![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার একটা হাসির কৌতুক শুনুন। আমি আসলে এই ব্লগ সম্পর্কে কিছুই জানি না। ব্লগে যে নোটিফিকেশন দেখা যেত জানতাম না। আমি প্রায় ভাবতাম "আমার না হয় তেমন কোন পোস্ট নেই। কিন্তু যাদের শত শত পোস্ট তারা কিভাবে তাদের পোস্টে কমেন্ট হলে জানতে পারে?" আজ হঠাৎ খেয়াল করলাম স্ক্রিনের ডানপাশে উপরে নোটিফিকেশন লেখা। আর তা দেখে আমি তো হাসতে হাসতে শেষ। হায়রে পোড়া কপাল! এই আমি কমেন্টের খোঁজে মাঝে মাঝে নিজের পোস্টগুলো খুলে দেখতাম। সত্যিই বড়ই বেচারা বেচারা লাগছে নিজেকে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৭
হাসান ইজ ব্যাক বলেছেন: তাই নাকি? আপনার কথা শুনে নিজেকে আর তেমন বেচারা লাগছে না। ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮
দি সুফি বলেছেন: আপনার পোষ্টে কেউ মন্তব্য করলে, আপনার ব্লগ হোমপেইজের "অদেখা মন্তব্য সমূহ (০)" - এখানের ০ পরিবর্তন হয়ে যতগুলো নতুন কমেন্ট এসেছে তত সংখ্যা দেখাবে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৯
হাসান ইজ ব্যাক বলেছেন: জানতাম না। এখন দেখলাম। ধন্যবাদ দি সুফি।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: হুম ।।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯
মশিকুর বলেছেন:
ব্যাপারটা খুব বেশী দিন আগের না। দুই একমাস আগে শুরু হয়েছে।