নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি, শুনবেন কেউ?

হাসান ইজ ব্যাক

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি!

হাসান ইজ ব্যাক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে প্রাপ্ত ক্ষমতা এবং বেত্র পলিটিক্স...

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৪

পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভের সুবাধে বিএনপি ফুরফুরে মেজাজে আছে। দিন গুনছে মসনদে বসার। ছাত্রদলের বুড়া নেতারা অলরেডি রুটি-হালুয়ার গন্ধে কামড়া-কামড়ি শুরু করেছে। কারণ কমিটিতে থাকা মানে ভবিষ্যত মন্ত্রীদের ছায়ায় থাকা- টেন্ডারবাজির পথ প্রশস্ত করা।

সব দেখে-শুনে আমাদের অভিমানী প্রধানমন্ত্রীও বিদ্যুৎ বন্ধ করে জনগণকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। আজব দেশ! বেশি কথার কুফল বারবার পাওয়ার পরও শিক্ষা হয় না নেতাদের। তিনারা আবার বিএনপি চুপ কেন-এইটা নিয়াও বেজায় রাগ! সেয়ানা বিএনপি এই কাজটা ভালো পারে। কথা কম...আকাম বেশি!

এইদিকে খবর, আমেরিকা প্রবাসী জয় বাবাজি স্বপ্নে প্রাপ্ত তথ্যে জানতে পেরেছেন- আওয়ামীলীগ নাকি ক্ষমতায় আসছে। তো এত হাকাহাকির দরকার কী? নাকে তেল দিয়ে ঘুমালেই পারে। এই গরমে আর লোডশেডিং-মেডিং দিয়ে স্বপ্নে প্রাপ্ত ওষুধটাকে ব্যর্থ না করাই শ্রেয়। বঙ্গবন্ধুর জন্য দুঃখ হয়। তিনি আজ বেঁচে থাকলে বলতেন, "বাছা, কম ঘুমাইয়া পাবলিকের কাছে যাও, পাবলিকে কি কয় শোন। আমি কোন গোয়েন্দা তথ্য নিয়া পলিটিক্স করি নাই, পাবলিকের অন্তরের তথ্যই ছিল আমার রাজনীতির ভিত্তি।"

কে শোনে কার কথা? ক্ষমতাই তো আসল কথা। স্বপ্নে বা বাস্তবে যেকোন ভাবেই গদি দরকার। পাবলিকও পাঁচটা বছর ওয়েট করে মাইর দেওয়ার জন্য। পাবলিকের মাইর, ক্ষমতার বাইর। কারণ এই মাইরের পরেই আবার তাদের মাইর খাইতে হবে পাঁচ বছর। তাই ফিনিশিং মাইরটা একটু কইষা দেওয়া হয়। এইবার মাইর কারে দেয় আল্লাই জানে!

তো আসল কথা, ক্ষমতায় যে-ই আসুক খুশি হওয়ার কিছু নাই। যেই লাউ-হেই কদু। আসেন পিছে ছালা বাঁধি, নেক্সট পাঁচ বছরের মাইরটা হজম করতে হইবো না?

হেডমাস্টার সাব বদলাইবেন বটে; তবে মূর্খ ছাত্রদের গদাইবার উদ্দেশ্যে তাহাদের বাপের টাকায় কেনা বেত্রখানা আগের জায়গায়-ই শোভা পাইতে থাকিবে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

হাসান ইজ ব্যাক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.