নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব স্বপ্নই সুখের হয় না। কিছু কিছু হয় বিষাদময়। কেননা, আমার মত মানুষে স্বপ্ন দেখা পাপ, মহাপাপ।

বিষাক্ত স্বপ্ন

স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন

বিষাক্ত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কে আমি???

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

আমি উন্মাদ আমি উন্মাদ
আমি ফাল্তু,
জোচ্চোর
আমি ভন্ড
আমি দেবতার শির
ভেঙ্গে করিব খন্ড খন্ড
আমি পাগল আমি
ক্ষ্যাপা আমি গর্দভ
আমি খারাপ
আমি নোংরা
আমি লম্পট
চরিত্রহীন
ফটকাবাজ আমি দস্যু
আমি চোর আমি ডাকাত
আমি হিটলারের শিষ্য
আমি মানুষ মারা
টাটকা গ্রেনেড
বুলেট আমি মাইন
আমি লম্পট আমি লম্পট
আমি নষ্ট
আমি উদ্ভট
আমি বেশ্যা
আমি ধ্বংস
আমি ব্যাবচ্ছেদ
আমি জল্লাদ
আমি কশাই
আমি ভন্ড খুব ভন্ড
অন্ধ আমি
অন্ধকারে করে বেরাই
যত প্রকারের নষ্টামি
আমি হানাদার
আমি ইংরেজের
ওই দাঙ্গা দলের সরদার
আমি ইবলিসের ঐ
দারির ভিতর
লুকিয়ে থাকা শয়তানি
আমি ডাস্টবিন
পচা নর্দমার পানি
আমি রাস্তার পাসে বসা
সেই উত্যক্তকারি তরুন
আমি ষোরশির জামা ছেরা
সেই বৈশাখের নবরুন
আমি সেই শিক্ষক
যার চরিত্রের হানায়
সেই ছাত্রীরা আজ স্ব-ঘাতক
আমি খুশি
,মহাখুশি
আমি যে কত খারাপ
আজ জানছে জগত বাসি
হা হা হা আনন্দ কি আনন্দ মোর
নষ্টামি করে
পার পেয়ে যাই
মোর রহিয়াছে খোলা সব দোর

আমি উন্মাদ আমি উন্মাদ
আমি এখনো চিনিনি আমারে
আমার কিভাবে খুলিবে সব বাধ ???

আমি উত্তাল
আমি আগামী
আমি হায়েনা
আমি ঘুর্নি
যাই চুর্নি
যত বন্ধন যত শৃঙ্খল
আমি নরাধম
উশৃংখল
গোরস্থানের দুয়ারী
আমি জিহাদের তরবারি
খন্ড খন্ড করি শত্রুর শির
মজা
পাই খুন আহারি
টাইফুন আমি সাইক্লোন
আমি সাতরে পেরুব
আটলান্টিক নুহ
র মহা প্লাবন
আমি ঘাতক
খুনে লুটি মজা
আমি উল্লাসিত
জীবন্ত এক নাটক কাটিয়া তব নাস্তিক শির
ভেন্গে ফেলি ধর্ম প্রাচির
তুমিও মানুষ আমিও মানুষ
তবে বাধা কেন মিশতে?
দেখি বাধা দেয় কোন মহাবীর
আমি কুলাঙ্গার চেহারা আমার
যেন কাল অঙ্গার
তবুও মানুষ আমি
আমি পারি ভালবাসতে
ভাল বাসাতেও পারি আমি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৪

কানিজ রিনা বলেছেন: এমন মানূষ জনতু জানোয়ার থেকেও থেকেও অধম।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০১

বিষাক্ত স্বপ্ন বলেছেন: হম। ঠিকই বলেছেন। আমার মনে হয় আমি তেমন মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.