![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তোমাকে যদি একটি হত্যার বৈধ্যতা দেওয়া হয়, তাহলে তুমি কাকে মারতে চাইবে?
আমার বউ বেশ নির্বিকার ভাবেই প্রশ্নটা ছুড়ে দিল আমার দিকে। প্রথমে খানিকটা বিহব্বল, পরে কিছুটা ধৈর্যের সহিত উত্তর করলাম,
-ভেবে জানাই?
-অবশ্যই। আজকের পুরো রাতটা সময় দিলাম। হবেনা?
-যথেষ্ট।
নিঃসন্দেহে এটা আমার জন্য একটি চমকপ্রদ ভাবনার খোরাক ছিল। বিছানায় গাঁ এলিয়ে দিয়ে প্রথমেই বউকে দিয়ে শুরু করলাম। বউকে মারলে কেমন হয়? চিন্তাটা প্রথমেই বাদ দিতে হলো। আমার বউ কে নিয়ে আমি সুখী। ভয়াবহ রকম সুন্দরভাবে কেটে যায় আমাদের প্রত্যেকটা মূহুর্ত। তাহলে কাকে? আমাদের তিন বৎসরের সন্তানটিকে? যে কিনা এখন আমার বুকের পাশেই ঘুমিয়ে রয়েছে নিশ্চিন্তে। ছিঃ ছিঃ কি সব বিদঘুটে চিন্তা করছি আমি! আমার সন্তানের বুকে আমিই ছুরি চালাবো?
মফস্বল এলাকার ছোট্ট একটি ছনের ঘরে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা আমার বৃদ্ধ বাবা কে মারবো নাকি? এটা করলে মন্দ হয়না! সে তো কয়েকদিন পরেই মারা যাচ্ছে! মাঝখানে আমি পাচ্ছি নিজের পশুত্ব জাহির করার প্রশস্থ কার্যক্ষেত্র। পরক্ষণেই ভাবলাম, তিনি নিশ্চই আরো কয়েকটা সুর্যোদয় দেখে যেতে চাইবেন, ক্ষুধার্ত পেটে। আমি হয়তো তাকে তিলে তিলে মারতে পারবো, কিন্তু একেবারে মেরে ফেলা আমার পক্ষে সম্ভবপর নয়।
খেলাটা প্রথম দিকে স্বস্তিদায়ক মনে হলেও রাত বাড়ার সাথে সাথে সেটা কঠিন থেকে আরো কঠিনতর হয়ে উঠলো। পুরাতন প্রেমিকা, বন্ধু, প্রতিবেশী, কলিগ, পরিচিত প্রত্যেককে একবার করে ফায়ার রেঞ্জে দাড় করলাম একে একে। কাউকে উপযুক্ত মনে হলো না যার টুটি ছিড়ে ফেলে উল্লাসে মেতে ওঠা যায়। অথচ এদের প্রত্যেককে আমার স্বার্থের জন্য ব্যবহার করেছি। নিজেকে উলটে পালটে প্রশ্ন জালে ঠেলে দেই, আরেকবার চূড়ান্ত স্বার্থপরতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়তে পারিনা আমি?
আমার হাত পায়ের তালু ঘামতে শুরু করেছে ইতিমধ্যে। বুঝতে পারছি অন্ধকারটা আরো অন্ধকার হয়ে আসছে। রাত যখন শেষের দিকে তখন হঠাৎ মনে হতে লাগলো আমি তাকে পেয়েছি! আস্তে করে বিছানা ছেড়ে নেমে দাড়াই এবং অতি সঙ্গোপনে এগিয়ে যাই আলনার ধার ঘেষে রান্না ঘরের দিকে একটি আধ মলিন শাড়ী হাতে জড়িয়ে। সিলিং ফ্যানের ময়লা পরিষ্কার করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
(ছবি: ইন্টারনেট)
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৫
হাতুড়ে লেখক বলেছেন: কেউ অনুপ্রাণিত হয়ে আত্মাহুতি দিক এটা আমি খুব করে চাই। নিজেকে শুদ্ধ করাটাও এক প্রকার আত্মাহুতি।
২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৬
নাগরিক কবি বলেছেন: আমি গল্পটা পড়ছি না। আপনার প্রতিউত্তরের পরে পরবো। শেষটা কি আপনি নিজে?? আত্মনাশ!
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
হাতুড়ে লেখক বলেছেন: হলে হতে পারে না হলে বলবো কেন?
৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
প্লিজ ওয়েট এন্ড সী।
এমনটা দরকার নেই।
শুভকামনা চিরন্তন।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ সামিউল ভাই। শুভ কামনা আপনাকেও।
৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: রান্নাঘরে সিলিং ফ্যান? আপনি হয়ত ঘুমিয়ে পরেছিলেন
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৭
হাতুড়ে লেখক বলেছেন: উহুম। এটা ঠিক ঘুমানো নয়! আত্মার পরিশুদ্ধি।
৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯
জুন বলেছেন: এমন একটি প্লট নিয়ে লেখা গল্প আমি পড়েছি কোথাও । তবে সুত্র দিতে পারবো না । আপনার ছোট ছোট গল্পের স্টাইলটা চমৎকার । ঝরঝরে লেখা একটানে পড়ে যাই । অনেক ভালোলাগা রইলো হাতুড়ে লেখক । তবে বানানের ব্যপারে আর হাতুড়ে থাকা ঠিক নয় যে কিনা এত সুন্দর অনু গল্প লিখে । তবে কথা হলো এই যে আমারও অনেক বানান ভুল হয়
+
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১০
হাতুড়ে লেখক বলেছেন: তবে কথা হলো এই যে আমারও অনেক বানান ভুল হয়
তার প্রমাণ স্বরুপ মন্তব্যে 'সূত্র' বানানটাই যথেষ্ট!
আমি এজন্যই হাতুড়ে আপু। বানানগুলো চাইলে শুদ্ধ করে লিখতে পারিনা। বিদ্যেটা খুব স্বল্প কিনা তাই!
ভুলগুলো একটু কষ্ট করে ধরিয়ে দিলে কৃতার্থ হবো আপু।
শুভ কামনা চিরন্তন।
৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
জুন বলেছেন: বিদখুটে - বিদঘুটে
ক্ষুধার্থ - ক্ষুধার্ত
এঁকে এঁকে- একে একে ।
মনে হয় টাইপো । আমারো হচ্ছে ফোন থেকে লেখায়
অযাচিত মাতব্বরীতে আশাকরি কিছু মনে করবেন না ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২২
হাতুড়ে লেখক বলেছেন: অযাচিত মাতব্বরীতে আশাকরি কিছু মনে করবেন না ।
এটা কি বললেন আপু?
আমি চাই ভুলগুলো কষ্ট করে ধরিয়ে দিন। চির কৃতজ্ঞ হয়ে থাকবো আপু।
আবারো শুভ কামনা।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২২
হাতুড়ে লেখক বলেছেন: আমি এখনি ঠিক করে নিচ্ছি।
৭| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮
নায়না নাসরিন বলেছেন: না -- না ভাইয়া এটা করা যাবে না ।আত্বহত্যা গোনাহ ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৫২
হাতুড়ে লেখক বলেছেন: বলেন কি?
ফ্যান পরিষ্কার কি আত্মহত্যা হলো?
৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০০
আরণ্যক রাখাল বলেছেন: গল্প পড়তে এসে পাপ গোনাহ বিচার করা ঠিক না। কারও কারও কমেন্ট পড়ে মনে হচ্ছে, গোনাহ না হলে, আত্মহত্যা করলে কেউ কিছু মনে করত না!
যাক গে, ফ্যান পরিষ্কার করতে যাচ্ছিল না, আত্মহত্যায় সেটা কথা না, কথা হচ্ছে, লেখা তাড়াহুড়া করে শেষ করছেন। শেষটা আরও দেরীতে হতে পারতো। অতৃপ্তী থেকে গেছে। অথচ শুরু থেকে খুব শক্তিশালী ভাবেই লিখে গেছেন
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
হাতুড়ে লেখক বলেছেন: শেষটা আরও দেরীতে হতে পারতো। অতৃপ্তী থেকে গেছে।
এটা আমিও ভেবেছি বহুবার। মনে হচ্ছিল আরো ভাল কিছু হয়েও হলো না!! যখন ছাপার অক্ষরে ফুটিয়ে তোলার কার্যক্রমে সামিল হবো গল্পটাকে নতুন করে ভেঙ্গেচুরে কিছু করার ইচ্ছে রয়েছে।
শুভ কামনা বাসেদ।
৯| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৬
শোভনের শোভন বলেছেন: থীমটা ভালো লাগলো ভাই
!
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।
১০| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.
জটিল তত্ত্ব আসলেই খুঁজতে দিরে বিষম জটিলতায়ই পড়তে হয়!
+++
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪২
হাতুড়ে লেখক বলেছেন: হুম
শুভ কামনা
_ _ _ _
জানেন তো মাইনাসে মাইনাসে প্লাস!
১১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
এত অসুখী ছিল আমাদের নায়ক?
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২
হাতুড়ে লেখক বলেছেন: পরের বার সুখী হবে।
১২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
পুলহ বলেছেন: "নিজেকে শুদ্ধ করাটাও এক প্রকার আত্মাহুতি।" বাহ, কি দারুণ বলেছেন!
গল্পের থেকেও বেশি ভালো লাগলো প্রতি-মন্তব্যের এই কথাটুকু।
অল্প পরিসরেও গল্পে ভালো সাসপেন্স তৈরি করেছেন বলেই মনে হলো আমার কাছে..
শুভকামনা ভাই।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ পুলহ। কি সাবলীল মন্তব্য! একরাশ শুভেচ্ছা।
১৩| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
খালিদ১২২ বলেছেন: কাজ না থাকলে যা হয়
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
হাতুড়ে লেখক বলেছেন: কাজ থাকলে কি হয়?
১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০২
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো। আপনি আর হাতুড়ে রইলেন কোথায়! আপনি তো পাকা লেখক।
শুভ কামনা।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
হাতুড়ে লেখক বলেছেন: হাতুড়ে হাতুড়েই থাকে! অণুপ্রাণিত হইলাম আপু। শুভ কামনা।
১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৭
পথে-ঘাটে বলেছেন: ভয়ংকর থিম।
বাস্তব জীবনে অনেকেই হয়ত এমন সব অপরাধ করে থাকে, যার জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। গল্পে অনেকটা সেই বাস্তবতা ফুটে উঠেছে।
ভাল কথা, ওমেরা বলেছেন: না -- না আপু এটা করা যাবে না
আমি ভেবেছিলাম আপনি কোন ছেলে হবেন। এখন অবশ্য নিশ্চিত না, কনফিউশনে আছি।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: ভয়ংকর থিম।
আমার কাছে মনে হয় না!
তাইবলে আমাকেও ভয়ংকর ভাইবেন না।
একখান মশা মারতেও তিন বার ভাবতে হয় আমাকে!
এখন অবশ্য নিশ্চিত না, কনফিউশনে আছি।
এখন তো কনফিউশন কেটে যাবার কথা!
১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৮
বর্ষন হোমস বলেছেন:
গল্পের নাম দিতে পারতেন "একজন সাইকো"।
কারণ তার কাজটা সম্পূর্ণ পাগলামি।
মজা পেলাম।
শুভকামনা রইলো।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ভালবাসা জানবেন বর্ষন হোমস। শুভ কামনা রইলো আপনার প্রতিও।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পাঠকরা দেখছি আপনাকেই গল্পের চরিত্র হিসেবে ধরে নিচ্ছে!
মাইনাস মাইনাস!
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৫১
হাতুড়ে লেখক বলেছেন: আপনার পাঠকরা দেখছি আপনাকেই গল্পের চরিত্র হিসেবে ধরে নিচ্ছে!
কবিতা লেখার দিক্ষা দিয়া দেন গুরু আর গল্প লিখুম না।
মাইনাস মাইনাস!
মাইনাসে মাইনাসে +
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: অণুগল্পের থিমটা ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপু। শুভ কামনা।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
শেয়াল বলেছেন: কিরুম খারাৎ্ গলফো
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
হাতুড়ে লেখক বলেছেন: কিরুম ভালো মন্তব্য!
২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি অবশ্য একটু কম বুঝি। সবাই ধরে নিয়েছে নায়ক আত্মহত্যা করেছে, আমার কাছে এমন মনে হয়নি।
০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
হাতুড়ে লেখক বলেছেন: সবাই ধরে নিয়েছে নায়ক আত্মহত্যা করেছে, আমার কাছে এমন মনে হয়নি।
আমিও তো সেটাই বলি!
শুভ কামনা লিটন ভাই।
২১| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: নিজের স্ত্রীকে? নাকি নিজেই?
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬
হাতুড়ে লেখক বলেছেন: হা হা। বলবো না!
২২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
রানা আমান বলেছেন: রান্না ঘরের দিকে একটি আধ মলিন শাড়ী হাতে জড়িয়ে। সিলিং ফ্যানের ময়লা পরিষ্কার করার জন্য আধ মলিন শাড়ী হাতে জড়িয়ে রান্না ঘরের দিকে কেন ? সিলিং ফ্যান কি রান্নাঘরে লাগানো ছিলো ?
০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭
হাতুড়ে লেখক বলেছেন: হ্যাঁ।
২৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গল্প
ভাল লাগল
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
২৪| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যেখানে প্রশ্ন সেখানেই গল্প। এমন হতে পারে, খেলাটা যদি এমন ভাবে শুরু হতো যে তোমাকে যদি সবার মাঝে একজনকে ভাল বাসতে বলা হয় তাহলে কাকে ভাল বাসতে?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: আপনি খুনের পরিবর্তে ভালবাসা নিয়ে পড়ুন!
২৫| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪১
মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ মাঘের নীল আকাশ। শুভ কামনা।
২৬| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর গল্প।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৬
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১২
ওমেরা বলেছেন: না -- না আপু এটা করা যাবে না ।আত্বহত্যা মহাপাপ ।