নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্যাণপাটির কল্যাণ হোক।

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়।

হাটহাজারী, চট্ট্রগাম।

হাটহাজারী আমার প্রিয় জন্ম স্থান। ভালবাসি হাটহাজারী।

হাটহাজারী, চট্ট্রগাম। › বিস্তারিত পোস্টঃ

ফটিকছড়িতে জামাত শিবিরের নৃশংসতার নতুন ও এক্সক্লুসিভ একটি ভিডিও।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

ফটিকছড়িতে নিরহ ও নিরস্ত্র মানুষের শোভাযাত্রায় জামাত শিবিরের মারাত্বক নৃশংস হামলা ও হত্যার একটি নতুন ও এক্সক্লুসিভ ভিডিও, এই ভিডিওটি ফটিকছড়ির এক জামাত শিবিরের কর্মীর মোবাইলে পাওযা যায়, ঐ জামাত শিবির কর্মী মোবাইল দোকানে গান লোড করতে গেলে দোকানদার তার মোবাইলের মেমোরি কার্ডে এই ভিডিওটি দেখতে পান। কৌশলে দোকানদার এই ভিডিওটি উদ্ধার করেন।



জীবিত মানুষকে পিঠিয়ে মারার দৃশ্য দেখুন ফেজবুকের এই লিঙ্কে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

যোগী বলেছেন: ভয়ংকর

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: শেয়ার করুন। সবার সাথে, খুলে দিন জামাত শিবিরের মুখোশ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

জাতির চাচা বলেছেন: জাতির এই সংকটের সময়েও শাহবাগী পোষ্ট দিতে হবে!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: কথা আছে চোরের মনে পুলিশ পুলিশ। এখানে শাহবাগ দেখলেন কোথায়?

সাভার ট্র্যাজেডিতে আমি শোর্কাত, আল্লাহ মৃতদের বেহেস্ত দান করুক। যারা আহত তাদের সমবেদনা ও সুস্থতা কামনা করতেছি।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

বাংলাদেশি বাংগালী। বলেছেন: loggi r boitar kotha mone pore jai

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: loggi r boitar kotha mone pore jai


কিন্তু বাস্তব দৃশ্যতো দেখলেন, এই সর্ম্পকে কিছু মন্তব্য করুন।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

উল্যাহ ১১ বলেছেন: শাহবাগী রা বাসতব দুনিয়ায় বাস করে নাকি...তারা তো সব সপনের দুনিয়ায় বাস করে................

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: সর্বকালের সর্বশেষ্ট মন্তব্য, চির দিন এই মন্তব্য ব্লগে আলো ছড়াবে।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

মুখতার বাবলু বলেছেন: ফটিকছড়ির ১১ ই এপ্রিল এবং পল্টনের ২৮ শে অক্টোবরের কিছু পার্থক্য:

১. ২৮ শে অক্টোবর ছিল প্রশিকা এবং আরো কিছু এনজিও সংস্থার কিছু ভাড়াটে মাস্তান এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর পৈশাচিক তান্ডব । আর ফটিকছড়িতে ছিল গ্রামবাসীর সশস্ত্র প্রতিরোধ ।

২. ২৮ শে অক্টোবরের আক্রান্ত পক্ষ ছিল কিছু রাজনৈতিক কর্মী যারা আগে থেকে সমাবেশ করার জন্য ওখানে একত্রিত হয়েছিল। ফটিকছড়িতে আক্রান্ত পক্ষের মিছিলের ভিডিও ফুটেজ দেখলে বোঝা যায় তারা ছিল মূলত কিছু উশৃঙ্খল যুবক।

৩. ফটিকছড়িতে আক্রমনকারীরা ছিল সবাই স্থানীয় গ্রামবাসী আর পল্টনে আক্রমনকারীরা ছিল ভাড়া করা পেশাদার সন্ত্রাসী ।

৪. ফটিকছড়িতে গ্রামবাসী কারো উপর আগ বাড়িয়ে হামলা করেনি, বরং হামলা প্রতিরোধ করতে পাল্টা হামলা করেছে ।
আর পল্টনে শান্তিপূর্ণ সমাবেশে কোন প্রকার উস্কানী ছাড়া হামলা করেছিল ।

৫. ফটিকছড়িতে আক্রমনের সময় গ্রামবাসীর ক্ষোভের তীব্রতা থাকলেও কোন মৃত লাশের উপর পৈশাচিক নৃত্য করে নি । অথচ পল্টনে সেটাই করেছে মানুষ নামের পশুরা ।

৬. পল্টনে ঘটনে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এসেছে, এটা প্রমাণিত সত্য এবং এর তীব্রতা বা পৈশাচিকতাও বিশ্ববাসী দেখেছে। কিন্তু ফটিকছড়িতে হামলা হয়েছে ঠিকই, কিন্তু এর তীব্রতা কতটুকু সে সম্পর্কে কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই, কোন মিডিয়ায়ও সে ধরণের কোন প্রমাণ দিতে পারেনি আর এতে ঠিক কতজন মারা গেছে সেটাও নিশ্চিত নয় । ফেসবুকে যেসব ভিডিও ক্লিপ ছাড়া হচ্ছে সেগুলোও বিশ্বাসযৌগ্য নয়, ওগুলোর বেশির ভাগই অতীতের পুরনো কোন ঘ্টনার ভিডিও ক্লিপ যা ফটিকছড়ির বলে অপপ্রচার চালানো হচ্ছে।

৭. ফটিকছড়িতে আক্রান্তরাই মসজিদে হামলা চালিয়েছে আর পল্টনে আক্রমনকারীরা মসজিদে হামলা চালিয়েছে।

৮. পল্টনে আক্রান্ত পক্ষ পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়নি । আর ফটিকছড়িতে আক্রান্ত পক্ষ নেড়ী কুকুরের মত মার খেয়ে পালিয়েছে এবং পরবর্তীতে ঘেউ ঘেউ করতেছে ।

৯. পল্টনের পৈশাচিক হামলার খবর প্রতিটি মিডিয়ার শিরোনাম হয়েছিল, কিন্তু ফটিকছড়ির ঘটনা কোন মিডিয়ার শিরোনাম হয়নি যাতে বোঝা যায় ফটিকছড়ির ঘটনার তীব্রতা পল্টনের তুলনায় কম ছিল ।

১০. সর্বোপরি বলা যায় যে, ২৮ শে অক্টোবরের ঘটনা ছিল একটা পরিকল্পিত পৈশাচিক নৃশংসতা আর ১১ ই এপ্রিলের ফটিকছড়ির ঘটনা ছিল গ্রামবাসীর স্বত:স্ফূর্ত গণবিস্ফারণ ।

নিউটনের তৃতীয় সূত্রমতে,
"প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে",

এখানে আংশিক বিপরীতমুখী প্রতিক্রিয়ার মাধ্যমে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, স্বভাব পরিবর্তন না করলে অন্য যেকোন সময় অন্য কোন জায়গায় হয়তো পুরোপুরি নিউটনের তূতীয় সূত্র অনুসরণ করা হতে পারে ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: অনেক যুক্তি দিলেন, মানলাম আপনার সকল সকল যুক্তি।


আমি কোথাও বা কেউ কোথাও বলেনি সেই ২৮ অক্টোবরের হামলা বা হত্যা কান্ড সমর্তন যোগ্য।


আমি নিজেও সেই ২৮ শে অক্টোবরের হত্যাকান্ডের নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।


আপনি ফটিকছড়ির হত্যাকারীদের পক্ষে সাফায় গেয়েছেন। ও ফটিকছড়ির হত্যা কান্ড সমর্তন করেছেন।

আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চায় কোন হত্যাকান্ড সমর্তন যোগ্য হতে পারেনা।

আমি মনে করি কোন হত্যাকান্ডকে সমর্তন দেওয়া নিজে নিজেকে খুনি হিসাবে উপস্থাপন করা।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: অনেক যুক্তি দিলেন, মানলাম আপনার সকল সকল যুক্তি।


আমি কোথাও বা কেউ কোথাও বলেনি সেই ২৮ অক্টোবরের হামলা বা হত্যা কান্ড সমর্তন যোগ্য।


আমি নিজেও সেই ২৮ শে অক্টোবরের হত্যাকান্ডের নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।


আপনি ফটিকছড়ির হত্যাকারীদের পক্ষে সাফায় গেয়েছেন। ও ফটিকছড়ির হত্যা কান্ড সমর্তন করেছেন।

আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চায় কোন হত্যাকান্ড সমর্তন যোগ্য হতে পারেনা।

আমি মনে করি কোন হত্যাকান্ডকে সমর্তন দেওয়া নিজে নিজেকে খুনি হিসাবে উপস্থাপন করা।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

মুণণা বলেছেন: ধুর মিয়া কিসের মধ্যে কিসের পোস্ট? চো.... আর সময় মো.... র আলাপ্ ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.