![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাকরিটা আমার জন্য অভাবনীয় ছিল বলা চলে। তিনবেলা পেট পুরে খাবার ব্যবস্থা, দিন শেষে মাথা গোঁজার জন্য একটুখানি ঠাই, বিনোদনের জন্য মেয়ে মানুষ আনা যেতে পারে (খরচ অফিস বহন করবে)। ওদের তেমন কোন শর্ত নেই, শুধুমাত্র চাকরী ছেড়ে দিতে চাইলে আমার পরিবর্তে অন্য কাউকে বহাল করে যেতে হবে।
আমি যখন আমার একজন ঘনিষ্ট বন্ধুটিকে বললাম।
-লোকেদের জবেহ করে তাদের হাত, পা, চোখ, নাক, অন্ডকোষ ইত্যাদি আলাদা করে সাজিয়ে রাখাটা কি আমার দ্বারা সম্ভব?
-নিঃসন্দেহে। অনেকেই এটা করে জীবিকা নির্বাহ করছে।
-আমি এটা করবো।
দৃঢ়তার সাথে উচ্চারণ করলাম আমি।
বিশ্বস্ততার সাথে ছত্রিশ বছর চাকরি করার পর হঠাৎ আমার চুলে পাক ধরতে শুরু করলো। চোখের জ্যোতিও হ্রাস পাওয়া শুরু করেছে বুঝতে পারলাম। লোকেদের হাত পা আলাদ করতে কষ্ট হয় এখন। আগে যেখানে এক কোঁপেই অালাদা করতে পারতাম উরু কিংবা শক্ত মেরুদন্ড সেখানে এখন পোঁচিয়ে পোঁচিয়ে কাটতে হয়। উপর ওয়ালাদের আমার উপর থেকে আস্থা কমে যাচ্ছে আস্তে আস্তে। আমি চাকরি ছাড়ার জন্য আবেদন করলাম। আমাকে নোটিশের মাধ্যমে মনে করিয়ে দেওয়া হলো পূর্বের শর্তটা। আমি হতাশ হলাম কেননা আমার কোন পৈত্রিক আত্মীয় ছিল না যাকে আমি আমার পরিবর্তে চাকরিতে বহাল করতে পারি।
এরপর কর্মদিবসের কোন একদিন আমাকে বেঁধে ফেলা হলো। শুনলাম অফিসে নতুন লোক এসেছে। আমার মনে পড়লো ট্রেনিং করার প্রথম দিনের কথা। একটা বুড়ো মতন লোক, চুলে পাক ধরেছে, চোখের দেখে না তেমন।একটা টেবিলের উপর শুয়ে আছে লোকটা। আমি কম্পনরত হাতে আলাদা করছি লোকটির গলা তারপর একে একে হাত, পা, গ্রীবা, মেরুদন্ড, গোড়ালি, পশ্চাৎদেশ, অন্ডকোষ..........।
ছবি: ইন্টারনেট
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: অণুগল্পের অণুমন্তব্য! শুভ কামনা।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চক্র অবিরাম...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ভৃগুদা। শুভ কামনা জানবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
হাবিব শুভ বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮
হাতুড়ে লেখক বলেছেন:
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটি অনুগল্প পড়লাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ভাল থাকবেন। শুভ কামনা।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ হাতুড়ে লেখক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। প্রথম বারের মত আমার ব্লগে আসায়। শুভ কামনা রইলো।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথমবার, কিন্তু শেষবার নয়।
বিজ্ঞাপনের ভাষায় বললাম। হাঃ হাঃ হাঃ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
হাতুড়ে লেখক বলেছেন: "ধন্যবাদ আবার আসবেন"
হামা ভাইয়ের গল্পের মত বললাম।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
কালীদাস বলেছেন: পুরাই কুপা সামছু
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
হাতুড়ে লেখক বলেছেন: অ্যা?
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: রহস্য, ফ্লো, নাটকিয় পরিনতি সবই আছে!
মাইনাস থুক্কু পিলাচ দাদু ভাই!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: মাইনাসই তো ঠিক ছিল দাদু ভাই! পিলাচ দিলেন ক্যা?
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৯
একজন আরমান বলেছেন:
চক্র !
ভাল্লাগছে অণুগল্প।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। শুভ কামনা।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বার বার ফিরে আসি জগৎ ছায়ায়
হয়ত আমার বেশে অন্য কেউ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১
হাতুড়ে লেখক বলেছেন: বার বার ফিরে আসি জগৎ ছায়ায়
হয়ত আমার বেশে অন্য কেউ।
বার বার ফিরে যাই নরকের দরজায়
তবুও যাওয়া হয় না।
হইলো না! কি আর করা!
গরু দিয়া তো আর হালচাষ হয় না!
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আফসোস নিয়েন না ভাই
আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ
দেখতে পাই।
জোয়াল কাঁধে নেয়ার সক্ষমতা আপনার আছে
যে যা বলুক
আপনি সবার থেকে আলাদা।
আপনি হাসবেন, একদিন হাসবেন
নরকের অনলে বসে
পুষ্পের মত হাসবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
হাতুড়ে লেখক বলেছেন: আহা! জেনে ভাল লাগলো
আমি একদিন হাসবো
কাঁদতে কাঁদতে হাসবো
জোয়াল কাধে নিয়ে হাসবো
কাশতে কাশতে হাসবো
হাসতে হাসতে বাঁচবো
ভাবনো আর কে কি বললো!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
সামিয়া বলেছেন: চাকুরীজীবীর মানুষ কাঁটাকুটার পেশার নাম কি??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
হাতুড়ে লেখক বলেছেন: যেকোন অপরাধ মূলক কাজের প্রতিকী হিসেবে এই চাকরীর উল্লেখ করা হয়েছে।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: হাতুড়ে লেখক ,
অভিনব.... অভিনব.........অভিনব ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
হাতুড়ে লেখক বলেছেন: জী এস ভাই
আমি
উৎফুল্ল.........উৎফুল্ল.........উৎফুল্ল।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
নিয়াজ সুমন বলেছেন: অল্পকথায় মুগ্ধ হলাম। শুভ কামনা ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভ কামনা।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
বর্ষন হোমস বলেছেন:
আমি মুগ্ধিত
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
হাতুড়ে লেখক বলেছেন: আমি পুলকিত।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
রাকিব সামছ বলেছেন: খুব ভাল লেগেছ-----
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ রাকিব ভাই। শুভ কামনা।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: গা শিউরে উঠা গল্প.....বরাবরের মতোই ব্যাতিক্রমী
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ সাম্মা ভাই। শুভ কামনা। চা দিলেন না যে?
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
জেন রসি বলেছেন: মেটাফোরিক। চমৎকার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা।
১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬
রানা আমান বলেছেন: আপনি নামেই শুধু হাতুড়ে লেখক , লেখাগুলো কিন্তু পাকা হাতের । চমৎকার হয় পড়তে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ রানা আমান। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬
অপু তানভীর বলেছেন: চমৎকার !