![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবিসেদ আলী পকেট হাতরে যে কয়েকটা খুচরো পয়সা পেল সেটা একটি সিগারেট কেনার জন্যেও পর্যাপ্ত নয়। অথচ এটাই ছিল তার কাছে সর্বশেষ নগদ অর্থ। সে একটি লম্বা লোকের পেছনে গিয়ে দাঁড়ালো, যে কিনা সবেমাত্র একটি সিগারেট ধরিয়েছিল। লোকটি পেছন ফিরতেই সবিসেদ তার মুখোমুখি হয়ে ইশারায় সিগারেটটি প্রার্থনা করলো।
দূর্ভাগ্যবশঃত তার প্রয়োজন উদ্ভাবনে ব্যর্থ হয়ে লোকটি জিজ্ঞেস করলো,
-কি চাই?
-আজ্ঞে। সিগারেটটা! মহাশয়ের অনুমতি পেলে একটা টান দিতে চাই।
-অহ।
লোকটির চোখে মুখে স্বভাবতই বিস্ময়। এর আগে অপরিচিত কেউ কোনদিন সিগারেট চায়নি তার কাছে। লোকটি আর কোন বাক্য খরচ না করে সবিসেদের হাতে সিগারেটটি দিয়ে তার গন্তব্যে চলে গেল দ্রুত।
সবিসেদ যখন বাসায় ফিরলো তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। তার হাতে একটি নতুন সিগারেটের প্যাকেট, যেটা সে কিছুক্ষণ আগে একজন মধ্য বয়স্ক লোকের পকেট কেটে পেয়েছে।
প্যাকেট খুলে কিছুটা অবাক হলো সবিসেদ। ভেতরে মাত্র দুইটা সিগারেট। অথচ প্যাকেটটা আনকোরা নতুন। সিগারেট দুটি বের করতেই তার হাতে একটি রঙ্গীন কাগজ উঠে এলো। যেটাতে লেখা ছিল, "একটাতে যাবে ভাগ্য খুলে, অপরটাতে নিশ্চিত ক্ষয় যেন"।
সবিসেদ চিরকুটের লেখাটাকে খুব গুরুত্বসহকারে নিল। কেননা তার হাত একটু একটু কাঁপছিল। যেন সে পরকালে ঈশ্বরের মুখোমুখি হয়ে দঁড়ি বেয়ে পুলসিরাত পার হচ্ছে, পার হতে পারলেই স্বর্গ আর পড়ে গেলে নিশ্চিত নরকের বিছানা।
সেই রাতে সে সিগারেট দুটি জ্বালানোর কোনরূপ চেষ্টাই করলো না। এমনি তার পরের রাতেও নয়। বলতে কি এই দুই দিনে বেশ বুড়িয়ে গিয়েছিল ভবিতব্য পরিনাম আশংকায়। অবশেষে তৃতীয় দিন দুপুরে ভরপেট পানি খেয়ে একটি সিগারেট ধরালো সে। ততক্ষণে ঘামে ভিজে উঠেছিল তার জামা। একটু ঠান্ডা বাতাসের জন্য তার মন চঞ্চল হয়ে উঠলো হঠাৎ।
-একটা ফ্যান হলে মন্দ হতো না।
ভাবলো সে।
এবং সাথে সাথে তার মাথার উপর একটি ফ্যান আবিষ্কার করলো। যেটা ঘুরছিল আর নির্গত করছিল ঠান্ডা বিশুদ্ধ বাতাস।
-আহ। কি শান্তি। অবশেষে আমার ভাগ্য খুলে গেল!!
আপন মনে বলে উঠলো সে।
-দ্বিতীয় সিগারেটটি এবার নষ্ট করে দিলেই খেল খতম!
ভাবতে না ভাবতেই শেষ সিগারেটটি পায়ের তলায় ফেলে দুমড়ে মুচড়ে দিল সবিসেদ।
সে নিজের পিঠ চাপড়ে দিল বার দুয়েক, কি ভাল বুদ্ধিই না সে বের করতে পেরেছে!
আর ঠিক তখনি ফ্যানটি খসে পড়লো।
ছবি: ইন্টারনেট।
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৫
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা।
২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭
মোঃ মারুফুল হক বলেছেন: ভাই আমি গল্পটা বুঝতে পারলাম না। একটু বুঝেয়ে বলবেন কি ?
BD JOBS GOVT
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭
হাতুড়ে লেখক বলেছেন: ভাই আমিও বুঝি নাই। এখন আমাদের বোঝানোর জন্য একজন লোক দরকার। BD JOBS GOVT
এখানে গেলে কি তাকে পাওয়া যাবে?
৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪০
রিএ্যাক্ট বিডি বলেছেন: চমৎকার ভাই ভালো লাগলো
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ। কিন্তু ইমেইল আইডি নিক নেম হয় কি করে?
৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
শায়মা বলেছেন: ফ্যান খসে পড়লো এটা ঠিক আছে। তবে কি মাথায় খসে পড়লো নাকি!!!!!!
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৯
হাতুড়ে লেখক বলেছেন: বাচ্চাদের মত প্রশ্ন! ফ্যান কি পায়ের নিচে ছিল?
৫| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ইরাম গপ্প দিলেন সিগারেটে আগুন দিতে গেলই মনে পড়বে!
+++++
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫০
হাতুড়ে লেখক বলেছেন: দয়া করে ফ্যানের নীচ থেকে সরে বসে জ্বালাবেন। এই আমার উপদেশ!
৬| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: শেষকালে মাথায় ফ্যান ফেলিয়া খুন করাইলে!
এইবার চোরের ভূত তোমার মাথায় হাতুড়ীর বাড়ি দিতে আসছে!
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩
হাতুড়ে লেখক বলেছেন: এক্ষেত্রে আপু হিসেবে তোমার উচিত নিজের মাথাটা এগিয়ে দেওয়া।
৭| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০১
রিএ্যাক্ট বিডি বলেছেন: নিক নাম না ভাই নতুন তো তাই চেঞ্জ করতে পারছি না
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭
হাতুড়ে লেখক বলেছেন: ই-মেইল করে মডুদের জানাতে পারেন আপনার সমস্যা।
৮| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
প্রতিভাবান অলস বলেছেন: দারুন গল্প!
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
হাতুড়ে লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো।
৯| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: এহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কি আল্লাদ উনি ফ্যান ফেলবেন আমি মাথা আগাবো! স্বপ্ন স্বপ্ন স্বপ্ন! দুঃস্বপ্নও হতে পারে!
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২০
হাতুড়ে লেখক বলেছেন: আমি ফেলবো না চোরের ভূত ফেলবে।
১০| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: কোনো চোর চ্যাচ্ছড় ভূত প্রেত আমার সাথে পারিবেক লাই!
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৪
হাতুড়ে লেখক বলেছেন: বুঝছি তুমি এই গুলার গুরুনী
১১| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০
নাগরিক কবি বলেছেন: ভাগ্য আর খুলে কি হবে তা তো খুলেই আছ
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩
হাতুড়ে লেখক বলেছেন: খোলা থাকলে হবে না।
১২| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৬
ধ্রুবক আলো বলেছেন: মোটামুটি ভাবে ভালো লাগলো।
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩০
হাতুড়ে লেখক বলেছেন: তাইলে মোটামুটি শুভ কামনা রইলো।
১৩| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৭
ধ্রুবক আলো বলেছেন: কিন্তু ভাই আপনার আর সকল পোষ্ট কোথায়!!??
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩০
হাতুড়ে লেখক বলেছেন: খোয়াড়ে পাঠিয়েছি মানুষ করতে।
১৪| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৮
কল্লোল পথিক বলেছেন:
দারুণ গল্প।
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩০
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ পথিক ভাই। শুভ কামনা অনিমেষ।
১৫| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ok
০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
হাতুড়ে লেখক বলেছেন: অহ।
১৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: হাতুড়ে লেখক ,
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ইরাম গপ্প দিলেন সিগারেটে আগুন দিতে গেলই মনে পড়বে!
আমারও তেমনটা মনে হবে ।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
হাতুড়ে লেখক বলেছেন: ধূমপান হৃদরোগের কারণ।
১৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার অন্য গল্পের তুলনায় থ্রিল একটু কম পেলাম মনে হয়।
তবুও ভালো লাগলো।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
১৮| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগা রইল ভাই। সুন্দর গল্প। সিগারেট ছাড়ার খুব সুন্দর পরামর্শ
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
১৯| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
ফ্যানের জায়গায় হাতুড়ি হুইলে খুব ভাল নাগিত।
১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯
হাতুড়ে লেখক বলেছেন: হাতুড়ি তো আপনার পকেটে রয়েছে!
২০| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৬
বাংলার ডিলান বলেছেন: আহ্!অনুবাদ মতো মনে হলো।তবে আহা!
১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০
হাতুড়ে লেখক বলেছেন: আহা মন্তব্য! আন্তরিক ধন্যবাদ বাংলার ডিলান!
২১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩
আজীব ০০৭ বলেছেন: চলুক.............।
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: চলছে নাকি?
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০
উম্মে সায়মা বলেছেন: দারুন ফ্যান্টাসি.....