![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন
হাটবে??
চল হাটি,,
না না, জুতো নয়,
খালি পা,
বৃষ্টির স্পর্শে কেপে উঠব থেকে থেকে
যেন ঠান্ডা, প্রচুর ঠান্ডা,
তোমার স্পর্শে আবার উষ্ণ হয়ে উঠব
হঠ্যাৎ বিজলি চমকাবে,
তুমি ভয়ে লুকাবে আমার বুকে
বলব,
তুমি এত বড় হইছ কেন?
ছোট্ট হলে লুকিয়ে রাখতে পারতাম বুক পকেটে।
বুকে মৃদু কিল দিয়ে মুখ বাকা করে হেসে বলবে,
যাহ্, তুমি এত দুষ্ট কেন,
বলতাম,
মা বলেছে,
ভাল ভাত কখনও ভাল মাছ পায় না,
তুমি যে ভালো, তাই তোমাকে পেতে হলেও তো কিঞ্চিৎ দুষ্ট হওয়া উচিত।
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৫
বাউলা সন্ন্যাসী বলেছেন: প্রথম নয়টি লাইন অসাধারণ ছিল। পরের লাইন গুলো পরিপক্বতার অভাব রয়ে গেছে বেশ।
ব্যাপার না। প্রথম নয়টি লাইনের মত লিখতে থাকুন জমে উঠবে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর প্রেমের কবিতায় ভালোলাগা একরাশ
৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: তুমি এত বড় হইছ কেন?
ভাল ভাত কখনও ভাল মাছ পায় না
এই লাইনগুলো শ্রুতিমধুর হয়নি। কবিতার মাধুর্যটাই নষ্ট হয়ে গিয়েছে। নতুবা, ভালোই হয়েছিল।