নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি, শুনবেন কেউ?

হাসান ইজ ব্যাক

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি!

হাসান ইজ ব্যাক › বিস্তারিত পোস্টঃ

"....আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।"

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

সময় বলে কিছু আছে কী, বছর, মাস, দিন? নাকি আমরা গননার কিংবা হিসাবের প্রয়োজনে বিষয়টাকে টুকরো টুকরো করে নাম দিয়ে দিই, কিংবা সময়কে একটা স্রোত ভেবে এর বহমানতা কল্পনা করি! বিষয়টাখানাকে আসলেই এত্ত ছোট্ট পরিসরে নেয়া যায় কী! আমাদের এই অস্তিত্ব কেবল টুকরো টুকরো অভিজ্ঞতার যোগফলই্ নয় কী। সে যাই হোক, শেষ তিনশত পয়ষট্টি সুর্যোদয় কেবল কিছু অভিজ্ঞতার সমষ্টি মাত্র। ভালো-মন্দ দুটোই।
ওয়েট... ভালো বা মন্দ বলে কিছু আছে কী? কোন ব্যাপার কী সবার কাছেই ভালো বা মন্দ হতে পারে? দেশ-সংষ্কৃতিভেদে ভিন্ন হতে পারে না? কিংবা পরিস্থিতিভেদেও ভালো বা মন্দের সংজ্ঞা পাল্টাতে পারে। আচ্ছা, মানবহত্যা মন্দ কী? শান্তিতে, যুদ্ধে, শাস্তিতে? পরিস্থিতিভেদে এর সংজ্ঞা কী পাল্টায় না? শুধু মানুষ না, প্রানীহত্যা? ধর্ম-গোষ্ঠীভেদে ভিন্ন দৃষ্টিভঙ্গি নয় কী! হোয়াট এবাউট হিউম্যান সাইকোলজি! মানুষের সামাজিক আচরন-ব্যবহার কিংবা শাস্তি? একই অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি কেন!
সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার। দৃষ্টিভঙ্গির ব্যাপারখানা আছে বলেই আমরা সবাই সঠিক ভাবি নিজেদের। আস্তিক-নাস্তিক, গনতন্ত্রী-সমাজতন্ত্রী, মোটা-চিকন, রাইট-লেফ্‌ট সবাই ভাবে আমিই সঠিক, মি. রাইট। কে যে আসলে রাইট আর কে যে রং - এটা বুঝার ক্ষমতা এই রঙ্গিন দুনিয়ার দু'পেয়ে প্রানীদের দেয়া হয়েছে কীনা সেটাও এক বিতর্ক হতে পারে। আশরাফূল মাখলুকাত সাইনবোর্ডখানা আছে বলেই- ডিসিশান নেবার শতভাগ সক্ষমতা আছে বলে ভাবার কারন আছে কী? যদি তাই হতো- সবকিছুই নির্দিষ্ট হয়ে যেত, অপরিবর্তনীয় হয়ে যেত। যেই সূর্যখানা একসময় পৃথিবীর চারপাশে ঘুরতো হঠাৎ ডিসিশান চেঞ্জ করে উল্টোটা হতো না নিশ্চয়ই। হাজার হাজার রাতজেগে শতশত মতবাদ সৃষ্টি বা প্রচারের প্রয়োজন হতো না। মানুষের রক্তে যুগে যুগে লাল হতো কী পৃথিবার পথ! সব যোদ্ধাই যে সঠিক ছিল, সব সেনাপতিই তো ছিল মি. রাইট!
তবে আসল মি. রাইট কে! এই ব্যাপারখানাই কী একটা সুপ্রিম পাওয়ার এর প্রয়োজনীয়তা তুলে ধরে না? যার ডিসিশান ক্ষমতা অনেক অনেকগুন বেশি। এই ক্ষমতার উৎস কেবল জ্ঞান। যে জ্ঞানের পরিধি অফুরন্ত, অসীম। কথায় কথায়, বুঝে না বুঝে তর্ক করা আমাদের জ্ঞান যে জ্ঞানের তুলনায় সমুদ্রের এক বিন্দুসমও নয়!
"তারা শুধু পার্থিব জীবনের বাহ্যিক দিকটুকুই জানে।....আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।"
(সূরা রূম : ৭ এবং সূরা বনী ইসরাইল : ৮৫)
একটা বিষয় তাই মেনেই নিতে হচ্ছে আর তা হলো সব জেনে গেছি বা জেনে যাবো এমন ভেবে আমাদের অহংকার করার কিচ্ছু নেই। উই জাস্ট হ্যাভ টু ওয়েট। ওয়েট ফর দ্য ফাইনাল ডিসিশান। এটা আমি মেনে নিয়েছি, আপনি দ্বিমত করতে পারেন। ওই যে বললাম না, সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৬

হাসান ইজ ব্যাক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার অপূর্ণ রায়হান।

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

আজমান আন্দালিব বলেছেন: একটা বিষয় তাই মেনেই নিতে হচ্ছে আর তা হলো সব জেনে গেছি বা জেনে যাবো এমন ভেবে আমাদের অহংকার করার কিচ্ছু নেই।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৬

হাসান ইজ ব্যাক বলেছেন: তাই আমার বিশ্বাস। ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার ভাবনা।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৭

হাসান ইজ ব্যাক বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: ''আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।''

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

হাসান ইজ ব্যাক বলেছেন: সামান্য এ জ্ঞানটুকুতে যা পেয়েছে মানবজাতি- বিশাল সেই জ্ঞানভান্ডার না জানি কতটা বিশাল, সুমহান। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.