নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই স্বপ্নের শেষ কোথায়!

এ বি এম হায়াত উল্লাহ

তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা । ফেইসবুকে ঃ https://www.facebook.com/abmhayat.ullah

এ বি এম হায়াত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গুজব ও সাম্প্রদায়িকতা ঃ শান্তি যেখানে উপেক্ষিত !!

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

সাইদীকে চাঁদে দেখা গেছে কিনা যায় নাই, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই ।। তবে আমি যতটুকু জানি কোনো কোনো ব্যক্তি বিশেষকে এত বেশি মর্যাদা দেয়া যে, তাকে আকাশে-বাতাসে আবিস্কার করার চেষ্টা করা হবে, এটা নিশ্চিত শিরক ।। আমার খুব কষ্ট হচ্ছে আমাদের ঈমানের এতো দুর্বল ভিত্তি দেখে । আমাদের গ্রামের মসজিদের ইমাম এই গুজবটি ছড়িয়ে দিচ্ছে ।। ফলশ্রুতিতে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভোরে উঠে চাঁদের দিকে তাকিয়ে ছিল ।। ভয়ংকর তথ্য হচ্ছে সকলেই বিশ্বাস করতে শিখল যে তারা সাইদিকে দেখেছে ।।স্বদেশ ছাড়িয়ে প্রবাসেও ছড়িয়েছে সেই গুজব ।।



সাইদির মত এত বড় ""আউলিয়া'" কে অন্যায় ভাবে ফাসির রায়ের কারনে আল্লাহ তার মুখ চাঁদে প্রতিস্থাপন করে দিয়েছেন "" এই মর্মে সাধারন মানুষকে সাম্প্রদায়িকভাবে উস্কে দেয়া হচ্ছে ।১৪-১৫ বছরের কিশোরদের বুঝানো হচ্ছে সাইদির মত ""মহান" ব্যক্তির জন্য আত্মহুতি দিলে তুমি হবে জান্নাতবাসী পাবে " শহীদি মর্যাদা " , যার কিনা এই বয়সে জ্ঞান আহরনের কথা ।



আমরা এই দেশে জামাত শিবিরের তান্ডব এবং পুলিশের নির্বিচারে গুলি দেখতে চাই না ।। আমরা শান্তি চাই ।। আজকে গুজবকে ভুল প্রমানিত করতে গেলে আমি হই আওয়ামিলিগার, শাহবাগ নিয়ে কথা বললে হই নাস্তিক , ইসলাম নিয়ে কথা বললে হয় রাজাকার !! এই কী বাকস্বাধীনতা !!



মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন।। জামাত শিবির যেই সাম্প্রদায়িক প্রপাগুন্ডা চালাচ্ছে তাতে করে দেশ গৃহ যুদ্ধের দিকেই যাচ্ছে ।। আপনি দেশবাসীকে আশ্বস্ত এটা ধর্ম যুদ্ধ না ।।



সাধারন মানুষ আজ বড় অসহায় ।। যারা দিন আনে দিন খায় , তারা আজ ক্ষুদার্ত ।। যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা নিরাপদ নয় । শিক্ষা, মানবতা ,সাম্য সহনশীলতা আজ আস্তাখুরে নিক্ষেপিত । আমরা আফগানিস্তান , পাকিস্তান হতে চাইনা , আমরা আমাদের প্রিয় বাংলাদেশকেই চাই ।। শান্তিকামী মানুষের জয় হোক ।। মানবতার জয় হোক ।।



হে , আল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষদের নিরাপদে রাখুন ।



জয় বাংলা !!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

নীলতিমি বলেছেন: দোষ তো আমাদেরই। আমরা তাদের সুশিক্ষা দেয়া বাদ দিয়ে অপশিক্ষা দেই। আওয়ামী - বিএনপি যে যার মতো ইতিহাস বই এডিট করে, নিজের মতো করে ইতিহাস লেখে। সরকার চেঞ্জ হবার সাথে সাথে দেশের ইতিহাসও বদলে যায়!

গোঁড়াতে যেখানে নিজেই গলদ করে ফেলেছেন সেখানে অন্যের গলদ দেখে নিজে বিচারক সেজে তো লাভ নেই জনাব

/:) /:)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এখানে বিচারক সাজার কিছুই নাই , আমরা সবাই আসামী ।।

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

নিরব বাংলাদেশী বলেছেন:
Click This Link

Click This Link

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: হে , আল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষদের নিরাপদে রাখুন ।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আমিন

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

পক্ষপাতদুষ্ট বলেছেন: একজন উত্তেজিত তরুণী আমারে প্রশ্ন করলো> সাঈদীর জন্য জীবন দিলে বেহেশত আর আওয়ামীলীগ করলে রাজাকারও মুক্তিযোদ্ধা। জামাতের জন্য জ্বালাও পোড়াও করলেও গুনা নাই বরং সওয়াব। আওয়ামী-ছাত্রলীগ করলে বিশ্বজিত কে কুপিয়ে মারলে, ধর্ষণের সেঞ্চুরী করলে কিংবা টাকার বস্তা, পদ্মা সেতু খাইয়া ফেললেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী সুশীল ?? ইহাই রাজনীতি। ইহাই শাহবাগ চেতনা ??? কি জবাব দিব কনতো ?

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: প্রথমত , তরুণী " উত্তেজিত" হয় কিভাবে !! !:#P

ধর্মীয় চেতনা জাগলে তো দেহ-মন শীতল থাকার কথা ।

দ্বিতীয়ত , আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে আসি নাই ।।

আওয়ামী-ছাত্রলীগ কী করছে সেটা জনগন ভোটের মাধ্যমে প্রতিদান দিবে ।।

শাহবাগ- মানবতাবিরোধি অপরাধে আসামীদের ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য সর্বস্তরের মানুষজনের মিলনস্থান ছিল ।। এখন সেটা কার দখলে বলাই বাহুল্য ।।

সর্বশেষ কথা হল , জান্নাতে যাওয়া এতো সহজ হলে চলুন আমরা সদলবলে জান্নাতে চলে যাই ।।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

একাকী প্রথিক বলেছেন: আমি ও গতকাল সাইদী কে চানদের বুকে দেখছি। সালায় হাগতে ছিল।

৬| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

২০১৩ বলেছেন: উল্টাটাও একটু ভাবুন তো আমার তো মনে হয়, সাইদির ইমেজ টাকে হাস্যকর করার জন্য তার শ্ত্রুরা এই গুজব ছড়িয়ে দিচ্ছে,

যারা সাইদির জন্য জিবন দিচ্ছে তারা সাইদিকে চাদে দেখে জিবন দিচ্ছে না, তার আগে ও অনেকে মারা পড়েছে, বরং তাদের আন্দোলন কে হালকা করার জন্য এই সব ভুয়ামি ছড়ান হচ্ছে।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: সাইদির ইমেজ !!!

দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ।।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রিমঝিমবৃষ্টি বলেছেন: আজ টিভিতে একটা ভিডিওতে দেখলাম জারজসন্তান জামাত শিবিররা পুলিশ ভাইদেরকে মৌমাছির মতো ঘিরে ধরেছে আর মারতে মারতে মেরে ফেলল। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এদেরকে কখনই ক্ষমা করা যাবে না। স্বাধীন দেশের পুলিশের গায়ে হাত দিয়ে এরা এই দেশে থাকারই যোগ্যতা হারিয়েছে। তাদের ঠিকানা হয় পাকিস্তান না হয় বঙ্গপোসাগর। বাংলার মাটিতে তাদের কবর হতে দেয়া হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.