নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি, শুনবেন কেউ?

হাসান ইজ ব্যাক

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি!

হাসান ইজ ব্যাক › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেয়া দশটি শিক্ষা:

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৯

এক. আমরা দুনিয়াতে না, আমাদের শরীরে বাস করি। তাই এ্ই জায়গাটুকুর বেস্ট কেয়ার করা উচিত।

দুই. ইন্টারনেট থেকে আপনি যত দূরে থাকবেন, ততই আপনার প্রিয় মানুষগুলোর কাছাকাছি থাকবেন।

তিন. এই পৃথিবীতে কেউই ব্যস্ত না, সবাই কেবল প্রয়োজনীয় ব্যাপারগুলোর যত্ন নেয়। তাই আপনাকে কেউ ব্যস্ততার জন্যে সময় দিতে না পারলে, খুব সম্ভবত আপনি তার নিকট অপ্রয়োজনীয়।

চার. ক্লিনিং কাজে কোন ৯৯% বা পারসেন্টেজ নাই। সবসময় ১০০% হতে হয়। বন্ধুত্বও এমন। হয় আছে নয় নাই, মাঝামাঝি বন্ধুত্ব বলে কিছু নেই।

পাঁচ. রান্না করার সময় তেলে মশলা দেয়ার আগে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলে রান্না ভালো হয়।

ছয়. সময় কখনো দ্রুত বা আস্তে চলে না। দুঃখের সময়টুকুতে আমরা ঘড়ির দিকে একটু বেশিই তাকাই।

সাত. লাইফ যত ফাস্ট হবে, আফসোস তত বেশি হবে। না পাওয়া আর না দেখার আফসোস।

আট. মানুষ একটা সময়ে বাস করে; যতক্ষন মাটির উপর দাঁড়িয়ে থাকে, ততক্ষনই অস্থিত্ব, সে যে-ই হোক না কেন। দ্য ওর্য়াল্ড ডাজন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট ইউ।

নয়. আমি নিজেকে যতটুকু রেস্পেক্ট করি, অন্যরাও ততটুকু করে। তাই সেলফ রেস্পেক্ট ইজ ইর্ম্পটেন্ট।

দশ. সুখ সবাই অনুভব করতে পারে না। সুখী হতে বড় মন চাই। বড় মনের মানুষ অল্পেই সুখ খুঁজে পায়।

মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

মহাকাল333 বলেছেন: দারুন ..। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.