নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব স্বপ্নই সুখের হয় না। কিছু কিছু হয় বিষাদময়। কেননা, আমার মত মানুষে স্বপ্ন দেখা পাপ, মহাপাপ।

বিষাক্ত স্বপ্ন

স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন

বিষাক্ত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

স্বপ্ন মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে ভালবাসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্ন গুলো পুরন হয়না। পুরন হয়না তাদের স্বপ্ন, যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে।
জীবিকার তাগিদে গ্রাম ত্যাগ করে শহরে এসে বস্তিতে যে আশ্রয় নিয়েছে সে যদি পাজেরো তে করে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে সেটা কি মানায়?? তাই বলে কি স্বপ্ন দেখা পাপ??
আথবা গার্মেন্টস এর যে কর্মিটি দালালের খপ্পরে পড়ে এখন যৌন পল্লিতে , তার কি মুক্ত হওয়ার স্বপ্ন থাকতে পারে না??
তবে কেন পুরন হয়না তাদের সেই স্বপ্ন??

বস্তির যে ছোট ছেলেটা বুঝতে পারে না, ভুমিকম্প হচ্ছে নাকি ট্রেন যাচ্ছে । জন্মের পর থেকেই যে বুঝতে শিখেছে যে কম্পন অনুভুত হলেই ট্রেন যায়। সে কি স্বপ্ন দেখতে পারে না বড় কিছু হতে??
কেন হয়না কেন??
তবে এসব স্বপ্ন কি বিষাক্ত স্বপ্ন????

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.