নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের পোস্ট-মন্তব্য-প্রতিমন্তব্য সবকিছুর দায়িত্ব এখন হইতে এক বন্ধুর নিকট অর্পিত হইল।

হেমায়েতপুরী

ব্লগের পোস্ট-মন্তব্য-প্রতিমন্তব্য সবকিছুর দায়িত্ব এখন হইতে এক বন্ধুর নিকট অর্পিত হইল।

হেমায়েতপুরী › বিস্তারিত পোস্টঃ

নজরুল-নজরুল-অ্যারন নজরুল

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২৫

তুমি চিরদিন যদি নাহি রবে জীবনে

কন্ঠে আমার মালা দিলে কেন

ফুল দিলে কেন চরণে

চিরদিন যদি নাহি রবে জীবনে

কন্ঠে আমার মালা দিলে কেন

ফুল দিলে কেন চরণে



যবে প্রণয় রাঙানো মধুরও স্বপনে

এসেছিলে মোর প্রথম জীবনে

মন বনে মোর প্রেমেরও মনিকা

জাগিয়া উঠিলো গোপনে



চিরদিন যদি নাহি রবে জীবনে



সেদিন বুঝিনি আমার ভুবন

শুন্য কাঙাল করে

ব্যাথা দিয়ে তুমি আখিরও আড়ালে

সহসা যাবেগো সরে



কেন মুকুল ফোটানেো

উদাসী দখিনা সম

মুকুল ফোটানেো

উদাসী দখিনা সম

ভালবাসিবার বাসনা জাগালে মম

প্রিয় নাম ধরে ডাকিলে কেন গো

ছল ছল দু'টি নয়নে



তুমি চিরদিন যদি নাহি রবে জীবনে

কন্ঠে আমার মালা দিলে কেন

ফুল দিলে কেন চরণে



*****************************************************



জীবনে যারে তুমি দাওনি মালা

মরণে কেন তারে দিতে এলে ফুল

জীবনে যারে কভু দাওনি মালা

মরণে কেন তারে দিতে এলে ফুল



আখিপানে যার কভু চাওনি ফিরে

কেন তারি লাগি আখি অশ্রু ব্যাকুল

মরণে কেন তারে দিতে এলে ফুল



জীবনে যারে কভু দাওনি মালা



চিরদিন যারে তুমি দিয়েছো হেলা

হৃদয় লয়ে শুধু খেলোছো খেলা

বিরহে তারি আজি বলো গো কেন

শুন্য লাগে এই ধরণী বিপুল

মরণে কেন তারে দিতে এলে ফুল



জীবনে যারে কভু দাওনি মালা



আমিতো ছিলাম প্রিয় তোমারই কাছে

সেই বকুল তলে সেই চাঁদনী রাতে

সেদিন কেন দিলেনাকো হায়

যে মালা খানি ছিল তোমারই হাতে



মোর যত প্রেম মোর যত গান

চায়নিতো কভু কোন প্রতিদান

চিরতরে হায় যবে নিলাম বিদায়

তুমি বুঝেবি কি গো তব হৃদয়েরও ভুল

মরণে কেন তারে দিতে এলে ফুল



*****************************************************



I'm so far inside the jungle deep

More longer with each machete sweep

My time for me is about to come

Finally see all the things I've done



I awake inside a dream

Drunk and dazed under a tree

I feel hands that softly touch my face

Sisters in this hidden place



They sing songs that fill my mind

In the early morning light

Up above I see the tops of trees

Think I know just where they're taking me



Down to the river

I'm being delivered

Oh My



Down to the river

I'm being delivered

Oh my



They lay me on a bed of reeds

Upon wooden rafts to carry me

With the water I begin to roam

On the way back to the home



And I calmly close my eyes

If I'm going well it's all right

Soon enough then I will see

Just what's in store for me



Down to the river

I'm being delivered

Oh my



Down to the river

I'm being delivered

Oh my

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২৭

শায়মা বলেছেন: হেমাবেবীভাইয়া তোমার হঠাৎ কি হলো???


কার দুঃখে এমন সব গানা মনে পড়ে গেলো???:P

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৩০

হেমায়েতপুরী বলেছেন:
:(

ছ্যাকা খেলে এমনই হয়রে মা :|

নজরুল এমনিতেই আমার প্রিয়। তার উপর ইদানিং কি যে হয়েছে!!

২| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:২৮

শায়মা বলেছেন: আরও একটা আছে

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেনো মনে রাখো তারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে....

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৩২

হেমায়েতপুরী বলেছেন:
এটা কোন গান? শুনলে হয়ত মনে পরবে।

এই লাইন গুলো অদ্ভুত লাগেঃ

সেদিন বুঝিনি আমার ভুবন
শুন্য কাঙাল করে
ব্যাথা দিয়ে তুমি আখিরও আড়ালে
সহসা যাবেগো সরে


আর এটুকুঃ

চিরদিন যারে তুমি দিয়েছো হেলা
হৃদয় লয়ে শুধু খেলোছো খেলা
বিরহে তারি আজি বলো গো কেন
শুন্য লাগে এই ধরণী বিপুল

৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বুজি না :|

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৩৯

হেমায়েতপুরী বলেছেন:
সবকিছু বোঝার একটা বয়স আছেরে পিচ্চি :|

৪| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪০

আশিক মাসুম বলেছেন: কীজা পোড়ার গন্ধ পাইতেছি.... ;)

৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪১

আশিক মাসুম বলেছেন: থুক্কু..।কলিজা হবে

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪২

হেমায়েতপুরী বলেছেন:
মানুষের দুঃখে চোখ টিপি মারেন :(

৬| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬

সিকদার বলেছেন: এই গান গুলি যদি হয় অনুপ ঘোষালের কন্ঠে তাহলেই সোনায় সোহাগা।
আমি চিরতরে দুরেই চোলে যাব ,
তবুও আমারা দেব না ভুোলিতে।
আমি বাতাস হইয়া জড়াইব কেশ ,
বেণী যবে যাবে খুলিতে।
তবু আমারে দেব না ভুলিতে।



কন্ঠে আমার নিশিদিন যত সুরের ঝর্না ঝরে এ এ
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে।
তুমি যবে রাখ আখি পরে আখি ,
মন ও বনে মোর মন ও বনে মোর কূহু উঠে ডাকি।

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫

হেমায়েতপুরী বলেছেন: আমি অনুপ ঘোষালের কন্ঠেই শুনছি :)

আমি চিরতরে দূরে চলে যাবো...

আহ! কি চমৎকার কথা আর প্রত্যয়। ধন্যবাদ সিকদার :)

৭| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৮

ইকরাম উল হক বলেছেন: উফ্ফ্হ !!!!!

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬

হেমায়েতপুরী বলেছেন:
:(

৮| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা..... ভাই দুঃখ পাইতে পাইতে..... এখন সবকিছু একই লাগে
কোনটা দুঃখ আর কোনটা কষ্ট ভুজিনা.....কখন হাসুম কখন কাদুম তাও ভুজিনা.......

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৮

হেমায়েতপুরী বলেছেন:
এমনি হয় :|

৯| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। শায়মা'র গানটা দেখুন এই লিংকের সবার নিচে।

০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯

হেমায়েতপুরী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ :)

লিরিকটা তুলে রাখলাম আপনার ওখান থেকে কপি করে!

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে
ভুলে যাও মোরে ভুলে যাও
ভুলে যাও একেবারে

আমি গান গাহি আপনার সুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর নিশীথ অন্ধকারে

দয়া করো দয়া করো আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না সেই শুভ লগনের বেলা
প্রিয় শুভ লগনের বেলা

আমি ফিরি পথে তাহে কার ক্ষতি
তব চোখে কেন সজল মিনতি
আমি কি ভুলেও কোনোদিনও এসে দাঁড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে

১০| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২৮

চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো লাগলো। :)

+++++

১১| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন: প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
... অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই

সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন

আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে

আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে

আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

------------------ব্যর্থ প্রেম--------------
--------------সুনীল গঙ্গোপাধ্যায়----------

হেমায়েত ভাই আপনার জন্য...

১২| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কি হল হেমাভাই :| আমি তো কিছুই বুঝবার পারতেছি না :(

১৩| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ৯:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
কি হলো আপনার ?

১৪| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: যাক আমার গানটা ফারিহান ভাইয়া দিয়ে দিয়েছে।


এটাও নজরুলগীতি ভাইয়া।


ওহ না ভাইয়া না , তুমি তো আমাকে মা ডেকেছো কাজেই আজ থেকে .........:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.