যাপ"...

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৯

গাজীপুরের পরাজয়কে যারা আওয়ামীলীগের পরাজয় ভাবছেন তাদের বলছি; মেয়র নির্বাচনে আওয়ামীলীগ হোয়াইট ওয়াশের ধারাবাহিকতায় থাকলেও জাতীয় নির্বাচনে এটা প্রভাব ফেলবে না; কারণ ...

১। এটা স্থানীয় নির্বাচন, দলীয় নির্বাচন নয়। (ভোটাররা এই দুই নির্বাচনে ভোট দেয়ার সময় ভিন্ন ভিন্ন জগতে বাস করে!)

২। মন্ত্রী, এমপি, প্রশাসন (এমনকি হেফাজত) কে জড়িত করা হলেও ভোটাররা এখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, দলকে নয়। (বিএনপি'র সব প্রার্থী হঠাৎ করে তাদের পছন্দের হয়ে গেল কেন সেইটাও বিরাট গবেষণার বস্তু!)

৩। লক্ষ লক্ষ ভোটার সিটি মেয়র হিসাবে বিএনপি প্রার্থী চায়, আর জাতীয় নির্বাচনে সংসদে তাদের পছন্দ আওয়ামী এমপি, মন্ত্রী! (ভোট দিয়ে ভাঁড় নির্বাচনের সুযোগ শুধুমাত্র এই দেশেই আছে কিনা!)



বাই দ্য ওয়ে...



বলেন তো, এই মুহুর্তে যদি গাজীপুরের নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচন করার সুযোগ দেয়া হয়, আওয়ামীলীগ কাকে প্রার্থী বানাবে?

১। আজমত উল্লা

২। জাহাঙ্গীর আলম



ওয়েট...(২) নাম্বারের ঘরে টিক চিহ্ন দেয়ার আগে শোনেন, আপনার ছোট বুদ্ধিতে দল চলে না, দল চলে আরো বড় মাথায়। সামান্য ধৈর্য্য ধরেন, কিছুদিন পরেই নির্বাচন হবে। জাহাঙ্গীর আলমদের চোখের পানিতে ভাসিয়ে আজমত উল্লারাই দলীয় মনোনয়ন পাবে ইনশাল্লাহ্‌ !!!



"ইন পলিটিক্স, স্টুপিডিটি ইজ নট আ হ্যান্ডিক্যাপ"...নেপোলিয়ন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন: সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত ৪ টি বিভাগে ও আজ গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে উল্টাটাই দেখতেন।
ঢাকায়ও এই রকম ফলাফলই দেখা যাবে।
সিটি নির্বাচনে ক্ষমতাসিন সরকারের বাইরের কোন লোককেই চাইবে, সে যোগ্য না হলেও!
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?
আগামি সাধারন নির্বাচনে এই ইশু থাকবেনা নিশ্চিত থাকতে পারেন।

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

হাসান ইজ ব্যাক বলেছেন: সহমত!

২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

এমজামান বলেছেন: হাসান কালবৈশাখী

ভাইজান মনে হয় একটু বেশিই চিন্তা করেন????????

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

হাসান ইজ ব্যাক বলেছেন: ঠিক ধরেছেন ভাইজান! চিন্তায় চিন্তায় ঘুম নষ্ট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.