নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই স্বপ্নের শেষ কোথায়!

এ বি এম হায়াত উল্লাহ

তুমি নহ নিভে যাওয়া আলো, নহ শিখা । ফেইসবুকে ঃ https://www.facebook.com/abmhayat.ullah

এ বি এম হায়াত উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসার ছাত্র , হেফজতি হুজুর এবং আমার বিশ্লেষণ ।।

০৭ ই মে, ২০১৩ রাত ১২:৫৫

সকালে বারিধারা মাদ্রাসায় গিয়েছিলাম । সুনসান নীরবতা ।গিঞ্জি পরিবেশে শুয়ে বসে আছে কয়েকশ ছাত্র ।পা ফেলার জায়গা নেই ।কারো মাথায় ব্যান্ডেজ, কারো হাতে, কারো বা পায়ে। কেউ অর্ধাহারে কেউবা অনাহারে সময় কাটাচ্ছে । তাদের কোনো সুচিকিৎসা নেই, নেই কোনো সেবা শুশ্রূষা । তাদের একজনকে জিজ্ঞাসা করলাম কেন গিয়েছিলে , কেনইবা শহীদ না হয়ে ফিরে আসলে? অপরাধীর মত অবনত চোখে বলল “হুজুরের নির্দেশ”।?

আমি বললাম “ দাবী আদায় না হওয়া পর্যন্ত ফিরে না আসা” সেটাও তো নির্দেশের মধ্যে ছিল! তো চলে আসলে কেন?

সে বলল এমন যে হবে সেটা ভাবিনি ।

আমি বললাম কেন ভাবনাই ?তোমরাই তো বল, এই সরকার নাস্তিক মুরদাদের সরকার, এই সরকার তোমাদের শত্রু । তো, তোমরা শত্রুদের কাছ থেকে এর থেকে ভালো কিছু কী আশা করতে পার ?

জী না ।

আর কথা না বাড়ালাম না ।ছোট ভাইয়ের কাছে গেলাম। নোংরা ব্যান্ডেজ করা পা নিয়ে না খেয়ে ঘুমিয়ে আছে। তার এই অবস্থা থেকে বুকটা মোচড় দিয়ে উঠল।



বাবার ইচ্ছে ছিল দুই ছেলে হলে এক ছেলেকে ইসলামিক স্কলার বানাবেন। ফলশ্রুতিতে মাদ্রাসায় ভর্তি করা, মাত্র দেড় বছরেই পবিত্র কোরআনে হেফজ লাভ করে। এখন মাওলানা চতুর্থ বর্ষে ( আরবিতে কী হবে মনে নাই)পড়ছে ।মাদ্রাসায় পড়াশুনা করেও রবীন্দ্র, নজরুল, হুমায়ুন থেকে শুরু করে হুমায়ূন আযাদ এবং সর্বশেষ জিকো ভাইয়ের” বেকায়দা” বইও তার পঠিত । আমার বাসায় আসলে সারাক্ষণ মগ্ন থাকে ব্লগ আর ফেইসবুক নিয়ে।হুমায়ূন আযাদের বই পড়ার কারন জিজ্ঞাসা করাতে বলছিল “আমি সাহিত্যের স্বাদ নেই” , আস্তিকতা - নাস্তিকতা আমার বিবেচ্য বিষয় নয়।

ওদের অনিচ্ছা সত্ত্বেও হুজুররা বাধ্য করেছিল সেখানে যাওয়ার জন্য । আমি তাকে না যেতে বলাতে সে বলেছিল, না গেলে মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে ।



ঘুম থেকে জাগিয়ে তাকে বাসায় নিয়ে আসতে গিয়ে পড়লাম হুজুরদের বাধার মুখে, মেজাজ তখন চরমে । তাকিয়ে দেখলাম একেকটা নাদুশ নুদুশ হুজুর দিব্যি হাঁটাচলা করছে , স্বাভাবিকভাবেই কথা বলছে । তাদের শরীরে কোনো ক্ষত নেই , নেই কোন ব্যান্ডেজ । কই একটা হেফাজতি নেতা কিংবা হুজুরও তো মারা যায়নি, নিদেনপক্ষে আঘাতপ্রাপ্ত হওয়ার খবরও শুনিনি। সাধারন ছাত্রদের মাঝে ঈমান-বেঈমানের প্রশ্ন তুলে এনে তাদের লেলিয়ে দিয়ে রাজনৈতিক ফয়দা লুটতে চেয়েছিল হুজুররূপি একদল জানোয়ার ।আল্লাহ । আল্লাহ তাদের আশা পূরণ করেননি।



ওখানে প্রায় ৬০০ ছাত্র পড়াশুনা করে, এর মধ্যে প্রায় ৫০০ জনই ফ্রি খায়, তাদের খাওয়ার খরচ আসে দান খয়রাত থেকে । আর খাওয়ার মান অত্যন্ত নিম্নমানের। ।। আর ঘুম !! কোনো রাতেই চার ঘণ্টার বেশী ঘুমাতে দেওয়া হয় না।এত কঠোর পরিশ্রম করে এই খাওয়া-দাওয়া আর অপর্যাপ্ত ঘুমিয়ে টিকে থাকা কঠিনই বটে।



সমাবেশে বড় বড় কথা বলে যখন নেতারা ইসলাম উদ্ধার করে ফেলছিল, তখনই বুঝতে পারছিলাম, যত গর্জে তত বর্ষে না । এই সাধারন ছাত্রদের মাঠে নামিয়েছিল হুজুররা , তাদের নিরাপত্তার বিষয়টাও তাদের ভাবার কথা ।কিন্তু যারা নিজের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা কি করে অন্যের নিরাপত্তা দিবে । লালবাগ মাদ্রাসায় এসির নিচে বসে বসে যারা শহীদ হওয়ার বাসনা পোষণ করেন নিরাপত্তার ভয়ে সমাবেশস্তলে আসতে পারেননা, তারা কীভাবে শহীদ হওয়ার স্বপ্ন দেখে ।



শিক্ষক নাকি পিতার সমতুল্য । কোনো পিতা কী পারত তার সন্তানদের জীবনকে এইরকম অনিশ্চয়তায় ফেলে দিতে । পারত না । এই শিক্ষকরূপি শয়তানরা তার সন্তানদের রক্তে রঞ্জিত করে তাদের প্রভুদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল।

তাদের প্রতি ধিক্কার জানানোর ভাষা আমার নেই ।



আজ কেউ ব্যাথার যন্ত্রনায় কাতরাবে, কেউবা ভালোভাবে হাটতে পারবেনা। তাদের পাশে বাবা-মা নেই ,অসহায় ভাবলেশহীন নির্বাক চোখে তারা তাকিয়ে থাকবে পরম করুনাময়ের দিকে।



এই লেখা যখন লিখছি ভাই আমার ঘুমিয়ে আছে পাশে । তার অপলক নিষ্পাপ চাহনি আমাকে ভাবিয়ে তুলে তার অনাগত ভবিষ্যৎ নিয়ে।তার একেকটা নিঃশ্বাস অনেক দীর্ঘ মনে হয়। সময় এসেছে নতুন কিছু ভাবার।



তাড়াহুড়া করে লিখা, বাক্য গঠনে অনেক অসংগতি হতে পারে ।।

মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১:১৪

লিঙ্কনহুসাইন বলেছেন: বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ

০৭ ই মে, ২০১৩ রাত ১:৪৬

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আরও অনেক কিছু বলার আছে , অনেকদিন ধরে মাদ্রাসায় যাতায়াত ।। কে, কী করছে , কীভাবে করছে সব জানি ।।
ছেলেগুলো কীভাবে বেড়ে উঠছে , কী পরিবেশে বড় হচ্ছে সেগুলো জানলে বরং ওদের প্রতি সিম্প্যাথিই জাগবে আপনার ।
সচ্ছল পরিবারের খুব কম সংখ্যক ছাত্রই যায় ওখানে পড়তে ।।
বাকীগুলো খুব মানবেতর জীবনযাপন করে , এবং তাদের সংখ্যাই বেশী ।
আপনাকেও ধন্যবাদ ।

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২২

ল্যাটিচুড বলেছেন: সময় এসেছে নতুন কিছু ভাবার।

০৭ ই মে, ২০১৩ রাত ১:৪০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হুম, নতুন করে কিছু করে দেখাবার ।

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২৪

অগ্নি সারথি বলেছেন: বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ। বাধ্য হয়ে আল কায়েদা ট্রেনিং ও নিতে দেখেছি একসময় তাদের।

০৭ ই মে, ২০১৩ রাত ১:৫৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।।
সব নাটের গুরু হুজুররা , যাদেরকে ওরা বাবা মা থেকেও বেশী শ্রদ্ধার চোখে দেখে ।। তারা এর দায় কখনও এড়াতে পারবেনা ।

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২৭

দুরন্ত সাহসী বলেছেন: মন খারাপ হয়ে গেল আপনার লেখাটা পড়ে ভাই।আমাদের মেধাবী ভাই গুলোকে এরা কিসের মধ্যে ঠেলে দিচ্ছে তা কল্পনাও করা যায়না।

প্রসঙ্গত একটা কথা বলি ভাই- আপনার ভাই কোরআনে হাফেজ আলহামদুলিললাহ কিন্তু ভাই একটা বিষয় কি ভেবে দেখেছেন?কোরাআন শরীফ আরবীতে মুখস্ত করে ইসলামের কি ভালোটা হচ্ছে?ছোট ভাই মাথায় ত্রিশ পারা কোরআন আরবীতে রাখা আছে।একটা পুরো কোরআন শরীফ মুখস্ত করার চেয়ে একটা সুরার মানে বুঝা অনেক বেশি উপকারী নয় কি?

এই কওমী মাদ্রাশার ছেলে গুলোকে কেন এইভাবে কোরাণ বুঝতে দেয়ার আগে মুখস্ত করানো হচ্ছে আমার মাথায় আসেনা ভাই।

সুরা ইউসুফের ২ নং আয়াতে আল্লাহ বলেছেন আরব বাসীদের উদ্দেশ্য - আমি এই কোরআন আরবিতে অবর্তির্ন করেছি যেন তা তোমারা বুঝতে পারো।

যেখানে সয়ং আল্লাহ বলেছেন বুঝার জন্য সেখানে এইভাবে মুখস্ত করার মধ্যে কি বেহেস্ত নিশ্চিৎ?হুম একটা সময় এই কোরাণ শরীফ আল্লাহ তায়ালার কথা মুখস্ত করায় জোর দেয়া হতো কারণ তখন মুদ্রণ পদ্ধতি ছিলোনা।আর তারা ছিলেন আরব ভাষাভাষি।তারা মুখস্ত করলেও সেটার অর্থ তারা বুঝতো মুখস্ত করার সময় কালেই।

সে যাই হোক আল্লাহ ভালো জানেন কেন হুজুররা এমন করছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত করুন।আমিন

০৭ ই মে, ২০১৩ রাত ১:৫৫

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: "কোরাআন শরীফ আরবীতে মুখস্ত করে ইসলামের কি ভালোটা হচ্ছে?ছোট ভাই মাথায় ত্রিশ পারা কোরআন আরবীতে রাখা আছে।একটা পুরো কোরআন শরীফ মুখস্ত করার চেয়ে একটা সুরার মানে বুঝা অনেক বেশি উপকারী নয় কি?"

কোরআন মুখস্ত করতে হয়, এবং যারা করে তাদের স্থান আল্লাহর কাছে অনেক উপরে , যদি সে ধরে রেখে রক্ষনাবেক্ষন করতে পারে। হ্যা, একটি সুরার তর্জমা কেন , পুরো কোরানেরই তর্জমা করতে হয় । সে আরবি ফ্লুয়েন্টলি বলতে এবং বুঝতে পারে আর বাংলাতো আছেই , সো সেক্ষেত্রে তর্জমা কোন সমস্যা না । সবাইকে তাই করতে হয় ।

কেউ কোরআন মুখস্ত না করলে রমজানের খতমে তারাবি নামাজ পড়াবে কে ?
আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ ।

৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৩০

বাংলার হাসান বলেছেন: সময় এসেছে নতুন কিছু ভাবার।

০৭ ই মে, ২০১৩ রাত ২:১০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: নতুন কিছু করে দেখাবার ।।

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৫৫

জাহাজি৮৪ বলেছেন: @ দুরনত সাহসি

অনেক অনেক ভালো লাগলো

আমার মনের কতা বলছেন

৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৫৭

মরু বালক বলেছেন:



ওখানে প্রায় ৬০০ ছাত্র পড়াশুনা করে, এর মধ্যে প্রায় ৫০০ জনই ফ্রি খায়,
.......................

বাংলাদেশ অনেক ধনী হয়ে গেলো দেখচি !!!!!!!

০৭ ই মে, ২০১৩ রাত ২:০৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হাহাহা ,
পাবলিক যতই চুরি বাটপারি করুক না কেন , কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দেয় , ঐ টাকা হালাল করার জন্য , আবার পরকালের বন্দোবস্তও করে ফেলতে চায় ।।

আর খাবারের যে মান সর্বসাকুল্যে একমাসে ১০০০ টাকা হয় কিনা যথেষ্ট সন্দেহ আছে ।

৮| ০৭ ই মে, ২০১৩ রাত ২:১৭

ক্লান্ত দুচোখ বলেছেন: আর এদেরকেই বেওয়ারিশ লাশ হিসিবে খরচ করে ঐ জানোয়ারেরা।
গতকাল ২০জনই হউক আর ২০০০ জন, একটারো খবর পাওয়া যাবে না, কারন ওদের খবর নেয়ার কেউ নাই। ওরা মিসিং পারসন হিসেবেও এ্যানলিষ্টেড হবে না। কোটি টাকার লেনদেন কইরা ঊনারা যাবেন প্লেনে করে।

কেন সামবডি আন্সার মি, হোয়াট দ্যা ফাক ইজ গোয়িং অন?

০৭ ই মে, ২০১৩ রাত ২:৩০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: নোবডি ক্যান ।।
ছেলেগুলোকে রাস্তায় নামাতে আপনারা তাদের বাবা-মায়ের পারমিশন নিয়েছেন?
না, নেননি ।
আজ যখন বাবা মা ঘুম থেকে উঠে দেখবে তাদের উঠানে সন্তানের লাশের গাড়ি দাড়িয়ে আছে , তাদের অবস্থা একবার চিন্তা করে দেখেছেন ??
না, আপনারা চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন আপনাদের ক্ষমতার স্বার্থ ।
আপনাদের প্রতি আস্থা রেখে তারা দ্বীনই শিক্ষায় শিক্ষিত করার পাঠিয়েছিল, আপনারা তাদের লাশ পাঠিয়েছেন , কই আপনাদের সন্তানদের তো সমাবেশে যেতে দেননি ।

ইসলামের হেফাযতের আগে নিজের অবস্থান জেনে নিন । আল্লাহ আপনাদের হেদায়েত করুক ।

৯| ০৭ ই মে, ২০১৩ রাত ২:২২

এ-বি-সি বলেছেন: কওমী ওয়ালারা এমনই, ছাত্রদিয়ে দেশ দখল করতে চায়। ফেইসবুকে কয়েকটা পেইজ ঘুড়ে বুজতে পারলাম সব ছাত্র মরছে, নেতৃস্থানীয়রা গা ঢাকা দিছে। তারা গ্রেফতার হবে এমন ভয়ে কোথায় আছে তাও বলছে না। নেতারা গ্রেফতারের ভয় পায়, কিন্তু ছাত্রদের গুলির মুখে পাঠায়। এগুলো হলো মুনাফিক। ইসলামে নামে ধর্মব্যবসায়ী।

০৭ ই মে, ২০১৩ রাত ২:৩৩

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: প্রিয় সত্য কথা ।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুর হোসেন কাশেমি এখন পলাতক , যিনি কিনা ছাত্রদের শহীদ হওয়ার জন্য উৎসাহিত করে মতিঝিলে নিয়ে গিয়েছিলেন । আর উনি কেবলমাত্র গ্রেফতারের ভয়ে !!!
ধিক !!

১০| ০৭ ই মে, ২০১৩ রাত ৩:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: দেশের এসব মাদ্রাসাগুলোকে অবশ্যই স্ক্রুটিনির মধ্যে আনা উচিত। কেন যে এই শিক্ষাব্যাবস্হাকে ঢেকে সাজাচ্ছে না সেটাই বুঝি না। সমাজের মধ্যে একটা বিষফোড়াকে বছরের পর বছর পুষে রাখছে এই সমাজপতিরা। নিজেদের হাতেই গড়ছি জঙ্গী নামের এই ফ্রান্কেনস্টাইন। এসব শয়তান হুজুরগুলাই একসময় এদেরকে জঙ্গী হিসেবে তৈরী করবে

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এলরেডী করছে ।।

বক্তব্যের সাথে সহমত ।।

১১| ০৭ ই মে, ২০১৩ ভোর ৪:০৮

রামন বলেছেন:
মাদ্রাসার এসব অসহায় শিশু কিশোররা পরিস্থিতির শিকার।এই মহুর্তে আমাদের সবার উচিত এদের প্রতি নজর দেয়া যাতে কোনো অমানবিক ঘটনা না ঘটে।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: সহমত ।।

১২| ০৭ ই মে, ২০১৩ ভোর ৪:১২

অমৃত সুধা বলেছেন: আহমদ শফিকে ব্যবহার করা হয়েছে, দাবি পুলিশে

http://dhakajournal.com/?p=6117

১৩| ০৭ ই মে, ২০১৩ ভোর ৫:২৩

রায়হান হোসেন রানা বলেছেন: ঘুছিয়ে লিখছেন । বাস্তব চিত্রটা ফুটে উঠেছে আপনার লেখায় ।
শেয়ার দিলাম ...

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৭ ই মে, ২০১৩ সকাল ৭:০৬

মুশে হক বলেছেন: ক্ওমী, ইংলিশ মিডিয়াম ইত্যাদি নানা ধারার শিক্ষা ব্যবস্থা বাতিল
করে একই ধারার জাতীয় শিক্ষা ব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর‌্যন্ত বাধ্যতামূলক করতে হবে।

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আলাদাই থাকুক, তবে শিক্ষাব্যবস্থা নতুন করে সাজানো উচিত ।।

ধন্যবাদ ।।

১৫| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

সন্দীপ হালদার বলেছেন: ধন্যবাদ। বাস্তবতাকে সামনে নিয়ে আসার জন্যে। চমৎকার লিখেছেন।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:১৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ ।।

১৬| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:১৪

গগণজয় বলেছেন: শিক্ষক নাকি পিতার সমতুল্য । কোনো পিতা কী পারত তার সন্তানদের জীবনকে এইরকম অনিশ্চয়তায় ফেলে দিতে । পারত না । এই শিক্ষকরূপি শয়তানরা তার সন্তানদের রক্তে রঞ্জিত করে তাদের প্রভুদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল।
তাদের প্রতি ধিক্কার জানানোর ভাষা আমার নেই

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ ।

১৭| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯

মাহফুজ লিহান বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন?? কিন্তু সুকরুন বাস্তবতা তুলে ধরতে পারেন নাই!!!!
৫০০ ছাত্র ফ্রী খায় ও পড়ে।। দান খয়রাতের টাকা দিয়ে হলেও বেবস্থাপনা তারা ছালায়। এদের অনেকের হইতবা বাবা মা নাই। জীবন ধারনের নিন্মতম সম্পদ নাই। এরা অধিকাংশ এইশব মাদ্রাসায় না আসলে কি হত জানেন?????

১। রাস্তায় বের হলে যাদের ভিক্ষা করতে দেখেন তাদের অন্তর্ভুক্ত হত।
২। ডাস্টবিনে যারা ময়লা খোজে তাদের মধ্যে থাকত।
৩। ফুটপাতের পচা খাবার খেতে হত( যার কোন বাজার মূল্য নাই। আর আপনি মাদ্রাসার খবারের মানের কথা বললেন। ফুটপাতের অনাথদের খাদ্যের মান কি আছে?????????)
৪।রাস্তায় যারা গাঞ্জা খায় তাদের মধে দেখতেন।
৫। পথের অক্ষর গেন হীন শিশু দের মধ্যে পেতেন। আর মাদ্রাসার ছেলেরা সবচাইতে সুমহান গ্রন্থের শিক্ষা লাভ করছে।

মাদ্রাসায় কিছু অবেবস্থাপনা থাকতে পারে। কিন্তু এর জন্য কে দায়ি। ফুটপাতের নিরীহ ছেলেদের দিকে তাকান, বুজতে পারবেন। যদি না বুজতে পারেন তার জন্য আমি দায়ি না......।।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আমি কোথাও বলিনি মাদ্রাসা শিক্ষা খারাপ । আমি শুধু তাদের অব্যাবস্থাপনার কথাই তুলে ধরার চেষ্টা করেছি ।

মাদ্রাসায় না পড়লে কী করত সেটা আমার বিবেচ্য বিষয় না , মাদ্রাসায় দ্বীনই শিক্ষা নিতে এসে যারা কিছু দালাল হুজুরদের পাল্লায় পরে আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে , তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং ভণ্ডদের মুখোশ উম্মচন ছিল আমার উদ্দেশ্য ।।

১৮| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪০

আহসান আরিয়ান বলেছেন: Dnt giv us sm bulsht! Govt killed'em for wht! Etodin kothai silen apnara! R jaihok, u can't support killing ppl! Etto gyani apnara, ghash ketesen etodin! Ekhono tai korsen!

১৯| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪০

আহসান আরিয়ান বলেছেন: Dnt giv us sm bulsht! Govt killed'em for wht! Etodin kothai silen apnara! R jaihok, u can't support killing ppl! Etto gyani apnara, ghash ketesen etodin! Ekhono tai korsen!

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: কোনো হত্যাই সমর্থনযোগ্য নয় ।।

আমার পয়েন্ট ছিল সহিংসতার আশংকা নিয়েও যারা নিজেদের স্বার্থে ছোট ছোট বাচ্চাদের জীবনকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছিল তাদের কে নিয়ে ।।

২০| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: বাস্তব চিত্র .......

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ ।

২১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:১০

আমিনুর রহমান বলেছেন:
বাস্তব চিত্র। এতিম অসহায় বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হয়।

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ ।।

২২| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
লালবাগ মাদ্রাসায় এসির নিচে বসে বসে যারা শহীদ হওয়ার বাসনা পোষণ করেন নিরাপত্তার ভয়ে সমাবেশস্তলে আসতে পারেননা, তারা কীভাবে শহীদ হওয়ার স্বপ্ন দেখে ।


বাস্তব চিত্র শেয়ার করার জন্য ধন্যবাদ। আল্লাহ্‌ সকল নিরপরাধের হেদায়েত করুন।

০৭ ই মে, ২০১৩ রাত ১১:৪১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ ।।

আল্লাহ্‌ সকল নিরপরাধের হেদায়েত করুন।

২৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:৫৯

অমৃত সুধা বলেছেন: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ইমরানের
http://dhakajournal.com/?p=6273

শিশুদেরও জড়ানো হচ্ছে রাজনৈতিক কর্মসূচীতে
http://dhakajournal.com/?p=6296

২৪| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: এই হুজুরগুলা কত্তবড় ক্রিমিনাল!

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: পরবর্তীতে ওদের নিয়ে আরও লিখার ইচ্ছা আছে ।।

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ধন্যবাদ , হাসান ভাই ।।

২৫| ০১ লা জুন, ২০১৩ রাত ৩:০২

শিপু ভাই বলেছেন:
২য় বর্ষ্পূর্তির অভিনন্দন ভাই!!! !:#P !:#P !:#P

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৬

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আহ !! প্রোফাইলের নিষ্পাপ চাহনি দেখে মুগ্ধ হই , আপানাকে কই নাই কিন্তুক !!! ও, কী জানি কইছিলেন,

থাঙ্কু , থাঙ্কু ।।

২৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩০

অপ্‌সরা বলেছেন: ভীষন মন খারাপ হলো লেখাটা পড়ে।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: মন খারাপ হওয়ার মতই পরিস্থিতি ছিল সেদিন ।।

পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ !!

২৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৫

নিয়ামুল ইসলাম বলেছেন: :( :(

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: :( :(

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

শায়মা বলেছেন: তোমার ভাইয়াটা এখন কেমন আছে ভাইয়া???

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এখন আল্লাহর রহমতে ভালো আছে।।হেফাজ কি খুবতি ভুত মাথা থেকে চিরতরে বিদায় হয়েছে , এটাই খুশীর সংবাদ !!
আপনার কি খবর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.