![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেরাতে বাবা চুপিচুপি একটা নদী হয়ে গেলেন, সেই রাতে মাকেও উড়তে দেখলাম। বোন কান্না জুড়ে দিল, সেও মায়ের মত উড়তে চায়। আমি নিরুপায় হয়ে বোনকে মায়ের পাশে টাঙিয়ে দিলাম তার শাড়ীর অব্যবহৃত আঁচলখানা দিয়ে। ভোর হওয়ার আগেই হাত ধুঁয়ে খেতে বসলাম কেননা ক্ষুধা একদম সহ্য হয় না আমার। তাছাড়া প্রস্থানের আগে বাবাও শিখিয়ে যাননি কি করে চুপিচুপি একটা নদী হয়ে যাওয়া যায়।
একসময় নদীর নেশা কেটে যায়। আস্তিন গুটিয়ে আবার খেতে বসি। পেট ভরে গেলে বাড়তে থাকে ক্ষুধা। আর ক্ষুধা জন্ম দেয় একটি “অপার্থিব”।
’১৮ বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে আমার প্রথম গল্পগ্রন্থ। সবার ভালবাসা কামনা করছি।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫
হাতুড়ে লেখক বলেছেন: আসা হয় মাঝে মাঝে, বিভিন্ন সমস্যায় নিয়মিত হতে পারছি না। আন্তরিক ভালবাসা প্রিয়।
২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: আমার অনেক অনেক ভালোবাসা রইলো!!!!!
তোমার বই পড়ে সেটার রিভিউ লিখবো আমি !
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: তোমার ভালবাসা না পেলে কিলিয়ে আদায় করতাম!
তোমার বই পড়ে সেটার রিভিউ লিখবো আমি !
এই পাওয়া টুকুর অপেক্ষায় রইলাম প্রিয়।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন:
রহো রহো অপেক্ষায় রহো
শুধু প্রতীক্ষায় রহিওনা
তবে তিতীক্ষায় প্রাণ ওষ্ঠাগত
হইতেও পারে
বিরহী চাতক......
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১
হাতুড়ে লেখক বলেছেন: কহো কহো প্রাণ ভরিয়া কহো
শুধু অবহেলায় বলিওনা
তবে সুড়সুড়িতে কানগত
হইতেও পারে
তোমার নাকি আমার?
৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: কর্ণকুহরে লাগুক তালা
জাগুক সেথায় ডাল ও পালা
ফুটুক সেথায় ঘোড়ার ডিম....
গদা নিয়ে আসুন ভীম!!!!!!
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
হাতুড়ে লেখক বলেছেন: ভীম গেছে কীমা হইয়া
গদা নিয়ে গ্যাদায়
কর্ণকুহরে ডাল গজাইছে
আর শায়মাপুর মাথায়!!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
পার্থ তালুকদার বলেছেন: অভিনন্দন !
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসা জানবেন প্রিয়।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন: এহরেরে সাধটা কত
নিজের মাথায় শিং
তা না দেখে অন্যেরে দেখে
নাচেন তা ধিন ধিন ......
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬
হাতুড়ে লেখক বলেছেন: আমার অনেক দিনের শখ ছিলো আমার মাথায় ডাল গজাবে। তুমি আজ আমায় সেই শখ পূরণ করে ধন্য করে দিলে। কি দিয়ে যে তোমায় অ্যাপায়ন করি!
৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১
ফয়সাল রকি বলেছেন: প্রচ্ছদ সুন্দর হয়েছে... শুভ কামনা রইলো।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
প্রথম গল্পের বই প্রকাশের প্রাক্কালে শুভকামনা অন্তহীন।
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭
হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো ভাই।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ জেনো।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে এলেন মনে হয়! তা কেমন আছেন?
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।