![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যদি সত্যি হত থাকত না আর ভ্রম,, স্মৃতিতে নয়, তোমায় নিয়ে কাটত সারাক্ষন
ভালবাসা তুমি
প্রথম পরশে কেপে কেপে ওঠা ষোড়শি
ভালবাসা তুমি
প্রিয়ার মুখে এক চিলতে হাসি
ভালবাসা তুমি
প্রসূতি মায়ের কোল জুড়ে থাকা চাঁদ
ভালবাসা তুমি
নব্যবধুর প্রথম পেরুনো রাত
ভালবাসা তুমি
ভোর সকালে বধুর চুলের পানি
ভালবাসা তুমি
তোমার আমার অনবরত দুষ্টুমি
ভালবাসা তুমি
চন্দ্রকলায় আলোর হাতছানি
ভালবাসা তুমি
টিনের চালের টিপটিপ গড়া পানি
ভালবাসা তুমি
কৃষ্ণচুড়ার লাল লাল রঙ্গে মেলা
ভালবাসা তুমি
নব্যবধুর হাসি তামাশা খেলা
ভালবাসা তুমি
আমার ছিলে, আজ অন্য কারো
ভালোবাসা তুমি
স্বপ্ন ভাঙ্গ, তুমিই স্বপ্ন গড়
ভালবাসা তুমি
প্রথম পরশে কেপে কেপে ওঠা ষোড়শি
ভালবাসা তুমি
প্রিয়ার মুখে এক চিলতে হাসি
ভালবাসা তুমি
প্রসূতি মায়ের কোল জুড়ে থাকা চাঁদ
ভালবাসা তুমি
নব্যবধুর প্রথম পেরুনো রাত
ভালবাসা তুমি
ভোর সকালে বধুর চুলের পানি
ভালবাসা তুমি
তোমার আমার অনবরত দুষ্টুমি
ভালবাসা তুমি
চন্দ্রকলায় আলোর হাতছানি
ভালবাসা তুমি
টিনের চালের টিপটিপ গড়া পানি
ভালবাসা তুমি
কৃষ্ণচুড়ার লাল লাল রঙ্গে মেলা
ভালবাসা তুমি
নব্যবধুর হাসি তামাশা খেলা
ভালবাসা তুমি
আমার ছিলে, আজ অন্য কারো
ভালোবাসা তুমি
স্বপ্ন ভাঙ্গ, তুমিই স্বপ্ন গড়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১
আমি আগন্তুক নই বলেছেন: ভালো লাগলো।