![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ টীমের জয়ের সাথে আমার ব্যক্তিগত কিছু জয়ের বেশ মিল পাই। যেদিন বাংলাদেশ অস্বাভাবিক জয় পায়, সেদিন আমিও কঠিন কিছু জয় করে ফেলি। আনন্দটা তাই ডাবল হয়ে দাঁড়ায়। আজকে যেমনটা হলো। বাংলাদেশ ইতিহাস গড়ে ইংলিশদের উড়িয়ে জয় পেল, আর আমিও গড়লাম ইতিহাস। বাংলাদেশের জয়টা বিশ্বাসযোগ্য হলেও আমার জয়টা কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছিল। কারন সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা পৃথিবীর কঠিনতম কাজ না হলেও মোটামুটি কাছাকাছি পর্যায়েরই! যারা এই কার্ডখানার জন্য অনবরত সংগ্রাম করে চলেছে- তারাই শুধু অনুভব করতে পারে।
ইট ওয়াজ রিয়েলি আ লং জার্নি! ফিলিং সো হ্যাপি- ফর বাংলাদেশ, ফর মাইসেলফ!
©somewhere in net ltd.