নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব স্বপ্নই সুখের হয় না। কিছু কিছু হয় বিষাদময়। কেননা, আমার মত মানুষে স্বপ্ন দেখা পাপ, মহাপাপ।

বিষাক্ত স্বপ্ন

স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন

বিষাক্ত স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

স্বদেশ

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বাংলা স্বদেশ আমার
হেরিনু তার রুপের বাহার,

মুগ্ধ আমি,

মুগ্ধ দেখিয়া মাথার চুলে,
সীথির মতন নদী ছুটে চলে।

গোধুলি লগনে সিঁদুর যেন,
আবির ছড়ায় তার আঁচলে।

হেলিয়া দুলিয়া দুলে দুলে চলে
কত না গরুর গাড়ি
পারাপার করে বাঙালি বধু,
বাপের শ্বশুর বাড়ি।

ঐ দেখা যায় দুরে ,
সাদা কাঁশ সব ফুঠে ফুঠে আছে
নদীর ধারে ধারে।

তুলোর মতন সাদা কাশ গুলো
বাতাসে দুলছে মৃদু,
রাতে শুনি থেকে থেকে সেথা
শেয়ালের ডাক সুধু।

শীতের দিনে সকাল বেলা কি
বের হয়েছিলে কেউ?
দেখেছ কি মেঘের ন্যায়
কুয়াশা খেলিছে ঢেউ।

চৈত্রের রোদে, কাঠ ফেঠে যায়
ধুধু করে সব চরাঞ্চল,
শীতকালে সেথা এক হাটু পানি
বর্ষায় অথৈই জল।

আহা! কতনা মধুর রুপ
হেরিলে জুড়ায় হিয়া
কত্ত জাতের পাখ-পাখালি ,
আছে ফিঙে, শালিক টিয়া।
আহা কতনা মধুর রুপ,
রুপ দেখে কত কবি মনিষি
হয়ে গেছে নিশ্চুপ।
বাংলা আমার মাতৃভুমি
বাংলা আমার মা,
বাংলার মত এত প্রশান্তি
কোথাও পাব না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: হেরিয়া কথাটা বাতিল করলে ভাল হত

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

বিষাক্ত স্বপ্ন বলেছেন: তাই করলাম দাদা

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

মানবী বলেছেন: সুন্দর দেশ প্রেমের কবিতা, খুব ভালো লেগেছে পড়ে!
কবিতাটি পড়ার সময় "শোন মা আমিনা, রেখে দে রে কাজ, ত্বরা করে মাঠে চল" কবিতার কথা মনে পড়ছিলো :-)

ধন্যবাদ বিষাক্ত স্বপ্ন(স্বপ্ন বিষাক্ত হয় কিভাবে!!)

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

বিষাক্ত স্বপ্ন বলেছেন: ধন্যবাদ। আমার স্বপ্নগুলো বিষাক্ত। তারা আমাকে ঘুমাতে দেয় না। ভাল থাকতে দেয় না। শুধু তাড়িত করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.